পরিস্থিতির কাছে অসহায়ত্ব স্বীকার || এক তিক্ত অভিজ্ঞতার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ বিকেল বন্ধুরা,

সময় মাঝে মাঝে আমাদের খুব কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দেয়, আমাদের তখন নিজেদের পরিস্থিতির নিকট বন্দি মনে হয়। হয়তো আমাদের প্রত্যেকের জীবনে এই রকম কিছু কঠিন মুর্হুত তৈরী হয়, তখন আমরা নিজেদেরকে পরিস্থিতির সামনে খুব বেশী অসহায় মনে হয়। খুব বেশী কষ্টকর হয় সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করা। যদিও আমার জীবনে এই রকম পরিস্থিতি বহু বার তৈরী হয়েছে, যার কারনে এটা এখন আমার কাছে ততোটা বেশী যন্ত্রনাদায়ক মনে হয় না।

তবে কিছুটা তিক্ততায় ভরা ছিলো আজকের অনুভূতিগুলো, একটু খুলেই বলছি আপনাদের। কারন প্রতিটি পরিস্থিতি এবং তিক্ততায় ভরা মুহুর্তগুলো আমাদের নতুন শিক্ষা দেয় এবং পরিস্থিতি মোকাবেলায় নতুনভাবে সব চিন্তা করার উপায় বলে দেয়। আজকের সকালটা বেশ ভালো ছিলো আমার নিকট, কারন সকলের শুরুটা হয় মিষ্টি অনুভূতি দিয়ে। দেখুন শীতকাল প্রায় চলে আসছে, রাতে অনেকটাই শীত অনুভত হয় এখন। গত শুক্রবার এই জন্য নতুন একটি কম্বল কিনেছিলাম ছেলের জন্য, কারন ছেলে বড় হচ্ছে এখন।

IMG_20211110_141504.jpg

W3W Location Code: https://what3words.com/disprove.rinses.toffee
Device: Redmi 9, Xiaomi

গতকাল বিশেষ নতুন এক ধরনের পিঠা তৈরী করা হয়েছিলো বাড়ীতে, যার সাথে আমিও যুক্ত ছিলাম। এই পিঠাটা এবারই প্রথম আমাদের বাড়ীতে তৈরী করা হয়। যার কারনে উৎসাহটা একটু বেশী ছিলো। সকালে তাই সেই পিঠার স্বাদে অনুভূতিটা বেশ মিষ্টি এবং ভালো ছিলো। কিন্তু তার কিছুক্ষণ পরই শুরু হয় নতুন এক অধ্যায়ের, যেখানে অনুভূতিগুলো মিষ্টি হতে পরিবর্তন হয়ে তিক্ততায় ডুবে যায়। কাল রাতে বেশ কিছুটা সময় জেগে এবিবি-স্কুলের জন্য শীট তৈরী করতেছিলাম, প্রায় শেষ করে ফেলেছিলাম। অল্প কিছুটা বাকী ছিলো, যার কারনে সকালে একটু আগে উঠি, তারপর টিপুর ভোট কিনি এবং বাকী অংশটুকু শেষ করার চেষ্টা করি।

IMG_20211110_141354.jpg

W3W Location Code: https://what3words.com/disprove.rinses.toffee
Device: Redmi 9, Xiaomi

এর মাঝেই আযান হয়, আমি নামাজ পড়তে চলে যাই। ল্যাপটপ চালুই ছিলো। এটা নিয়ে চিন্তা ছিলো না কারন কিছু সময় পর এটা এমনিতেই স্লিপ মোডে চলে যাবে। কিন্তু নামাজ শেষে এসে দেখি ল্যাপটপ পুরো অফ, তারপর নানা কৌশলে অনেক বার ট্রাই করলাম, প্রতিবারই ব্যর্থ হলাম। ইউটিউব এর পরামর্শ এবং পরিচিত কয়েকজনের আশ্বাস, কোনটাই কাজে আসে নাই শেষ পর্যন্ত। এ যেন কঠিন এক প্যারা শুরু হলো, শীতের সকাল কিন্তু আমার কপালে চিন্তার ভাজ, বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে ইতিমধ্যে। উপরের দিকে তাকিলে ফ্যান ছেড়ে দিলাম, শীতের অনুভূতি নিমিষেই হারিয়ে গেলো। মিষ্টি পিঠার মিষ্টি অনুভূতিগুলো কেমন জানি তিক্ত হয়ে উঠলো।

IMG_20211110_141232.jpg

IMG_20211110_141243.jpg

W3W Location Code: https://what3words.com/disprove.rinses.toffee
Device: Redmi 9, Xiaomi

