গ্রামীণ পরিবেশে উপভোগ্য সাধারণ কিছু দৃশ্য || My Original Photography

in আমার বাংলা ব্লগ2 years ago
বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। বাস্তবতা আমাদের মাঝে মাঝে নিজেদের সিদ্ধান্তগুলোকে পর্যালোচনা করতে কিংবা সেগুলোকে নতুনভাবে বিবেচনা করতে উৎসাহিত করে। আসলে আমরা যা ভাবি কিংবা যা চিন্তা করি পরিস্থিতি সর্বদা সেই রকম নাও থাকতে পারে। যার কারনে আমাদের সিদ্ধান্তগুলোকে নতনুভাবে ঢেলে সাজাতে হয় এবং পরিস্থিতিরি সাথে খাপ খাইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা করতে হয়। এখানে একটা বিষয় বেশ স্পষ্ট হয়ে যায়, কোন কিছুই স্থায়ীত্বশীল না, পরিবর্তন কিংবা পরিবর্ধন যে কোন সময় ঘটতে পারে বা ঘটানোর প্রয়োজন হতে পারে। সুতরাং সকল ক্ষেত্রে আমাদের মানসিকতাকে সেই রকমভাবে গড়ে তুলতে হবে এবং পরিস্থিতির প্রয়োজনে সব কিছু নতুনভাবে চিন্তা করতে শিখতে হবে, তবেই সেটা আমাদের জন্য অধীকতর মঙ্গলজনক হবে।

ইদানিং কিছু বিষয় নিয়ে নতুনভাবে চিন্তা করছি, কারন ঐ যে বললাম পরিস্থিতি আমাদের সব কিছু নতুনভাবে চিন্তা করতে শেখায়, বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হয়। আপনি যখনই বাস্তবতাকে অস্বীকার করবেন বা করার চেষ্টা করবেন, তখনই আপনি নানা ধরনের অনাকাংখিত পরিস্থিতির স্বীকার হতে থাকবেন। যদিও আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারি না বা চাই না। তাই পরিস্থিতিতে অস্বীকার করে সমস্যাগুলোর জন্য অন্য কিছু বা অন্যদের দোষারূপ করতে শুরু করে দেই। দেখুন আমাদের ভুলের জন্য আমরা বিপদে পড়ি কিন্তু তারপর সেই ভুলটাকে আবার অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করি, আদতে বিষয়টি কি দাঁড়ায়? সমস্যার সমাধানতো আসেই না বরং তা আরো বেশী বড় ও ক্ষতিকর হয়ে আমাদের উপর ফিরে আসে।

গতকাল সুমন ভাইয়ের দারুণ একটা পোষ্ট পড়লাম, বেশ সুন্দর করে গুছিয়ে কিছু কথা উনি শেয়ার করছেন। যদিও আমরা এই কথাগুলো নিয়ে চিন্তা করি না এবং নিজেদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করি না। যার কারনে আমরা যখন অনাকাংখিত কোন পরিস্থিতির স্বীকার হই তখন অন্যদের নিকট হাত বাড়াই এবং চিন্তা করি তারা আমাদের সেখান হতে উদ্ধার করবে। কিন্তু এই চিন্তাটা কখনো করি না যে যদি অনাকাংখিত পরিস্থিতির মাঝে কেউ আমাকে সহযোগিতা করতে না আসে তাহলে আমার অবস্থান কি হবে? আমি কি টিকে থাকতে পারবো? নাকি অনাকাংখিত পরিস্থিতির মাঝে অনাকাংখিতভাবে নিজেকে হারিয়ে ফেলবো? প্রশ্নটি নিয়ে চিন্তা করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আশা করছি অনেক কিছুই নিজের কাছে পরিস্কার হয়ে যাবে।

IMG_20220326_073229.jpg

যাইহোক, আমার মুল বিষয়টি হলো আমাদের সক্ষমতা, সেটাকে আমরা যত সুন্দরভাবে তৈরী করতে পারবো, পরিস্থিতির মোকাবেলায় আমরা ততো বেশী দক্ষতা প্রদর্শন করতে পারবো। অনাকাংখিত কোন পরিস্থিতি আমাদের গতিকে থামাতে বা বাধাগ্রস্ত করতে পারবে না, আমরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের সিদ্ধান্তগুলোকে পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবো তাৎক্ষনিকভাবে, আর এটাই আমাদের জীবনের গতিকে আরো বেশী গতিশীল রাখার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। আমাদের সক্ষমতা, আমাদের চিন্তা করার মানসিকতা এবং পরিস্থিতি বুঝার সঠিক জ্ঞান, আমাদের চলার পথকে আরো বেশী সহজ ও মসৃণ করে তুলতে পারে। এটা আমরা যত ভালোভাবে বুঝতে পারবো, ততো ভালোভাবে পরিস্থিতির সুবিধা গ্রহণ করতে পারবো।

