You are viewing a single comment's thread from:
RE: পাইরোস্টেজিয়া ফুলের উদ্ভিদের আলোকচিত্র
পাইরোস্টেজিয়া ফুল ,আমি এই ফুলটি নতুন দেখলাম।খুবই ভালো লাগলো মন দিয়ে দেখে।এই ফুলের নাম ও নতুন শুনলাম, অদ্ভুত অদ্ভুত নামগুলো আমার ভারী মজার লেগেছে দাদা।তাছাড়া এই ফুলটিকে প্রথমে দেখেই আমি ভেবেছিলাম ডালিম কিংবা বেদানার ফুল,পড়ে জানতে পারলাম অন্য ফুল।এইধরনের ফুলের ফলগুলো ছোট ছোট হয়ে থাকে।সেইরকম কিছুটা দেখতে, যাইহোক থোকা থোকা ফুল।ফুলের কালারটি বেশি উজ্জ্বল।এই ফুলগুলির গাছ কাগজ ফুলের মতো লতানো টাইপের।গেট সাজালে দারুণ দেখতে হবে।অনেক কিছু জানতে পারলাম ফুলটি সম্পর্কে।প্রত্যেকটি ছবি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।