বৃহদান্ত্রের ক্যান্সার (Colon cancer): কি কি লক্ষণ এবং কার কার আক্রান্তের ঝুকি বেশী

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনার পরিবারে কিংবা পরিচিত কাউকে কি দেখেছেন যার পেটের চামড়া ফুটো করে পায়খানার বিকল্প রাস্তা বানানো হয়েছে এবং একটা ব্যাগ পেটের সাথে আটকে রাখা হয়েছে লাগে মল ধরার জন্যে? অনেকেই দেখতে পারেন, আবার অনেকের কাছেই এটা আশ্চর্য লাগতে পারে। পেট দিয়ে মল বের হবে?

cancer.png
এই ছবিটি পিক্সাবে থেকে নেয়া হয়েছে

হ্যা! কিছু কিছু রোগের ক্ষেত্রে অপারেশন এর একটা ধাপ হচ্ছে আল্লাহ প্রদত্ত পায়খানার রাস্তা সাময়িক ভাবে বন্ধ রেখে পেটের কোন একটা জায়গা দিয়ে মল বের করার ব্যবস্থা করা। আমি যখন ইন্টারনশিপ করছিলাম, তখন এরকম অনেক ভর্তি রুগীর মলের ব্যাগ (ইংরেজীতে বলে colostomy bag) পরিবর্তন করা লাগত প্রতিদিন সকালে, যত দিন তারা ভর্তি থাকত। অনেকের ৩-৪ মাস এটা রাখা লাগে এবং অপারেশন এর পরবর্তী ধাপে আবার আগের রাস্তা চালু করা হয়। কিন্তু কিছু কিছু রুগীর বাকী জীবনের জন্যেই এই বিকল্প রাস্তায় মল বের করা লাগে। তাদের জন্যে permanent colostomy bag দিয়ে দেয়া হয় এবং সময়ের পরিক্রমায় তারা এটাকেই স্বাভাবিক হিসাবে মানতে বাধ্য হয়, এই সুন্দর পৃথিবীতে বেচে থাকার জন্যে।

যে কারণে গল্পের এই অবতারণা তা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে লিখতে যাচ্ছে, বৃহদান্ত্রের ক্যান্সার বা colon cancer, এই রোগীদের অপারেশনের পরই সাধারনত বিকল্প পায়খানার রাস্তা করা হয়। সবারই যে এরকম লাগবে তা নয়, কিন্তু অনেকের ক্ষেত্রেই লাগে। সার্জন এই ব্যপারে সিদ্ধান্ত নেন। যাই হোক আমাদের আজকে বিষয় এই বিকল্প পায়খানার রাস্তা নিয়ে নয়, আমরা কথা বলব সেই রোগ নিয়ে যেখানে এটার প্রয়োজন হতে পারে।

বৃহদান্ত্রের ক্যান্সার (colon cancer, often it is termed as colorectal cancer) হচ্ছে খাদ্যনালীর ক্যান্সার গুলোর মধ্যেকার একটা কমন ক্যান্সার। আমেরিকার মানুষ যতগুলো ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় প্রতিবছর, সেই ক্যান্সারের তালিকার তিন নম্বরে অবস্থান এই বৃহদান্ত্রে ক্যান্সার। ৫০ বছরের অধিক ব্যক্তির এই ক্যান্সার হবার সম্ভাবনা বেশী থাকে।
চলুন আমরা জেনে নেই এই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কি কি লক্ষন দেখা যায়।

কি কি লক্ষণ?

Colon cancer এর প্রকাশ্য লক্ষন দেখা দেয়ার অনেক আগে থেকেই কিছু কিছু পূর্ব লক্ষণ দেখা যেতে পারে। এই পূর্বলক্ষণগুলো শুধু মাত্র যে colon cancer এর রুগীদের ক্ষেত্রেই হবে এমন কোন বাধা ধরা নিয়ম নাই। এটা দেখা গেছে যে, যাদের পরবর্তী কোন এক পর্যায়ে colon cancer ধরা পড়েছে তাদের মধ্যে এই পূর্ব লক্ষণগুলো বেশী বেশী থাকে। দীর্ঘদিনের অবসাদগ্রস্থতা (Fatigue or lethargy), শারিরীক দুর্বলতা (generalized weakness), রক্তসল্পতা (low hemoglobin), কোন প্রচেষ্টা ছাড়াই শরীরে ওজন কমে (unintentional weight loss) যাওয়া ইত্যাদি লক্ষন যদি একজন মধ্যবয়সীর ব্যক্তির মধ্যে থাকে তাহলে এটাকে হেলাফেলা করা যাবে না। তাকে পরীক্ষা নিরীক্ষা করে কারণ খুজতে হবে।

