250 Steem Power UP (4th Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

in আমার বাংলা ব্লগ2 years ago

Target December.png

হ্যালো বন্ধুরা,

পাওয়ার আপ খুব সহজ একটা শব্দ কিন্তু এর গভীরতা এবং প্রভাব অনেক বেশী। যেটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এ্যাডমিন দাদাকে দেখে। প্রতিদিন এবং প্রতিনিয়ত উনি পাওয়ার আপ করে যাচ্ছেন এবং তার সাথে সাথে নিজের সক্ষমতা তথা কমিউনিটির সকল সদস্যদের সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করছেন। সুতরাং এই বিষয়টির প্রতি আমাদেরকেও কিছুটা আগ্রহী হওয়া প্রয়োজন। কারন পাওয়ার বৃদ্ধি মানেই আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা এবং কাজের ক্ষেত্রে নিজের প্রভাব তথা সঠিক অবস্থান নিশ্চিত করার সঠিক প্রচেষ্টা।

এই জন্য আমরা কমিউনিটির পক্ষ হতে প্রতি সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতা চলমান রাখার চেষ্টা করছি, যা এখন টার্গেট ডিসেম্বর সিজন-২ হিসেবে পরিচিত। একদিকে পাওয়ার আপ করার মাধ্যমে আপনার সক্ষমতা যেমন তৈরী হচ্ছে ঠিক তেমনি অন্য দিকে আপনি নির্দিষ্ট পরিমান স্টিম বিজয়ী হওয়ার সুযোগ পাচ্ছেন। সুতরাং এক ঢিলে দুই পাখি শিকার এর দারুণ সুযোগটা মিস করবেন না কেউ।

তবে তার জন্য অবশ্যই আপনাকে প্রতিযোগিতার নিয়মগুলো মানতে হবে এবং সে অনুযায়ী পাওয়ার আপ করার পর পোষ্ট করতে হবে। যাইহোক আমি আমার টার্গেট নির্দিষ্ট করে নিয়েছে এবং সে অনুযায়ী পাওয়ার আপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারন পাগলেও অন্তত নিজের ভালোটা বুঝেন। সুতরাং আমরা কেন এই ক্ষেত্রে পিছিয়ে থাকবো। যতটা সম্ভব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করুন এবং নিজের টার্গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকুন।

টার্গেট ডিসেম্বর সিজন-২ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন এবং নিময়গুলো ফলো করুন

টার্গেট ডিসেম্বর সিজন-২ পরিকল্পনা
মোট টার্গেট : ২৫,০০০ স্টিম পাওয়ার আপ
প্রতি সপ্তাহের টার্গেট: ২০০ স্টিম পাওয়ার আপ, তবে এই সপ্তাহেও ২৫০ স্টিম পাওয়ার আপ করছি

250 Steem Power UP (1st Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

250 Steem Power UP (2nd Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

250 Steem Power UP (3rd Week) || টার্গেট ডিসেম্বর সিজন-২

তাহলে চলুন দেখি চতুর্থ সপ্তাহের পাওয়ার আপ করার চিত্রগুলো-

এক .png

আমার ওয়ালেটে ছিলো ৮০১ লিকুইড স্টিম এবং পাওয়ার ছিলো ১১,৮৬০ এসপি।

দুই.png

তারপর সেখান হতে ২৫০ স্টিম পাওয়ার আপ করার এ্যাকশন।

তিন.png

২৫০ স্টিম পাওয়ার আপ করার চুড়ান্ত কমান্ড এবং সেটা পাসওয়ার্ড দেয়ার মাধ্যমে কার্যকর করা হয়।

চার.png

২৫০ স্টিম পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটে ৫৫১ লিকুইড স্টিম এবং মোট পাওয়ার হয় ১২,১১০ এসপি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

পাওয়ার আপ করতে ভালোবাসি ভাইয়া আপনি আজকে পাওয়ার আপ পোস্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার নিজের সক্ষমতা বৃদ্ধি করুন আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

সেটাই ভাই আমরা যত বেশী পাওয়ার আপ করবো তা আমাদের জন্য ততো বেশী ভালো হবে।

 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

এক ঢিলে দুই পাখি শিকার এর দারুণ সুযোগটা মিস করবেন না কেউ।

সিজন ১ এ টানা তিনবার পুরস্কার পেয়েছি। সিজন ২ নতুনদের জন্য এটা বিশাল সুন্দর স্টিমের পরিমানও অনেক প্রথম হলে ২০ স্টিম। এটা অসাধারণ এক সুযোগ আমাদের জন্য। আপনি ২৫০ স্টিম করে টানা পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

