আগ্রহের পাশাপাশি প্রয়োজন আসক্তির

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আজকের বিষয়টি একটু ভিন্ন মানে কিছুটা ভিন্ন ধরনের কথা নিয়ে আজ আপনাদের সম্মুখে এসেছি, তবে কথাগুলো হয়তো নাও ভালো লাগতে পারে কিন্তু তার সাথে থাকা সবুজ প্রকৃতির কিছু দৃশ্য হয়তো ভালো লাগতে পারে। আসলে আমাদের সকলের মানসিকতা এক না, ভিন্নতার কারনে আমরা কাজে কর্মেও ভিন্নতা লক্ষ্য করা যায়। যার কারনে একজন যেমন খুব সহজেই তার লক্ষ্য অর্জনে সক্ষম হয় ঠিক তেমনি অন্যজন কঠিন পরিশ্রম করেও সফলতার দেখা পায় না।

বাস্তবতা আমাদের এক কঠিন সমীকরণের মাঝামাঝি দাঁড় করিয়ে দেয়, আর আমরা বাস্তবতা না বুঝেই নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি। আমাদের সমস্যা হলো আমরা নিজের প্রতি তাকার না, চারপাশের পরিস্থিতিতে বিবেচনা করি না বরং ভুল লক্ষ্য কিংবা ভুল পরিকল্পনা নিয়ে যখন আটকে যাই, তখন নিরুপায় হয়ে নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে দেই, সত্যি অদ্ভুত ধরনের বোকা আমরা!

দেখুন কিছু অর্জনের শুধু লক্ষ্য নির্ধারণ করলেই সব হয়ে যায় না, সেটা অর্জনের জন্য চাই সঠিক আগ্রহ এবং তার সাথে একটা আসক্তি। আসক্তি জিনিষটিকে আমরা সব সময় খারাপ কিছু হিসেবে বিবেচনা করি কিন্তু এর অনেকগুলো ভালো দিকও রয়েছে, আপনি যদি চান সেটাকে ভালো কিছু অর্জনের জন্যও ব্যবহার করতে পারেন। আপনি কিছু অর্জনের জন্য যেমন লক্ষ্য নির্ধারণ করলেন ঠিক তেমনি সেটা অর্জনের জন্য চাই গভীর আগ্রহ এবং তার সাথে সাথে একটা আসক্তি, যদি সেটা না থাকে তবে কখনোই আপনি লক্ষ্য অর্জনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন না।

লক্ষ্য নির্ধারণ+গভীর আগ্রহ+সঠিক মাত্রার আসক্তি=লক্ষ্য অর্জন, সমীকরণটা সহজ কিন্তু পালন করাটা খুবই কঠিন। যতটা সহজেই আমি এটা বলে দিলাম, ততোটা সহজেই কিন্তু সেটা অর্জন করা সম্ভব না। কিন্তু এটাও সত্য যে আপনার লক্ষ্যের প্রতি যদি ভালোবাসা থাকে এবং আপনি যদি সূত্রটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তবে সফলতা আপনার হাতের মুঠোতে নিশ্চিতভাবে।

IMG_20211210_131558.jpg

IMG_20211210_131602.jpg

IMG_20211210_131100.jpg

IMG_20211210_131456.jpg

IMG_20211210_131504.jpg

বিশ্বাস অবিশ্বাস এগুলো আসলেই কিছু না, আমরা যা চাই সেটাকে যদি বিশ্বাস করি এবং নিজের উপর, নিজের যোগ্যতার উপর আস্থা রাখতে পারি, তবে সকল অবিশ্বাসকে দূর করে সফলতা অর্জন করতে সক্ষম হবো। সকল সূত্রের বড় সূত্র হলো নিজের আত্মবিশ্বাস, সেটাকে আগে ঠিক করুন, তারপর লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করুন। সহজ এই একটি বিষয়ে নিজের অবস্থান আগে স্পষ্ট করুন, তবেই অর্ধেকটা এগিয়ে যাবেন এমনিতেই।

IMG_20211210_130913.jpg

IMG_20211210_130932.jpg

IMG_20211210_130940.jpg

IMG_20211210_131017.jpg

IMG_20211210_131022.jpg

Place: Singair, Manikgonj, Bangladesh
W3W Location Code: https://what3words.com/lists.executive.tricks
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

লক্ষ্য নির্ধারণ+গভীর আগ্রহ+সঠিক মাত্রার আসক্তি=লক্ষ্য অর্জন, সমীকরণটা সহজ কিন্তু পালন করাটা খুবই কঠিন

ভাইয়া আপনার এই কথাটি ভালো লেগেছে খুব।খুব জটিল একটি বিষয়কে কি সুন্দর এক লাইনে লিখে ফেললেন।

 3 years ago 

আপনার লেখাটা পড়লাম অপ্ল লেখাতে অনেক কিছু বুজিয়ে দিছেন।আমরা যখন কিছুই করতে পারি না তখন আমাদের ভাগ্যকে দোষ দিয়ে থাকি এবং বলি আমার দ্বারা কিছুই হবে না।আসলে আমরা চেষ্টা না করেই হতাশায় ভুগি এটা আমাদের ব্যধি হয়ে গেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই, আসলে যারা বুঝার তারা অল্পতেই বুঝে যায়, আর যারা বুঝার না তাদের সারা রাত বুঝালেও কাজ হবে না।

