আবেগের কবিতা || মনুষ্যত্ব || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

tied-up-g3c9fcdaed_1920.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আমার কথা নাইবা বললাম আজ, কারন এতো বেশী সমস্যার কথা শুনে শুনে আপনারাও সমস্যায় আক্রান্ত হয়ে যেতে পারেন হি হি হি। গত পরশু আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা ফ্যানথম দাদার একটি কবিতা পড়ে হৃদয়ের ভেতরটা মোচড় দিয়ে উঠে। আমি সত্যি কবিতার লাইনগুলো পড়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে যাই, কি বলবো বা কি উত্তর দিবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কারন কবিতাটি লেখা হয়েছিলো মনুষ্যত্ব নিয়ে।

আমরা মানুষ। মানুষ হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবেও দাবী করি। কারন আমাদের রয়েছে বিবেকের সাথে সূক্ষ্ম বুদ্ধি। যার ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমরা সেই আদিম মানুষ হতে আজ উন্নত সভ্যতার উচ্চাসনে অভীষ্ট হয়েছি। কিন্তু সভ্যতার বির্নিমানে আমরা হারিয়েছি মুল্যবান অনেক কিছু, তাদের মাঝে অন্যতম হলো মুনষ্যত্ব। কারন আমরা ছুটেছি শুধু বিজয় আর সফলতার পিছে, আমরা বিজয়ের নেশায় হারিয়েছি হৃদয়ের আবেগ ও অনুভূতিকে। রক্তের বন্ধন আজ পঁচে যাওয়া পাটের বাঁধনের মতো, ধর্ম-বর্ণ আজ সুউচ্চ সীমনা প্রচীর এর মতো। মানুষ হিসেবে মানুষের পাশে থাকার বাণী আজ অস্পর্শ ক্ষতের মতো।

স্বার্থের নেশা আজ বড্ড বেশী জাগ্রত, হৃদয়ের অনুভূতি আজ ঝাপসা অতি, সম্পর্কের কোন মূল্যায়ন হয় না সেখানে। ভাইকে ভাই ঠেলে দেন অন্ধকারাচ্ছন্ন কূপের গভীরে, প্রিয়জনের চিৎকার পৌঁছায় না কানের ভেতরে। আমরা কোথায় যাচ্ছি? কিসের পেছনে ছুটছি আমরা? মনুষ্যত্ব বিহীন এই জীবনের শেষ গন্তব্য কোথায়? অজানা রয়েছে আমার এই রকম শত প্রশ্নের, হয়তো কবিরাও এখন নিরব ভুমিকায় অবতীর্ণ হবেন। আবার হয়তো ফ্যানথম দাদার মতো কেউ উচ্চস্বরে মানবতার স্বপক্ষে আওয়াজ তুলবেন। অনুভূতির এই ক্ষতগুলো নিয়েই আমার আজকের কবিতা লেখার প্রচেষ্টা।

তবে তার আগে আপনাদের পড়তে হবে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা ফ্যানথম দাদার সেই কবিতাটি- মনুষ্যত্বের পরাজয়

moist-g7ea8d2800_1920.jpg

সুন্দর ধরিত্রীর সুন্দর মানুষগুলো-ভিন্নতায় আজ ঢাকা
হৃদয়গুলো ক্ষত-বিক্ষত সকলের- স্বার্থের রংয়ে মাখা
রক্তে মাংসে সবাই মানুষ- বিবেক বুদ্ধিতে সেরা
স্বার্থ চিন্তা জাগ্রত খুব-হিংসেতে হৃদয় ঢাকা।

সুখে-দুখে একে অন্যের- হতাম যদি সহযাত্রী
মিলে-মিশে থাকতাম মোরা-হতাম বিজয়ী বরযাত্রী
শ্রেষ্ঠত্বের কথা আসতো না মনে-ছুড়ে দিতাম দাম্ভিকতা
হাতে হাত একতার বন্ধন-সম্পর্কে থাকতো কঠিন জোড়া।

