প্রকৃতির সাথে আমাদের যত দূরত্ব || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। প্রকৃতির মতো হৃদয়টাও কেমন জানি হয়ে গেছে, হঠাৎ মেঘলা হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আবার হঠাৎ আলোকিত হয়ে উষ্ণতায় তৃষ্ণার্ত করে দেয়। আমরা পরিবর্তন হচ্ছি ঠিক তেমন প্রকৃতিও পরিবর্তন হচ্ছে। তবে প্রকৃতি এবং আমাদের হৃদয়ের মাঝে একটা বেশ মিল রয়েছে আর সেটা হলো, দিন শেষে প্রকৃতি আপন গতিতে ফিরে আসে কিন্তু আমরা ফিরে আসতে পারি না।

আধুনিক প্রযুক্তি আমাদের উন্নয়নের অনেক শীর্ষে পৌঁছে দিয়েছে ঠিকই কিন্তু আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে পারে নাই বরং সেটাকে আরো বেশী নষ্ট করে দিয়েছে। শিকড়টাকে ছেঁটে ছোট করে দিয়েছে, যার কারনে আমাদের মূল যেমন আলগা হয়ে গেছে ঠিক তেমনি আমাদের মানসিকতায়ও পচন ধরে গিয়েছে। তবে এটা একদিনে হয় নাই, বরং প্রযুক্তির সুবিধায় অভ্যস্ত হতে হতে ধীরে ধীরে এটার অবস্থান এমন হয়েছে। আমরা যাই বলি না কেন, প্রযুক্তির সঠিক ব্যবহার হয়তো আমরা অনেক ক্ষেত্রে করতে পেরেছি কিন্তু একটা জায়গায় ঠিক ব্যর্থ হয়ে গেছি।

IMG_20240405_100905.jpg

আর সেটা হলো পরিবার এবং পরিবারের বন্ধন, দেখুন একটা বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই। আগের তুলনায় অনেক বেশী ভালো মানুষ শিক্ষকতায় যুক্ত হচ্ছে, সংখ্যায়ও অনেক বেশী স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। হয়তো অনেকগুলোতে আধুনিক সুবিধা নেই কিন্তু তবুও কিছু কিছুগুলোতে ঠিক আছে। কিন্তু আগে তো এমনটা ছিলো না, কয়েক গ্রাম দূরে একটা স্কুলের দেখা পাওয়া যেতো। খুব বেশী সংখ্যক ছাত্রও সেখানে পাওয়া যেতো না। শিক্ষকদের সংখ্যাও নেহায়েত অনেক কম ছিলো।

IMG_20240405_101431.jpg

IMG_20240405_101435.jpg

IMG_20240405_101439.jpg

তাহলে তখন যদিও এই অবস্থার মাঝেও ভালো কিংবা সাদা মনের মানুষ তৈরী হতে পারতো তাহলে এখন কেন পারছে না? এখন কেন কেউ নিজ স্বার্থ হতে বের হয়ে আসতে পারছে না। সমাজ এবং পরিবারের মাঝে ভালো মনের মানুষ তৈরী চেষ্টা করছে না? বড় বড় ডিগ্রী নেয়া এই মানুষগুলো সমাজের শীর্ষে কিংবা ক্ষমতায় আহরণ করেও কেন সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না? কারন এটা শিক্ষিত হয়েছে ঠিকই কিন্তু মানুষ হতে পারে নাই, এরা অসংখ্য ডিগ্রী নিয়েছে ঠিক মনুষ্যত্ব অর্জন করতে পারে নাই। যার কারনে এদের দ্বারা সমাজ উপকৃত হচ্ছে না, পরিবারও উপকৃত হচ্ছে না।

