অঙ্কন: "শুভ জন্মদিন টিনটিন"
নমস্কার
অঙ্কন: "শুভ জন্মদিন টিনটিন"
প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আর এই কেকের আর্টটি জলরং দিয়ে করেছি আমাদের প্রিয় টিনটিনের জন্মদিনকে ঘিরে।আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় বড় দাদা@rme এবং তনুজা বৌদির একমাত্র সন্তান টিনটিন বাবু আমাদের সকলের হৃদয়ের মধ্যমনি।সকলের কাছেই টিনটিন বাবু খুবই ভালোবাসার একজন মানুষ হয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে।দেখতে দেখতে আমাদের টিনটিন বাবু ছয় বছরে পদার্পণ করেছে।তাই টিনটিন বাবুকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা💐 ও মন থেকে একরাশ গভীর ভালোবাসা💝।টিনটিন আমাদের দাদার মতোই অনেক বড় একজন মানুষ হোক এবং তার আগামী দিনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক এটাই প্রত্যাশা করি।তাই আবারো একবার---শুভ জন্মদিন প্রিয় টিনটিন বাবু।🎂🎂
উপকরণ:
2.পেন্সিল
3.জলরং
4.রবার ও
5.তুলি **
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কেকের চিত্র পেন্সিল দিয়ে একে নিলাম কাগজের উপর।
ধাপঃ 2
এরপর লাল জলরং নিয়ে স্ট্রবেরির ছবি এঁকে নিলাম।
ধাপঃ 3
এরপর কেকের স্ট্রবেরি ফ্লেবারের পর চকলেট কালার একে নিলাম।
ধাপঃ 4
এখন কেকটি কয়েকটি লেয়ারে একে নেব।ব্লু রঙের কয়েকটি সুগার বল একে নিলাম।
ধাপঃ 5
এবারে পেন্সিল সেট ও অন্যান্য কালার দিয়ে একে নিলাম।
ধাপঃ 6
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম।
ধাপঃ 7
এবারে লাল,হলুদ ইত্যাদি রং মিশিয়ে কেকের আশেপাশে বেলুন একে নেব ও কালার করে একে নেব।
শেষ ধাপঃ
সবশেষে অঙ্কনের নীচে হ্যাপি বার্থ ডে টিনটিন লিখে তার নিচে আমার নাম লিখে নিলাম কালো জল রং দিয়ে।
ছবি উপস্থাপন:
তো আমার অঙ্কন করা হয়ে গেল জন্মদিন উপলক্ষে কেকের একটি আর্ট।এটি অঙ্কনের পর এটি দেখতে খুবই সুন্দর হয়েছিল।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
টিনটিন সোনার জন্মদিন উপলক্ষে চমৎকার একটি অংকন উপহার দিয়েছেন আপু। বিশেষ করে রংয়ের ব্যাবহার আর আপনার মনের মাধুরী মিলে মিশে একাকার। ধন্যবাদ চমৎকার একটি কাজ উপহার দেয়ার জন্য।
চেষ্টা করেছি ভাইয়া,আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
টিনটিনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই।সত্যিই দেখতে দেখতে টিনটিন বাবু ছয় বছরে পদার্পণ করেছে। টিনটিন বাবুকে আমরা সবাই অনেক ভালোবাসি।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপু আপনি চমৎকার একটি অংকন আমাদের মাঝে উপহার দিয়েছেন।অংকনটি দেখতে অসাধারণ হয়েছে।কালার কম্বিনেশন টা আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপু দারুন একটা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
টিনটিন এর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটা আর্ট করেছেন। কেকটা দেখে খুবই ভালো লাগলো। টিনটিন কে খুব সুন্দর ভাবে জন্মদিনের উইশ জানিয়েছেন। ধন্যবাদ দিদি এত সুন্দর ভাবে আর্ট টা শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।