আজ মানবতা দূর অতীত-ইতিহাস গেছি ভুলে
হৃদয়ের বাণী অন্ধকারে বিলীন-খুঁজবে কে তাঁকে
নিজের স্বার্থটা থাকুক আগে-ভাই হোক শূণ্য
সম্পর্কগুলো থাকুক পিছে-বাসনা হোক পূর্ণ।

প্রশ্ন উঠে না আর- বিবেক দেয় না নাড়া
মত পার্থক্যের খাদে সবাই-নষ্ট হচ্ছে সক্ষমতা
কেউ নেই কারো পাশে-লড়াই শুধু নিজেদের সাথে
মানুষ যাচ্ছে কুকুরের আহারে-মনুষ্যত্ব শূণ্যে উড়ে।

বিবেক আজ বাকরুদ্ধ-মানবতা শিকলে বন্ধি
বর্ণ-ধর্ম বিবেচনায়- আমরা পরাজিত জাতি,
প্রাণীকুলের সেরা জীব-অসহায়ত্বের নির্মম জালে
শ্রেণী ভেদাভেদ করেছে পার্থক্য- মনুষ্যত্ব ঢাকা অন্ধকারে।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Banner.png

Sort:  
 2 years ago 

বিবেক আজ বাকরুদ্ধ-মানবতা শিকলে বন্ধি
বর্ণ-ধর্ম বিবেচনায়- আমরা পরাজিত জাতি,
প্রাণীকুলের সেরা জীব-অসহায়ত্বের নির্মম জালে
শ্রেণী ভেদাভেদ করেছে পার্থক্য- মনুষ্যত্ব ঢাকা অন্ধকারে।

ভাইয়া অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। আসলে মনুষত্ব আজ হারিয়ে গেছে। আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেদেরকে দাবি করি। কিন্তু আমাদের কর্ম তার থেকে ভিন্ন কথাই বলে। আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে দাবি করলেও কর্মে আমরা সৃষ্টির সেরা জীব হতে পারেনি। কারণ আমাদের বিবেক ও মনুষ্যত্ব হারিয়ে গেছে। আর বিবেকহীন মানুষ কখনই সৃষ্টির সেরা জীব হতে পারেনা। বিবেকহীন মানুষ পশুর সমান। মনুষত্ব ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। খুবই সুন্দর একটি কবিতা সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💝💝💝💝

 2 years ago 

সেটাই মুখে মুখে সৃষ্টির সেরা জীব কিন্তু কাজে কর্মে একদমই মনুষ্যত্বহীন।

 2 years ago 

স্বার্থের নেশা আজ বড্ড বেশী জাগ্রত, হৃদয়ের অনুভূতি আজ ঝাপসা অতি, সম্পর্কের কোন মূল্যায়ন হয় না সেখানে।

মনুষ্যত্ব আজকাল হারিয়ে যাচ্ছে। সবাই শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যস্ত। ভালোবাসা, অনুভূতি বা মনুষ্যত্বের চেয়ে স্বার্থ অনেক বেশি জাগ্রত। স্বার্থের নেশা মানুষের মনুষত্বকে বিলীন করে দেয়। স্বার্থের নেশা মানুষকে বদলে দেয়। আর এই স্বার্থের নেশায় পড়ে আপন মানুষও পর হয়ে যায়। ভাইয়া আজকে আপনি এত সুন্দর ভাবে আপনার এই লেখাগুলো উপস্থাপন করেছেন আমার খুবই ভালো লেগেছে। সেইসাথে আপনি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার প্রত্যেকটি লাইন অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই লাইনগুলো,

আজ মানবতা দূর অতীত-ইতিহাস গেছি ভুলে
হৃদয়ের বাণী অন্ধকারে বিলীন-খুঁজবে কে তাঁকে
নিজের স্বার্থটা থাকুক আগে-ভাই হোক শূণ্য
সম্পর্কগুলো থাকুক পিছে-বাসনা হোক পূর্ণ।

 2 years ago 

আমাদের অনুভূতিগুলো সত্যি মরে গেছে, যার কারনে বিবেক নাড়া দেয় না আর মনুষ্যত্বহীনতা কাজে ফুটে উঠছে।

