100 Steem Power UP (5th Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

in আমার বাংলা ব্লগ3 years ago

Target December-4.png

হ্যালো বন্ধুরা,

পাওয়ার আপ বিষয়টি এখন আমাদের সকলের নিকট বেশ পরিস্কার, কারন প্রতি নিয়ত কমিউনিটির হ্যাংআউটের মাধ্যমে এই বিষয়টির কথা উপস্থাপন করা হচ্ছে এবং তার সাথে সাথে ভালো একটি অংকের স্টিম পাওয়ার আপ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার দেয়া হচ্ছে। দেখুন পাওয়ার আপ করা মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা, এই বিষয়টি এখন নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তবুও আমরা নানাভাবে আপনাদের উৎসাহিত করার চেষ্টা করছি। কারন আমরা সবাইকে নিয়ে একত্রে এগিয়ে যেতে চাই।

সুযোগ যারা সঠিকভাবে ব্যবহার করতে পারে তাদেরকে সবাই বুদ্ধিমান হিসেবে বিবেচনা করে আর যারা সেটা করতে পারে না তাদেরকে বোকা হিসেবে বিবেচনা করা হয়। আমি বিশ্বাস করতে চাই আমার বাংলা ব্লগের সবাই বুদ্ধিমান কারন তারা নিয়মিত পাওয়ার আপ করছেন এবং তার সাথে সাথে আমাদের নিজেদের প্রজেক্ট হিরোইজমকে ডেলিগেশন বৃদ্ধি করছেন। এই ধারাবাহিকতা বজায় থাকবে সেটা প্রত্যাশা করছি।

যাইহোক, আজ পুনরায় আবার পাওয়ার আপ করছি আমি তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের পাওয়ার আপের পরিমানটা একটু কম সংখ্যার। আসলে সংখ্যাটা যাই হোক পাওয়ার আপের ধারাবাহিকতাটা বজায় রাখাটাকে জরুরী বলে আমি মনে করি। সুতরাং সংখ্যার দিকে না তাকিয়ে যতটা সম্ভব পাওয়ার আপ করার চেষ্টা করুন এবং নিজের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতাকে গতিশীল রাখার চেষ্টা করুন। ভবিষ্যতে এই সক্ষমতা আরো বেশী পরিমানে সুবিধা অর্জনের সুযোগ তৈরী করে দিবে, যা আমাদের জন্য আরো বেশী মঙ্গলজনক হয়ে উঠবে।

তবে অনেকেই আমার বাংলা ব্লগে নিয়মিত পাওয়ার আপ করছেন কিন্তু প্রতিযোগিতার নিয়মগুলোর ব্যাপারে খুব বেশী সচেতনতা দেখাতে ব্যর্থ হচ্ছেন। তাই আমি সবাইকে অনুরোধ করবো, পাওয়ার আপ করুন কিন্তু তার সাথে সাথে প্রতিযোগিতার নিয়মগুলো মেনে পুরস্কার জেতার সুযোগটি গ্রহণ করুন।

টার্গেট ডিসেম্বর সিজন-২ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন এবং নিময়গুলো ফলো করুন

টার্গেট ডিসেম্বর সিজন-২ পরিকল্পনা
মোট টার্গেট : ২৫,০০০ স্টিম পাওয়ার আপ

250 Steem Power UP (1st Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

250 Steem Power UP (2nd Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

250 Steem Power UP (3rd Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

250 Steem Power UP (4th Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

তাহলে চলুন দেখি পঞ্চম সপ্তাহের পাওয়ার আপ করার চিত্রগুলো-

Untitled 1.png

আমার ওয়ালেটে ছিলো ১০০৩ লিকুইড স্টিম এবং পাওয়ার ছিলো ১২,২৩৫ এসপি।

Untitled 2.png

তারপর সেখান হতে ১০০ স্টিম পাওয়ার আপ করার এ্যাকশন।

Untitled 3.png

১০০ স্টিম পাওয়ার আপ করার চুড়ান্ত কমান্ড এবং সেটা পাসওয়ার্ড দেয়ার মাধ্যমে কার্যকর করা হয়।

Untitled 4.png

১০০স্টিম পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটে ৯০৩ লিকুইড স্টিম এবং মোট পাওয়ার হয় ১২,৩৩৫ এসপি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

পাওয়ার আপ করা মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনাদের অনুপ্রেরণায় আমরাও পাওয়ার আপ চলমান রেখেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পাওয়ার আপ পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ভাই আমিও চেষ্টা করছি এখন হতে নিয়মিত পাওয়ার আপ করার। সক্ষমতা মানেই এগিয়ে যাওয়ার সুযোগ বড় করা।

 3 years ago 

৫ম সপ্তাহে আপনি ১০০এসপি পাওয়ার আপ করলেন দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাইয়া পাওয়ার আপ যারা করে তারাই বুদ্ধিমান।পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। আপনার পাওয়ার আপ এর অনুপ্রেরণায় আমরাও পাওয়ার আপ শুরু করে দিয়েছি। আপনার জন্য রইল শুভকামনা এবং আপনার লক্ষ্য খুব তাড়াতাড়ি পূরণ হবে। এই আশায় রইলাম।

