"একটি সবুজ টিয়া পাখির আর্ট"
নমস্কার
একটি সবুজ টিয়া পাখির আর্ট:
যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আজ আমি একটি সবুজ টিয়া পাখির চিত্র আর্ট করলাম।সেটাও আবার একখানা গাছের ডালে বসে থাকা অবস্থার। যেটা অঙ্কনের পর বেশ সুন্দর ও কিউট দেখতে লাগছিলো।যদিও আমি এই অংকনটি আগেই করে রেখেছিলাম।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন মার্কার পেন
3.নীল বলপেন
4.পেন্সিল ও
5.রবার
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে ছোট বৃত্ত একে নিয়ে তার লাগোয়া করে একটি ফুলের পাপড়ির মতো একে নেব।
ধাপঃ 2
এখন গোল বৃত্তের মধ্যে চোখ ও পাপড়ির নীচে লেজ একে নেব পাখির।
ধাপঃ 3
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 4
এখন পাখির পা ও বসে থাকার জন্য একটি গাছের ডাল একে নেব পেন্সিল দিয়ে।
ধাপঃ 5
এবারে সবুজ রঙের মার্কার পেন দিয়ে পাখির গায়ে কালার করে নেব আর মাঝবরাবর অংশে হালকা হলুদ রঙের মার্কার পেন দিয়ে রং করে একে নেব।
ধাপঃ 6
এরপর নীল রঙের বলপেন দিয়ে গাছের পাতাসহ ডাল একে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে পেন্সিল দাগগুলো রবারের সাহায্যে মুছে নিলাম।তারপর অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম নীল রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি সবুজ টিয়া পাখি"।এটি আর্ট করার পর বেশ সুন্দর ও কিউট দেখতে লাগছিলো।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
একটি সবুজ টিয়া পাখির আর্ট করেছেন দেখতে অসাধারন লাগছে। আসলে যে কোন কিছু আর্ট করে রং করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে।আর রং করলে যেন সেই জিনিসটির পরিপূর্ণতা পায়। আপনি অনেক সুন্দর করে টিয়া পাখি আর্ট করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সঠিক রং দিয়েই সত্যিকারের রূপটি ফুটিয়ে তোলা যায়।ঠিক বলেছেন, ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর একটা টিয়া পাখি অঙ্কন করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ডালের ওপর টিয়া পাখি দেখতে খুবই সুন্দর লাগছে।
আপনাকে আমার অঙ্কন দ্বারা মুগ্ধতা দিতে পেরে ভালো লাগলো,ধন্যবাদ।
গ্রীন এঁকেছে গ্রীন কালারের টিয়া পাখি। হাইলাইটার দিয়ে তোমার এই আঁকাগুলো আমার বেশ ভালো লাগে। হাইলাইটারের মুখটা বড় হওয়ার কারণে ছবিগুলো চটপট রং হয়ে যায়। খুব সুন্দর রেখেছো টিয়াপাখিটি।
☺️☺️হি হি,এভাবে তো ভেবে দেখা হয়নি।তোমার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম।
বাহ্ দিদি আপনি অনেক সুন্দর করে সবুজ টিয়া পাখির আর্কট রেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। যে কোন কিছু অঙ্কন করার পরে দেখতে ভীষণ ভালো লাগে। তখনই মনে হয় কাজের সার্থকতা হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।
ঠিক বলেছেন দাদা,কাজের প্রশংসা পেলে তখনই সার্থক বলে মনে হয়।ধন্যবাদ আপনাকে।
কি দারুণ টিয়া আর্ট করেছেন দিদি।খুবই সুন্দর হয়েছে আপনার আর্ট করা টিয়াটি।প্রথমে ভেবেছিলাম সত্যিকারের টিয়ার ফটোগ্রাফি করেছেন এটি।খুবই চমৎকার সুন্দর টিয়াটি।ধাপে ধাপে টিয়া আর্ট পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
তাই দিদি,তাহলে টিয়া পাখির ঠোঁটটি লাল করে দিলে আরো ভালো হতো।আপনার দারুণ মন্তব্য পড়ে ভালো লাগলো।
বাহ আপনি খুব চমৎকার একটি টিয়া পাখির আর্ট করেছেন। তবে গাছের উপর বসে থাকা টিয়া পাখির আর্ট করেছেন দেখে বেশ ভালো লাগলো। এমনিতে পাখিগুলো গাছের ডালে বসে থাকলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ধৈর্য ধরে এত সুন্দর করে টিয়া পাখির আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পাখি গাছের ডালেই বেশি মানায়,যথার্থ বলেছেন।ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একটি সবুজ টিয়া পাখি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।টিয়া পাখিটি একদম সত্যিকারে টিয়া পাখির মতোই লাগছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি আপনাকে।
চেষ্টা করেছি সত্যিকারের পাখির রূপ দিতে, ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।