 2 years ago 

মনুষ্যত্ব নিয়ে এত সুন্দর একটি কবিতা ভাইয়া,অসাধারন হয়েছে। বিশেষ করে আমার অনেক অনেক ভালো লেগেছে এই কবিতাটি।আপনার এই কবিতাটির প্রত্যেকটা লাইন এক একটা অর্থ বহন করতাছে।এই লাইনগুলোর অর্থ করা দুধ আমরা ভালোভাবে বুঝতে পারি এবং আয়ত্ত করতে পারি তাহলে আমরা মনুষ্যত্ববোধ অর্জন করতে পারব।সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে মনুষ্যত্ব নিয়ে এত সুন্দর একটি কবিতা তুলে ধরার জন্য। ভালোবাসা অবিরাম💖

 2 years ago 

আপনার মন্তব্য এবং কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনার কমেন্টের মাঝে শব্দগত বানান ভুল রয়েছে, সেটার প্রতি লক্ষ্য রাখার অনুরোধ করছি।

 2 years ago 

সুখে-দুখে একে অন্যের- হতাম যদি সহযাত্রী
মিলে-মিশে থাকতাম মোরা-হতাম বিজয়ী বরযাত্রী
শ্রেষ্ঠত্বের কথা আসতো না মনে-ছুড়ে দিতাম দাম্ভিকতা
হাতে হাত একতার বন্ধন-সম্পর্কে থাকতো কঠিন জোড়া

মানুষত্ব নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আসলে আপনার কবিতাগুলো পড়ে খুব ভালো লাগে। আপনার কবিতার মধ্যে শিক্ষানীয় বিষয় গুলো থাকে। আসলে আমরা মানুষ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মানুষত্ব নিয়ে বাঁচতে হবে। মানুষ অর্থহীন মানুষ কখনোই সমাজের উপকারে আসে না। তাই আমাদের জাতি বর্ণ ভুলে গিয়ে মানুষত্ব বোধ নিয়ে সমাজে চলতে হবে। একে অন্যের উপকারে আসতে হবে। তাহলে মানুষ চেষ্ট মানব হতে পারবে।

 2 years ago 

জাতি, বর্ণ, ধর্ম আমাদের শ্রেণীভাগ করে দিয়েছি। তাই মানুষ হিসেবে আজ আমরা কারো পাশে দাঁড়াতে চাই না।

 2 years ago 

বর্তমান পরিস্থিতি এতোটা খারাপ আসলে নিজেকে মানুষ বলতে লজ্জা লাগে।

কোথায় যেনো শুনেছিলাম যে গরুর পেট থেকে বাচ্চা হলে সেটা গরুই হয় কিন্তু মানুষ এর পেট থেকে জন্ম নিলেই সেটা মানুষ হয়না তাকে মানুষ বানানো লাগে।আমরা প্রতি নিয়ত সারথের পেছনে ছুটে চলেছি।এবং এভাবেই চলবে। অনেক দারুন বাস্তব মুখি একটি কবিতা লিখেছেন ভাইয়া।

 2 years ago 

বিবেক, বুদ্ধি যাদের দিন দিন লোপ পায় তাদের মাঝে মনুষ্যত্ব থাকবে কি করে? আমাদের অবস্থা হয়েছে তাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago (edited)

ভাইয়া,আপনার লেখা কবিতাটি পড়ে আমি কি লিখবো ভাষা খুঁজে পাচ্ছিনা। গত কয়েকদিন আগে বড় দাদা তার লেখা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছিলেন সেই কবিতা পড়ে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি।আজ আপনার কবিতাটি পড়ে হৃদয় ভেঙেচুরে যাচ্ছে। ভাইয়া, মনুষ্যত্ব কি আমাদের মধ্যে আছে?আজকে ধর্মের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে মনুষত্ব বলতে আমাদের মধ্যে কিছুই নেই। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও আজকে পশুর মত আচরণ করছি। স্বার্থের জন্য নিজের ভাইকে অনেক বড় ক্ষতির মুখে ঠেলে দিতে চিন্তা করছিনা। অনেক সময় চিন্তা করি ভাইয়া,আসলে কি আমরা মানুষ নাকি পশু তে পরিণত হয়েছে? যাইহোক ভাইয়া,আপনার লেখা কবিতাটি সত্যিই আমার খুব ভালো লেগেছে।কবিতার প্রতিটি লাইন মনকে ছুঁয়ে দিয়েছে।তবে কবিতার এই অংশটি সত্যিই আমার খুব ভালো লেগেছে।