 3 years ago 

জ্বী ভাই যদিও এই সপ্তাহে কিছুটা কম করেছি তবুও আশা রাখছি আগামী সপ্তাহে আরো বেশী পাওয়ার আপ করতে পাররো।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া পরিমাণ যাইহোক আমাদের পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। এর ফলে আস্তে আস্তে আমাদের একটা সময় পাওয়ারের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং নিজের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। আপনাদের এরকম উৎসাহ মূলক কাজের জন্য আমাদের পাওয়ার আপের উৎসাহ আরো বেড়ে যায়। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা এভাবে বজায় রাখতে পারেন।

 3 years ago 

একদমই আপু, যদিও আমরা ভালো কাজের ক্ষেত্রে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারি না।

 3 years ago 

আপনার পাওয়ার আপ পোস্টটা দেখে খুবই ভাল লেগেছে। আপনারা পাওয়ার আপ করলে অনেক উৎসাহিত হই। এ সপ্তাহে এখনো পাওয়ার আপ করেনি। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে স্মরণ হল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পাওয়ার আপ করে আমাদের উৎসাহিত করার জন্য।

 3 years ago 

তবে দেরী করছেন কেন? সংখ্যা যাই হোক অন্তত প্রতি সপ্তাহে একবারের জন্য হলেও পাওয়ার আপ করার চেষ্টা করুন।

 3 years ago 

আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি ভাইয়া। অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

নিজের স্টিম পাওয়ার বৃদ্ধি করা ও আমাদের প্রিয় প্রজেক্ট হিরোইজমে ডেলিগেশন করা বুদ্ধিমানের কাজ। আমরা যদি স্টিম পাওয়ার বৃদ্ধি করি ও নিজের সক্ষমতা বৃদ্ধি করি তাহলে স্টিমিট প্লাটফর্মে নিজেদের অবস্থান শক্তিশালী হবে। আপনার পাওয়ার বৃদ্ধির পোস্ট সকলের মনে উৎসাহ যোগাবে। এভাবেই নিজের স্টিম পাওয়ার বৃদ্ধি করুন এই কামনা করি ভাইয়া।

 3 years ago 

সেটাইতো, আমি আপনি দুইজনই বুদ্ধিমান, কি বলেন আপনি? হা হা হা

 3 years ago 

আসলে পাওয়ার আপ যে নিজের জন্য কতো বেশি গুরুত্বপূর্ণ, তা খেয়াল করতে পারলেই সকলেই পাওয়ার আপ এর দিকে বেশি নজর দিবে।

 3 years ago 

আসলেই আপু, আমরা হয়তো অনেকেই চিন্তা করি পাওয়ার আপ করার কি দরকার, নগদ যা পাই বেঁচে দেই। কিন্তু ভবিষ্যতের সুবিধার কথা চিন্তা করছি না।

 3 years ago 

হ্যা ভাইয়া,সবার ই একটু হলেও ভবিষ্যৎ এর কথা ভাবা উচিত।

 3 years ago 

ভাইয়া আপনারা যখন পাওয়ার আপ করেন তখন খুব ভালো লাগে। পাওয়ার আপ মানে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। আমরা যত বেশি পাওয়ার আপ করব আমাদের সক্ষমতা তত বৃদ্ধি পাবে। আপনি অনেক বড় একটি এমাউন্ট পাওয়া আপ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুযোগ যারা সঠিকভাবে ব্যবহার করতে পারে তাদেরকে সবাই বুদ্ধিমান হিসেবে বিবেচনা করে আর যারা সেটা করতে পারে না তাদেরকে বোকা হিসেবে বিবেচনা করা হয়।

আপনার এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। আসলে আমাদের সুযোগ থাকতে কেনো কাজে লাগাবো না। আমরা আপনাদের দেখানো পথেই চলতে চাই। পাওয়ার আপ মানে নিজের ক্ষমতাকে বাড়ানো। এখানে নিজের লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। আর ভাই এভাবে সুন্দর করে আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি পুরোটাই আমাদের জন্য দারুণ সুযোগ, তাই যোগ্যতা, সক্ষমতা এবং সৃজনশীলতার ব্যাপারে আমাদের আরো বেশী যত্নশীল হওয়া প্রয়োজন।

 3 years ago 

ভাইয়া পাওয়ার আপ পোস্টগুলো দেখলে খুবই ভালো লাগে। আমিও পাওয়ার আপ করতে ভালোবাসি, তবে এই সপ্তাহে আমার পর্যাপ্ত আর্ন না থাকায় আমি হয়তো পাওয়ার আপ পোস্ট করতে পারব না, খুবই আফসোস হচ্ছে। আর আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। আপনাদের দেখানো পথেই আমরা চলতে চাই। আর আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 3 years ago 

শুধু ভালো লাগলে হবে না ভাই, নিজের সক্ষমতাও বৃদ্ধির চেস্টা করতে হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33