RE: মহাদেব এর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা সত্যি বলতে আপনার ব্যস্তসময়ে করা আর্টগুলিই বেশি ভালো হয়😊😊.আসলে আমার কাছে বেশি ভালো লাগে, তাছাড়া এটি পাকা হাতের আর্ট ভালো তো হবেই।আর্ট তৈরি ভীষণ পরিশ্রমের ও সময়সাপেক্ষ।তার থেকে বেশি কষ্টের রঙের ব্যবহার করা কিন্তু যারা দক্ষ তাদের খুব কম সময়েই সম্পন্ন হয়ে যায় অঙ্কন।অসাধারণ হয়েছে মহাদেবের চিত্রটি।একদম নিখুঁত ও সুস্পষ্ট।দাদা একদম সময় উপযোগী পোষ্ট করেছেন, কয়েকদিন আগেই তো মহাশিব রাত্রি পূজা হল।দাদা সাপটা দেখেই আমার ভয় করছে,এমনিতেই এই একটা জিনিসেরই ভয় আমার।খুব মিষ্টি দেখতে লাগছে শিব বাবাকে।মহাদেবের মাথায় জটার মধ্যে গঙ্গা থাকার রহস্যটাতো জানি তবে এই চাঁদ থাকার কি রহস্য এটি জানতে পারলাম না।অবশ্য অতটা ও ঘাটাঘাটি করা হয়নি এই বিষয়
নিয়ে ,যাইহোক চিত্রটি খুবই সুন্দর হয়েছে।ছোট ছোট রঙের ব্যবহার খুবই নিখুঁত হয়েছে যেটি দেখার মতো ছিল।ত্রিশূল ও ডঙ্কাটিও খুব সুন্দর ও আকর্ষণীয় হয়েছে।আসলে মহাদেবের ছবি আঁকা মানে হাজার কিছুর ছোট ছোট বিষয় উপস্থাপন করা।এছাড়া যেকোনো দেবদেবীর ক্ষেত্রেই এটি লক্ষণীয়।ধন্যবাদ দাদা,শুভকামনা রইলো আপনার জন্য।