আজ মানবতা দূর অতীত-ইতিহাস গেছি ভুলে
হৃদয়ের বাণী অন্ধকারে বিলীন-খুঁজবে কে তাঁকে
নিজের স্বার্থটা থাকুক আগে-ভাই হোক শূণ্য
সম্পর্কগুলো থাকুক পিছে-বাসনা হোক পূর্ণ।

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আমরা দিন দিন অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছি। আপু শেষের কবিতার চার লাইনের শুরুতে মার্কডাউনের কোড দেয়া হয় নাই আপনার।

 2 years ago 

দুঃখিত ভাইয়া
মার্কডাউন দিয়ে ঠিক করে নিয়েছি

 2 years ago 

দাদার কবিতাটি আমিও পড়েছি। খুবই ভালো লিখেছেন উনি। এত সুন্দর লেখা অনেকদিন পড়িনা। দাদার সঙ্গে তাল মিলিয়ে আপনার আজকের লেখা কবিতাটিও অনেক ভালো লাগলো। আসলেই মানুষের মধ্যে এখম আর মনুষত্ব নাই। মানুষ নামের মানুষ গুলো ঠিকই আছে শুধু মনুষত্ব কোথাও হারিয়ে গেছে।

 2 years ago 

আসলেই দাদা কবিতাগুলোর মাঝে ভিন্ন একটা অনুভূতি এবং বাণী লুকিয়ে থাকে, বেশ দারুণ লিখেন উনি।

 2 years ago 

ফ্যান্টম দাদা মাঝে মাঝে এমন ধরনের লেখা লেখেন যে একদম ভেতরে গিয়ে স্পর্শ করে আসে। দাদার কবিতার রেস ধরে সত্যি চমৎকার একটা লেখা লিখেছেন দাদা। আপনার লেখনীর সবচেয়ে ভালো দিক হলো সহজ-সরল ভাবে বাস্তব সত্য কে উপস্থাপন করেন। ব্যক্তিগতভাবে আমার এমনটাই মনে হয়। আর দাদা এই ধরনের লেখা পড়তে আমি সত্যিই অনেক পছন্দ করি। এই অভ্যাসটা ধরে রাখুন। অনেক ভালোবাসা রইলো প্রিয় দাদা।

 2 years ago 

সেটাই দাদার কবিতাগুলো পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে যাই, তাই আমিও কিছুটা চেষ্টা করলাম দাদার কবিতা নকল করার হি হি হি।

 2 years ago 

বিবেক আজ বাকরুদ্ধ-মানবতা শিকলে বন্ধি
বর্ণ-ধর্ম বিবেচনায়- আমরা পরাজিত জাতি,
প্রাণীকুলের সেরা জীব-অসহায়ত্বের নির্মম জালে
শ্রেণী ভেদাভেদ করেছে পার্থক্য- মনুষ্যত্ব ঢাকা অন্ধকারে।

এই চারটি লাইন আমার কাছে অসাধারণ লেগেছে। একদম পারফেক্ট কথা বলছেন ভাই। বর্ণ- ধর্ম বিবেচনায় আমরা সত্যি পরাজিত জাতি। আমাদের এই সব বেড়াজাল থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সব চেয়ে বড় পরিচয় আমরা মানুষ। প্রাণীকূলের শ্রেষ্ঠ জীব। তাই আমাদের চলা ফেরা কথা বার্তা সব কিছুর মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে আমারা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। 'সাবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।' ধন্যবাদ ভাই আপনার অসাধারণ কবিতার জন্য।

 2 years ago 

এই চারটি লাইন ছিলো খুব বেশী বাস্তবতা নিয়ে, নিমর্ম সত্য লুকায়িত রয়েছে এই লাইনগুলোতে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65