You are viewing a single comment's thread from:
RE: বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তার রেসিপি।
অও,কচুর ফুলের ভর্তা রেসিপি অনেক সুন্দর হয়েছে আপু।দেখেই লোভ লেগে গেল।এটা হলে আমার আর কিছু লাগে না,অনেক সুস্বাদু ও টেস্টি খেতে হয় রেসিপিটি।কচুর ফুল ভাজিও ভালো লাগে খেতে।তবে আমাদের বাড়িতে এই কচুর লাল পাকা ফুলগুলি নেয় না গন্ধ লাগে বলে।নীল রঙের কাঁচা ফুলগুলি রেসিপিতে ব্যবহার করে।যাইহোক আপু আপনার রেসিপিতে বোম্বাই মরিচ দিতে দেখলাম না তো শুধুই ভাজা শুকনো মরিচ দেখলাম।হি হি,ধন্যবাদ আপনাকে।
নীল রঙের কাঁচা ফুল দেখিনি। আমাদের এখানে দেখছি সবসময়ই হলুদ। আর আপু রান্না করার পর গন্ধ আর থাকে না। বিশেষ করে সিদ্ধ করে সে পানি ফেলে দেওয়া হলে।