উপরে পূর্বলক্ষণ গুলো থাক বা না থাক, একজন মধ্যবয়সী ব্যক্তি যদি খেয়াল করেন যে বিগত কয়েক সপ্তাহ বা মাস ধরে তার পায়খানার ধরণে পরিবর্তণ দেখা দিচ্ছে (changes in bowel habit), সেটা পাতলার দিকেও যেতে পারে (Diarrhea) কিংবা কোষ্ঠকাঠিন্যের দিকেও যেতে পারে (constipation), তাহলে এটারও evaluation করা লাগবে।

পায়খানার করে আসার পরও মনে হচ্ছে যেন পুরোটা বের হয় নায়, আবার বাতরুমে যাওয়া লাগবে (incomplete evacuation)। পেট সবসময় ফোলা ফোলা লাগে, একটু খেলেই পেট ভরে যায়, পেট ভটুর ভাটুর করে, পেটে মাঝে মধ্যে ব্যথা করে ইত্যাদি লক্ষণ যদি একজন মধ্যবয়সী রুগীর মধ্যে থাকে তাহলে অবজ্ঞা করা যাবে না, পরীক্ষা নিরীক্ষা লাগবে।
পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া হচ্ছে colon cancer এর একটা অন্যতম লক্ষণ। রক্ত পড়ার কারণ যদি পাইলস বা অর্শ রোগ না হয়, তাহলে একজন ৪০-৫০ বছর বয়স্ক ব্যক্তির পায়খানা দিয়ে রক্ত পড়ার কারণ জরুরী ভিত্তিতেই খোজা দরকার।

পেটে কোন চাকা বা গোটা হওয়া (abdominal mass) বা পেট ফুলে যাওয়া/পেটে পানি জমা (due to ascites) হচ্ছে colon cancer এর শেষ পর্যায়ের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ।

কার কার আক্রান্তের ঝুকি বেশী?

কারও পরিবারে যদি colon cancer এর রুগী থাকে কিংবা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোন ইতিহাস থাকে তাহলে তার ঝুকি সবচেয়ে বেশী। এটা জেনেটিক বা পারিবারিক রোগ।

যারা রেড মাংস (Red meat) কিংবা প্রক্রিয়াজাতকৃত মাংস (processed meat) খেতে বেশী অভ্যস্ত তাদের colon cancer এ আক্রান্তের হার বেশী দেখা যায়। তাই এটার সাথে সম্পর্ক আছে বলে বিবেচনা করা হয়। যাদের খাদ্যতালিকায় ফাইবার (dietary fibres), ফলেট (folate), ক্যালসিয়াম (calcium), সবজি (vegetables) ইত্যাদি কম পরিমাণে থাকে, তাদের ক্ষেত্রেও এই ক্যান্সারের হার বেশী।

যাদের শরীরের ওজন বেশী (পুরুষ), ব্যায়াম করে না, ধুমপান করে এবং অত্যধিক মদ্যপায়ী তাদের এই ক্যান্সারে সম্ভাবনা বেশী থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে চিকন এবং পাতলা মহিলাদের আবার এটা বেশী হতে দেখা যায়।


আজকে এ পর্যন্তই। আশা করি কোলন ক্যান্সার বিষয়ক এই পোষ্টের মাধ্যমে কিছুটা হলেও আপনার উপকার হবে। কোন বিষয়ে জানার থাকলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ।

ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ।
হাফিয
ওমান

Sort:  
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর তথ্যবহুল পোস্ট শেয়ার করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই উৎসাহ মুলক মন্তব্য এর জন্যে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে তথ্যবহুল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

তথ্যবহুল পোষ্ট। অনেন অনেক ধন্যবাদ আপনাকে।শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

শুভ কামনা ভাইয়া♥

 3 years ago 

Thank you apu.

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58539.27
ETH 2627.11
USDT 1.00
SBD 2.40