 3 years ago 

আপনি কিছু অর্জনের জন্য যেমন লক্ষ্য নির্ধারণ করলেন ঠিক তেমনি সেটা অর্জনের জন্য চাই গভীর আগ্রহ এবং তার সাথে সাথে একটা আসক্তি,

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে লক্ষ্য স্থির করতে হবে এবং পাশাপাশি সেই সফলতা অর্জনের জন্য প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। একজন মানুষ তখনই সফল হতে পারবে যখন সে পরিশ্রমী হবে এবং তার ভিতরে প্রবল ইচ্ছাশক্তি কাজ করবে। সফলতা আমাদের জীবনের মরীচিকার মত। দূর থেকে দেখা যায় কিন্তু কাছ থেকে অনুভব করা যায় না। তাই সফলতা অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য সেই কাজের প্রতি আমাদেরকে গভীরভাবে আসক্ত হতে হবে এবং গভীর আগ্রহ তৈরি করতে হবে। তবে আমরা সফল হতে পারবো। ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। এই পোস্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম। অনেক শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে, লেখাগুলো পড়ে আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

সত্যিই ,আসক্তি থাকাটাও জরুরি।তবে সেটি কিভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ ভালো বা মন্দ কাজে সেটার নির্ভর সেই ব্যক্তির উপর বিদ্যমান।তবে হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত ও কাজের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের পথকে সহজ করে দিতে পারে।দারুণ লিখেছেন ভাইয়া।ছবিগুলো ও সুন্দর।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সেটাই আপু, আসলে আমরা দৃঢ়তা ধরে রাখতে পারি না বলেই আমাদের এই অবস্থা। ধন্যবাদ

 3 years ago 

আসলে ভাইয়া সত্যি কথা বলতে যখন আমরা কোনো কাজে চেষ্টা করার ফলে ও সফল হতে পারিনা তখন আর চেষ্টার ইচ্ছা না বাড়িয়ে বলি কি ভাগ্য ছিল আমার। এটা হবে , আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক।
যেমন ধরেন আঙ্গুর ফল টক।

 3 years ago (edited)
  • আসলেই ভাই আপনার এই গল্পটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। এটি আমাদের বাস্তবতার সাথে একদম মিলেছে। আসলে আমরা নিজেরা ভুল পরিকল্পনা এবং ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় সফল হয়না। আর এই ভুল সিদ্ধান্ত এবং পরিকল্পনার দোষারোপ না করে আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ করি। আসলে ভাগ্যের কোন দোষ নেই। দোষ আমাদের আমদের, আমরা সঠিক সময়ে সঠিক পরিকল্পনা না করার কারণেই আমাদের এই কাজে সফলতা লাভ করতে পারি না। সেটা আমরা না ভেবে আমরা ভাগ্যকে দোষারোপ করি। আমরা মানুষ আসলে আজব বোকামি করে থাকি। তাই আমাদের আগে ভাগ্যকে দোষারোপ না করে, সঠিক পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের সাথে কাজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। প্রকৃতিক এক অপরূপ সৌন্দর্যময় ফুঠে ওঠেছে এই ফটোগ্রাফির মাধ্যমে।
 3 years ago (edited)

আপনার পোস্ট পড়ে প্রতিনিয়তই অনুপ্রাণিত হই। কিন্তু আজকে আপনার পোস্ট দেখে প্রথমেই ফটোগ্রাফি গুলো এক নজর দেখে নিয়েছি। পোস্ট পড়ার আগে ভেবেছিলাম এই জমিটা মনে হয় আপনি কিনেছেন। কিন্তু পরে পুরো পোস্টটা পড়ে যেটা বুঝলাম আপনি শুধুমাত্র আপনার পাঠকদের জন্য বোনাস হিসেবে ফটোগ্রাফি গুলো রেখেছেন। 😁😁

 3 years ago 

মাঝে মাঝে কিছু বোনাস না দিলে পোলাপান আগ্রহ হারিয়ে ফেলবে, এই জন্য দিলাম আরকি। হে হে হে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

সঠিক সিদ্ধান্ত এবং কাজের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের সকল কাজ কে সহজ করে দেয়। আর আমাদের সব সময় ভালো কাজের প্রতি আসক্ত হওয়া হওয়া উচিত। কেননা ভালো কাজের প্রতি আসক্ত হওয়া মানে সে কাজকে সফল করা বা সে কাজে সফলতা লাভ করা। ভাইয়া আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।

 3 years ago 

খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।কোনো একটি কাজ লক্ষ্য হিসেবে বেছে নিলে শুধু হবে না, ওই কাজের প্রতি আমাদের তীব্র আসক্তি থাকা প্রয়োজন।তাহলেই কেবল ওই কাজে আমরা সফল হতে পারবো।আপনার লেখা গুলো বরাবরই আমাকে নতুন করে ভাবতে শেখায়।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59476.67
ETH 2299.07
USDT 1.00
SBD 2.48