সত্যি অনাকাংখিত এক পরিস্থিতি, দারুণভাবে পুরো অনুভূতি পরিবর্তন করে দিলো। ভেতরে চিন্তার মাত্রা বৃদ্ধি পেতে থাকলো দারুণভাবে, অনেকটা অসহায় মনে হলো পরিস্থিতির কাছে নিজেকে। যদিও নিজেকে শান্তনা দেয়ার চেষ্টা করেছি, পরিস্থিতির উপর কারো হাত নেই, অনেক কিছুই মেনে নিতে বাধ্য হতে হয় আমাদের। তারপর অফিস এবং অফিস হতে ল্যামটপ মার্কেট, সেখানে হতে আসুস সার্ভিস সেন্টার। পুরো বিষয়টিই বেশ যন্ত্রনা দায়ক ছিলো। কারন আমাদের দেশের সড়কগুলো সব সময়ই যন্ত্রণায় ভরপুর থাকে, ইচ্ছে করলেই যানজট এড়িয়ে কোথায় যাওয়া যায় না। তার কারনে অল্প দুরত্বের জায়গায় যাওয়া আসা করতে পুরো দিনটাই শেষ হয়ে গেলো।

IMG_20211110_125518.jpg

IMG_20211110_125530.jpg

W3W Location Code: https://what3words.com/butlers.normal.wakes
Device: Redmi 9, Xiaomi

না, ল্যাপটপ আর অন করা সম্ভব হয় নাই, কাজের সমাপ্তি আর টানা হয় নাই, শেষ অংশটা হয়তো আবার নতুন করে শুরু করতে হবে এবং পরিস্থিতির কাছে নিজের পরাজয় মেনে নিতে হবে। সত্যি মাঝে মাঝে এই রকম অনাকাংখিত পরিস্থিতি আমাদের অন্যরকমভাবে বন্দি করে দেয়, ভিন্ন অভিজ্ঞতার সাথে সাথে নিজের অসহায়ত্ব দারুণভাবে ফুটে উঠে। কিন্তু আমরা মানুষ সকল পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে হয় এবং সাভাবিক কাজকর্ম সাভাবিক রাখার চেষ্টা করতে হয়। ভেতরের পুরো অনুভূতি প্রকাশ করা যায় না বা ইচ্ছে থাকলেও সেটা করা সম্ভব হয় না। এটাকেই হয়তো বলে নির্মম বাস্তবতার!

IMG_20211110_125521.jpg

W3W Location Code: https://what3words.com/butlers.normal.wakes
Device: Redmi 9, Xiaomi

যাইহোক, আগামী তিন দিনের জন্য ল্যাপটপকে সার্ভিস সেন্টারে রেখে আসতে বাধ্য হলাম, কারন তাদের একটাই কথা আমরা তাৎক্ষনিক কোন সার্ভির প্রদান করি না, আপনাকে নির্দিষ্ট পরিমানে সময় দিতে হবে। আমরা পুরো বিষয়টি দেখবো এবং কোন পার্টস পরিবর্তন করার প্রয়োজন হলে সেটা ক্লেইম করবো, তার জন্য সময় দিতে হবে। তাই শর্তহীনভাবে তাদের কথায় সায় দিতে হলো এবং আগামী তিন দিনের জন্য তাদের কাছে জমা রাখতো হলো। সত্যি বলতে আমাদের দেশের সার্ভিস সেন্টারগুলোও এক প্রকার যন্ত্রণা তৈরীর মেশিন, তারা অনেকটা কচ্ছপ এর সাথে নিজেদের কাজের গতির সামঞ্জস্য রাখার চেষ্টা করেন।

IMG_20211110_135641.jpg

W3W Location Code: https://what3words.com/butlers.normal.wakes
Device: Redmi 9, Xiaomi

দেখা যাক, চিন্তার ভাজটা কতদিন পর্যন্ত কপালে থাকে, আর অনুভূতিগুলোর স্বাদ পরিবর্তন হওয়ার জন্য কতটা সময় নেয়। জীবন মানেই অনাকাংখিত পরিস্থিতির সম্মুখীন হওয়া এবং নতুনভাবে নতুন কিছুর স্বাদ নেয়া, হতে পারে সেটা মিষ্টি কিংবা তেতো। এভাবেই আমরা এগিয়ে চলছি এবং চলতে থাকবো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

সত্যিই এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া খুবই কষ্টকর ব্যাপার ভাইয়া।আমি ও এই তিনদিন খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি।একটি কাজে বারবার আমাকে যেতে হয়েছে কাজ মিটানোর জন্য, এটি খুবই বিরক্তিদায়ক ও তিক্ত ছিল আমার কাছে।তবুও পরিস্থিতির নিয়মে মেনে নিয়েছি।আপনার তিক্ত অভিজ্ঞতা জেনে আমারও মনে হলো।আশা করছি খুব শীঘ্রই আপনার ল্যাপটপ ঠিক হয়ে যাবে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব ভালো লিখেছেন ভাই
একদম বাস্তবিক বিষয় তুলে ধরেছেন আজকের পোস্টে।
তবে একটা জিনিস কি আমরা মানুষেরা যেমন ঝামেলা পাকাই, তেমনি আমরাই কিন্তু সেটা থেকে নিজেদের উদ্ধার করি 🙂