আজকে কিছু ফটোগ্রাফি ভাগ করে নিবো আপনাদের সাথে, যা মাঝে মাঝেই করে থাকি আমি এবং আমার কনটেন্টগুলোর মাঝে ভিন্নতা প্রদর্শন করার চেষ্টা করি। আজকের ফটোগ্রাফিগুলো বরাবরের মতোই প্রকৃতি এবং গ্রামীন পরিবেশ হতে ক্যাপচার করা। প্রকৃতির সাভাবিক দৃশ্যগুলোও মাঝে মাঝে আমাদের নিকট অস্বাভাবিক হয়ে উঠে এবং তাদের সৌন্দর্য্য আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। আমি যখন গ্রামীন পরিবেশে যাই বা থাকি তখন সাধারণ এই বিষয়গুলোকে একটু বেশী প্রাধান্য দেই এবং তাদের দৃশ্যগুলোকে নিজের মতো করে ক্যাপচার করার চেষ্টা করি। এটা আমার বৈশিষ্ট্য, আমি আমার মতো করে সবকিছুকে উপভোগ্য করে তোলার চেষ্টা করি। চলুন তাহলে দৃশ্যগুলো উপভোগ করি।

IMG_20220326_073054.jpg

IMG_20220326_073105.jpg

IMG_20220326_091339.jpg

এগুলো খুবই কমন একটা চিত্র বিশেষ করে গ্রামীন পরিবেশর ক্ষেত্রে, যারা গ্রামীন পরিবেশ থাকেন তাদের কাছে হয়তো অতোটা বেশী আকর্ষনীয় নাও মনে হতে পারে এগুলো। কিন্তু আপনি যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন এবং দৃশ্যগুলোর মাঝে তথা প্রকৃতির মাঝে নিজেকে হারানোর চেষ্টা করেন, তাহলে হয়তো আপনার অনুভূতি অনেক কিছুই খুঁজে পাবে সাধারণ এই দৃশ্যগুলোর মাঝে। এটাই বাস্তবতা, আমাদের মানসিকতার কারনে সহজ ও সাধারণ অনেক বিষয় আমাদের নিকট অনেক বেশী আকর্ষণীয় হয়ে উঠে।

IMG_20220326_072803.jpg

IMG_20220326_073031.jpg

IMG_20220326_073043.jpg

আমি যতটা সময় প্রকৃতির মাঝে থাকার সুযোগ পাই কিন্তু গ্রামীন পরিবেশে কাটানোর চেষ্টা করি, তার পুরোটাই এই রকম সাধারণ প্রকৃতির মাঝে ব্যয় করি। আমার ভালো লাগার বিষয়গুলোকে আমি খুব বেশী প্রধান্য দেই এবং নিজেকে নিজের মতো করে প্রকৃতি ও তার সজীবতার মাঝে নিজেকে কিছু সময়ের জন্য সপে দেই, তাই একটু নতুনভাবে, নতুন চঞ্চলতায় ফিরে পেতে চেষ্টা করি নিজেকে। আমি সত্যি এই রকম দৃশ্যগুলোর মাঝে নিজেকে বার বার হারাতে চাই, বার বার নিজের মাঝে সেই সজীবতার চঞ্চলতাকে ফিরে পেতে চাই। মানুষ যেমন ভালো লাগার বিষয়গুলোকে বার বার ফিরে পাওয়ার আগ্রহ প্রকাশ করে, আমি তেমনি নিজেকে বার বার প্রকৃতির মাঝে হারানোর স্বপ্ন নিয়ে থাকি।

তারিখঃ মার্চ ২৬, ২০২২ইং।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, নিজের সক্ষমতাই নিজেদের শক্তি।আর সেই শক্তি বৃদ্ধি করতে হবে সর্বপ্রথম যদি সেটি না থাকে তাহলে কারো কাছ থেকে আশানুরূপ ফলও পাওয়া যাবে না সাহায্য চাইলে।এইজন্য নিজের সক্ষমতা গড়ে তোলা খুবই জরুরি।
গ্রামের দৃশ্যগুলি দারুণ উপভোগ করলাম।ভালো লাগে গ্রামের এই নির্মল দৃশ্যগুলো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গ্রামীন পরিবেশের খুবই সুন্দর সুন্দর সব ফটোগ্রাফির সাথে আপনি অনেক শিক্ষামূলক কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। মূল বিষয়টি হলো যে আমাদের সবাইকে সক্ষমতা অর্জন করতে হবে যেন আমরা যেকোনো পরিস্থিতিতে যেকোন বিষয়ে নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে মোকাবেলা করতে পারি। আপনি অনেক মূল্যবান এবং জ্ঞান মূলক কথা শেয়ার করেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