IMG_20240405_100928.jpg

IMG_20240405_100930.jpg

যাইহোক, কথা প্রসঙ্গে কোথা হতে কোথায় চলে আসছি, এতো কিছু বলার ইচ্ছে ছিলো না আমার। আমি জাস্ট আমাদের মানসিকতার সাথে প্রকৃতির একটা তুলনা করতে চেয়েছিলাম। প্রকৃতির পরিবর্তন হয়েছে কিন্তু দিন শেষে প্রকৃতি ঠিক তার চারপাশটা সতেজ ও সবুজে ভরে দেয়, আপন মমতায় আবার আপন করে নেয়, যেটা আমরা পারি না এবং পারার চেষ্টাও করি না। বরং আক্রোশ কিংবা প্রতিশোধ নেয়ার আগ্রাসী মনোভাব আমাদের মাঝে ধীরে ধীরে বাড়তে থাকতে। আমরা সেটা ভুলে যেতে চাই না, আপন মানুষগুলোকে আর আপন করতে চাই না, এক ভিন্ন দেয়াল আমাদের মাঝে প্রকট হতে থাকে ধীরে ধীরে।

IMG_20240405_101233.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভাই এখন চারিদিকে শিক্ষিত মানুষের ছড়াছড়ি হলেও,সুশিক্ষিত মানুষ পাওয়া দুষ্কর। তাইতো সমাজ কিংবা পরিবার তাদের দ্বারা উপকৃত হচ্ছে না। আর আগের দিনের বেশিরভাগ মানুষ শিক্ষিত না হলেও, তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিলো। তাইতো তারা সবসময় নিঃস্বার্থ ভাবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তো। যাইহোক প্রকৃতির সাথে আমাদের তুলনা করলে আকাশ পাতাল পার্থক্য। কারণ প্রকৃতি সবাইকে আপন করে নিতে পারি,তবে আমরা সেটা পারি না। প্রকৃতির কাছ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

হ্যা, মানুষ আছে প্রচুর চারপাশে কিন্তু প্রকৃত মানুষের দেখা পাওয়াটা বেশ দুষ্কর। অনেক ধন্যবাদ

 last month 

প্রিয় হাফিজুল্লাহ ভাই ঢাকা শহরে এমন পরিবেশ আছে আমার আগে জানা ছিল না। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এর ছবি শেয়ার করেছেন দেখে অনেক ভাল লাগল। আমি যখন গ্রামে যাই তখন এমন সুন্দর পরিবেশ চোখে পড়ে। আসলে যতই দিন যাচ্ছে ততই যেন মানুষ আগ্রাসী হয়ে উঠছে শিক্ষিত ব্যাক্তিরাই বেশি অশিক্ষিতর মত ব্যবহার করছে বিধায় বর্তমানে পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে। আগের মানুষগুলি শিক্ষত না হলেও মনুষত্য বোধটি তাদের মধ্যে ছিল। ধন্যবাদ ভাই।

 last month 

হুম, ঢাকা শহরের চারপাশে অনেক সুন্দর জায়গা এবং সবুজ প্রকৃতি আছে, যা আসলেই খুবই সুন্দর। ধন্যবাদ

 last month 

সব সময়ই আপনার পোস্টগুলো শিক্ষনীয় হয়। আজও আপনার পোস্ট পড়ে অনেক খুটিনাটি জিনিস জানতে পারলাম। সত্যি বলতে এখনকার মানুষের শিক্ষা আর আগের মানুষের শিক্ষার মধ্যে বিশাল ব্যবধান। আমরা চাইলেও আগের মানুষের ধারের কাছে যেতে পারবো না। পারবো না তাদের মত মূল্যবোধ তৈরি করতে। সব মিলিয়ে দারুন ছিল আপনার আজকের পোস্ট।

 last month 

আগের মানুষের শিক্ষাটা ছিলো প্রকৃতি শিক্ষা আর বর্তমান শিক্ষাটা হলো শুধু সার্টিফিকেট সংগ্রহ করার শিক্ষা। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69984.84
ETH 2469.68
USDT 1.00
SBD 2.37