আমি নিজে চেষ্টা করি সব সময় পাওয়ার আপ করতে। আপনাদের পাওয়ার আপ পোস্ট দেখে নিজে অনুপ্রেরণা পাই। খুব ভালো লাগে আপনাদের পাওয়ার আপ পোস্ট দেখে। দোয়া করি আপনি আপনার সামনের লক্ষ্যের দিকে এগিয়ে যান। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আসলে ভাই আপনার পাওয়ার আপ দেখে অনেক উৎসাহ পেলাম। আসলে আপনাদের এত পাওয়ার থাকা সত্বেও আরো পাওয়ার আপ করতেছেন, তহলে আমরা কেন করব না। যাইহোক ভাই দোয়া করবেন আমি আজকে ১০০০ স্টিম পাওয়ার আপ করেছি। গত চারদিনে মিলে 1105 স্টিম পাওয়ার আপ করেছি।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি সব সময়।

 2 years ago 

ভাইয়া আপনারা হলেন আমাদের অনুপ্রেরণা আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক টা দূর এগিয়ে যেতে চাই আর স্টিমিট কে নিজের ক্যারিয়ার করে গরে তুলতে চাই তাই প্রতিনিয়ত পাওয়ার আপ জরুরি।অসংখ্য ধন্যবাদ ভাইয়া😍😍

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি অনেক বড় একটি এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধি আমরা সবাই অনেক ভালোবাসি পাওয়ার বৃদ্ধি করলে আমাদের স্টিমিট আইডির ভ্যালু বৃদ্ধি পায় এবং আমাদের ভোটিং ভ্যালু বৃদ্ধি পায়। সুতরাং আমাদের পাওয়ার বৃদ্ধি করার সবারই কাম্য এবং এটির মাধ্যমে আমাদের ভবিষ্যত আমরা উজ্জ্বল করতে পারি ।‌ধন্যবাদ আপনাকে আপনার পাওয়ার বৃদ্ধি করার পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা এটা ঠিক যে পাওয়ার আপ শব্দ হিসেবে বেশ সহজ তবে গভীরতা অসীম।কারণ নিজেদের ভবিষ্যৎ সুন্দর করাটা আমাদের নিজেদের হাতেই।

 2 years ago 
আপনি ঠিকই বলেছেন ভাইয়া। পাওয়ার আপ ছোট শব্দ হলেও এর বিশালতা ব্যাপক।আপনার পাওয়ার আপ দেখে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই।আমিও নিয়মিত পাওয়ার আপ করে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার চেষ্টা করব।শুভেচ্ছার ডালা থেকে একরাশ শুভেচ্ছা আপনার জন্য♥♥
 2 years ago 

ভাইয়া আপনার পাওয়ার আপের টার্গেট ২৫০০০ এসপি। প্রতি সপ্তাহে করবেন ২০০এ সপ্তাহে ২৫০ স্টিম পাওয়ার আপ করলেন। দেখে খুবই ভালো লাগলো। দোয়া রইল আপনার টার্গেট খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে আপনি অনেক শক্তিশালী হচ্ছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আসলে ভাইয়া আপনারা আমাদের অনুপ্রেরণা। আপনারা সুন্দর একটি পথ দেখিয়ে দিচ্ছেন। আপনাদের পথে আমরা হেঁটে চলেছি। বেশ ভালো লাগছে। আসলে কোন কাজ করার জন্য সঠিক নির্দেশনা প্রয়োজন। সেটা আপনারা করে থাকেন। আসলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আসলে একটা মানুষ কিন্তু সহজে একবারে বড় হয় না। ছোট ছোট থেকেই কিন্তু বড় হয়। তেমনি ছোট ছোট পাওয়ার একদিন বড় বিশাল আকারে পরিণত হবে এই আশায় আমরা আছি এবং আপনাকে আমরা সাধুবাদ জানাই। দারুন উদ্যোগ নিয়েছেন। আমি আপনার উদ্যোগে সম্মান জানাই। আমরা পাওয়ার আপ কে ভালবাসি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44