 3 years ago 

ধন্যবাদ ভাই, আসলে আবেগটা প্রকাশ না করে থাকতে পারলাম না।

 3 years ago 

🙏🙏🙏❤️❤️

 3 years ago 

ভাইয়া আপনার পোস্টগুলো আমি সবসময় পারার চেষ্টা করি। যদিও মাঝের মধ্যে হাতছাড়া হয়ে যায় আমার ব্যক্তিগত কাজের কারণে। আপনার আজকের যে অনাকাঙ্খিত ঘটনা আপনি বর্ণনা করলেন সেটা খুবই দুঃখজনক। হ্যাঁ আমি একটু আক্ষেপ প্রকাশ করলাম কিন্তু আপনার ভালো জিনিস নষ্ট হয়ে গেছে আপনি কতটা হতাশা সেটা আপনি ভালো জানেন। আপনার থেকে বেশি আপনার সবচেয়ে আপন যে জন আপনার সন্তান বা আপনার স্ত্রী তারাও কিন্তু বুঝবে না। যে আপনি কতটা হতাশায় ভুগছেন। আমরা মানুষ আমরা সবকিছু মেনে নিয়ে চলতে হয়। আমরা প্রতিটি মানুষ এরকম, আমরা যতই বিপদে পড়ি না কেন বড়জোর আমরা সন্তুষ্টজনক কয়েকটা কথা বলি বা উপদেশ দেই এর বেশি কিছু নয়। তো হুট করে একটা ক্ষতি হয়ে গেলে ওই ক্ষতির গভীরতা যে কতটুকু যে পায় সে বুঝে। আপনি অনেক সুন্দর করে পুরো পোস্টটি লিখেছেন আমি হয়তো ভাল করে ব্যাখ্যা করতে পারব না যা বুঝেছি আপনার এই হতাশা অনেক গভীরের। আমাদের সাথে এত সুন্দর করে একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

খুবই দুঃখজনক ব্যাপার হাফিজ ভাই। বর্তমানে আমাদের পেশাগত জীবনে ল্যাপটপ কম্পিউটার একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। নিত্য প্রয়োজনীয় এই যন্ত্রটি অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট হয়ে গেলে ভোগান্তির শেষ থাকে না। আশা করি কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই আপনার ল্যাপটপটি ফেরত পাবেন।

 3 years ago 

হ্যা, এটা সত্যি বলছেন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ ছাড়া অনেকটাই অসহায় এখন আমরা। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনি কিন্তু সবসময় ভালো লিখেন ,দারুন করে আপনার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন ,তবে ভাইয়া আমি চিন্তা করে দেখছি , যদি এমন টা আমার সাথে ঘটে যেত তবে কতটা কষ্ট আমি পেতাম, আসা করি ঠিক হয়ে যাবে ,এই কিছুদিন অপেক্ষা করেন , দেখা যাক,

 3 years ago 

ধন্যবাদ বিষয়টি নিজের করে চিন্তা করার জন্য।

 3 years ago 

হায়রে, এতো গুলো লিখা ভাইয়া আপনার আবার লিখতে হবে। ব্যাপারটা ভাবতেই কেমন লাগছে। একবার মাথা থেকে ভেবে যা লিখা হয় তা আবার দ্বিতীয় বার ভেবে লিখাটা অনেক কঠিন হয়ে যায়। দেখা যায় কি হয়,বেশি টেনশন নিয়েন না। 😢

 3 years ago 

হুম, আপু কিছুই করার নেই, পরিস্থিতির কাছে সত্যি অসহায়। ধন্যবাদ

 3 years ago 

সত্যিই ভাইয়া,আপনার পোস্টটা পড়ে খুবই খারাপ লাগতেছে। ল্যাপটপ এর কাজ শেষ না হতেই তার যে মেয়াদ শেষ হয়ে যাবে সেটা খুবই দুঃখজনক ব্যাপার। দোয়া রইল যেন ৩দিন আগেই ঠিক হয়ে যায় আপনার ল্যাপটপ।

 3 years ago 

আসোলেই ভাই যখন অনাকাঙ্খিত কিছু শুরু হয় লাইফে তখন মিষ্টি জিনিস ও তিক্ত মনে হয় ।আর শরীরের আবহাওয়া ও চেঞ্জ হয়ে যায় মুহূর্তের মধ্যে ।হঠাৎ জরুরি কাজ মাঝে বন্ধ হলে এতো খারাপ লাগে সেটা বুজি ভাই এজন্য চিন্তা করবেন না আবার সব ঠিক হয়েযাবে ইংশাআল্লহ ।ধন্যবাদ ভাই ভালো কিছু শেয়ার করার জন্য ।

 3 years ago 

মাঝে মাঝে আমার ল্যাপটপ এমন করে খুব বিরক্তি লাগে তখন ।বিশেষ করে যখন আমার বিশেষ কোনো প্রয়োজন লাগবে দেখবেন কাজ করে না। আর পরিস্থিতি কাছে আসলে আমরা সবাই আটকে গেছি কখনো আমাদের অনুকূলে থাকে তখন আমাদের প্রতিকূলতাকে। সত্যি কথা বলতে কি আমি বরাবরই পরিস্থিতি শিকার হয়ে যাই । আমাকে অনেক বিপর্যস্ত করে তোলে কিন্তু আমি পিছন ফিরে তাকায় না নবউদ্যমে সামনে এগিয়ে যেতে চাই।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32