গ্রামীন পরিবেশের উপভোগ্য দৃশ্য শেয়ার করার সাথে সাথে অনেক শিক্ষামূলক কথা বলেছেন। আমরা যখনই বাস্তবতাকে মানতে অস্বীকার করি তখনই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হই। সেজন্য বাস্তবতাকে মেনে নিতেই হবে যে কোন পরিস্থিতি সততার সাথে মোকাবেলা করতে হবে। পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনার গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। এরকম সবুজের মাঝে কিছুক্ষণ কাটিয়ে আসতে পারলে আমাদের মন প্রাণ দুটোই সজীব ও সতেজ হয়ে উঠে। যাইহোক আপনার অনেকগুলো কথার মধ্যে আমাদের সক্ষমতাকে নিয়ে যে মূল্যবান কিছু কথা বলেছেন সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে এই কথাটা একদম ঠিক আমরা যদি নিজের সক্ষমতা ঠিক রাখতে পারি তাহলে যেকোনো প্রতিকূল পরিবেশের মাঝেও সফল হতে পারবো। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি এত সুন্দর গুছিয়ে কথা গুলো কোথায় পান।যাই হোক আসলেই সবকিছু পরিবর্তনশীল। একটা সময় ভাবি এক,করি আরেক।সময় সব কিছু পরিবর্তন করে দেয়।যাই হোক প্রকৃতির সাথে কাটানো সময় গুলো সকলেই ভালো লাগে।প্রকৃতির বাতাস, গাছপালা সবই সুন্দর। ছবিগুলো বেশ সুন্দর ছিলো।ধন্যবাদ

 2 years ago 

বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হয়।

আসলে বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিতে হলে অবশ্যই গতিশীল থাকতে হবে। আমাদের জীবনে সমস্যার সম্মুখীন সবসময় হতে হয়। আর সেই সমস্যাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তবেই জীবনে ভালো কিছু করতে পারবো। ভাইয়া আজকে আপনি অনেক সুন্দর কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গতকালকে সুমন ভাইয়ের পোস্ট পড়ার মাধ্যমে অনেক কিছু শিখেছি। আসলে অন্য কারো ক্ষেত্রে বিষয়টি কেমন হয়েছে জানি না তবে সুমন ভাইয়া উনার লেখা পোস্ট পড়ার মাধ্যমে আমি অনেক বেশি মনোবল পেয়েছি। যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আমাদের প্রত্যেকের উচিত সব পরিস্থিতিকে সামলে নেওয়ার মতো ক্ষমতা তৈরি করা। তবে যাই হোক আজকে আপনি অনেক সুন্দর ভাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফিতে প্রকাশ করেছেন ও সেই সাথে অনেক সুন্দর কিছু কথা উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভাই আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি খুবই গুছিয়ে এই কথাগুলো লিখেছেন। আর সাথে আপনার গ্রামের দৃশ্যের ফটোগ্রাফি খুব ভালো লেগেছিল।আসলে এরকম দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। সব সময় আমাদের লক্ষ্য রাখতে হবে নিজের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারলে আমরা যেকোনো পরিস্থিতিতেই যতই অনাকাঙ্খিত ঘটনা ঘটুক না কেন আমাদের সাথে আমরা তা মোকাবেলা করতে পারব। আপনি গ্রামীণ পরিবেশ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সাজানো গোছানো পোস্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

কোন কিছুই স্থায়ীত্বশীল না, পরিবর্তন কিংবা পরিবর্ধন যে কোন সময় ঘটতে পারে বা ঘটানোর প্রয়োজন হতে পারে। সুতরাং সকল ক্ষেত্রে আমাদের মানসিকতাকে সেই রকমভাবে গড়ে তুলতে হবে এবং পরিস্থিতির প্রয়োজনে সব কিছু নতুনভাবে চিন্তা করতে শিখতে হবে, তবেই সেটা আমাদের জন্য অধীকতর মঙ্গলজনক হবে।

ভাইয়া আপনার লেখাগুলো যখনই পড়ি তখনই অনেক শিক্ষনীয় বিষয় খুঁজে পাই। আর আপনার কথাগুলো থেকে আমি সব সময় গুরুত্বপূর্ণ কথাগুলো নিজের মস্তিষ্কে গেঁথে নেই। কারণ আপনাদের মত মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা ভালো কাজের অনুপ্রেরণা পাই। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রয়োজনে সবকিছুর মাঝে পরিবর্তন আনার চেষ্টা করছি। গতকালকের সুমন ভাইয়ের লেখা পোস্ট পড়েছিলাম আমি। উনি অনেক সুন্দর কিছু কথা উপস্থাপন করেছেন। আসলে আপনাদের লেখাগুলো পড়ে সব সময় অনেক কিছু শিখতে পারি। সেই সাথে আজকে আপনি অনেক সুন্দর ভাবে গ্রামীন পরিবেশের সুন্দর দৃশ্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন সব ফটোগ্রাফি এবং অনেক মূল্যবান কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗💗

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33