"নতুন বাজারে ঘোরাঘুরি ও গরম গরম সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি শেয়ার করবো নতুন বাজারে ঘোরাঘুরি ও সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা।

নতুন বাজারে ঘোরাঘুরি ও গরম গরম সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা:

GridArt_20230730_154901667.jpg
বন্ধুরা, নতুন বাজার কেন বললাম!আর এই কথাটি শুনে ভিন্নরকম মনে হতে পারে আপনাদের কাছে।কারণ নতুন বাজার বলতে কোনো বাজারের নাম নয় ,এমনকি আমি এই নতুন ঘুরতে বাজারে গিয়েছি এমনটা নয়।একটু খুলে বলছি বিষয়টা---

গতদিন সকালে হঠাৎ রাস্তা দিয়ে মাইকে প্রচার করা একটি খবর শুনতে পেলাম।খবরটি হলো আমাদের গ্রামের বাসস্ট্যান্ডে নতুন হাট বসবে।অর্থাৎ নতুন বাজার বসবে সপ্তাহের একটি দিন।সেটাও আবার প্রত্যেক শনিবার বিকেল 3 টা থেকে রাত 9 টা অব্দি।আর নতুন জিনিসের কদর সবসময় আলাদা ।তার উপরে আবার মেইন রোডের পাশে অনেকটা জায়গা নিয়ে।তাই সেখানে দেখতে যাওয়ার ইচ্ছেটা একটু বেশি ছিল।খুবই উত্তেজনা কাজ করছিল মনে কখন বিকেল হবে।

IMG-20230730-WA0005.jpg

যথারীতি বিকেলে রোদ কমে আসলে 5 কি 5.30 নাগাদ দাদার সঙ্গে বেরিয়ে পড়লাম নতুন বাজার দেখতে।আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 8-10 মিনিটের পথ হবে।যেহেতু শুক্রবার দাদা আমাদের সবজি বাজার করে এনেছিল তাই সবজি কেনার চিন্তা ছিল না।বাড়ি থেকে ভেবেই গেলাম শুধু বাজার দেখে খাবার কিনে বাড়ি চলে আসবো।

প্রথমে যেতে যেতেই দেখলাম মহিলারা দল বেঁধে বাজারে যাচ্ছে।গিয়েই দেখলাম প্রথমদিন হলেও বেশ অনেক সবজি দোকান বসেছে।বেশিরভাগ সবজির দোকান ছিল,একটি কসমেটিকস ও তিনটি জামা-কাপড়ের দোকান ছিল।আর খাবারের দোকানের মধ্যে বসেছিল পাপড়,ফুচকা ও সিঙ্গারা।অনেক বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের জমায়েত হয়েছে বাজারে মানে মোটামুটি ভালোই ভিড় ছিল।

IMG-20230730-WA0004.jpg

IMG-20230730-WA0008.jpg

খোলা আকাশের নিচে বাজার করতে বেশ মজার বিষয়।এমনিতেই আমাদের অনেকটা দূরে বাজার করতে যেতে হয়।কারণ তুলনামূলক আমরা একটু সবজি বেশিই খাই।যদিও এখানের স্থানীয় মানুষ ও আদিবাসীরা খুবই কম সবজি খায়।তবুও প্রয়োজন-অপ্রয়োজনে গ্রামে একটি বাজার থাকাটা জরুরি বলে আমি মনে করি।সপ্তাহে একদিন হলেও বেশ ভালোই জমবে বাজারটি।এই সপ্তাহে মাছের দোকান তেমন বসেনি।তবে পরবর্তী সপ্তাহ থেকে আরো অনেক দোকান বসবে সবজি ও মাছের।বেশ কিছু জায়গা ফাঁকা ছিল।

IMG-20230730-WA0003.jpg

IMG-20230730-WA0002.jpg
আসলে প্রথম দিন হলে ও বাজারে এত ভ্যারাইটি সবজি এসেছিল যে দেখে আমিও বেশ অবাক হয়েছি।বাজারে প্রায় সবরকম সবজি ছিল, যেমন--মিষ্টি কুমড়া, কচুরমুখী, গাজর,কাঁচকলা, ভেন্ডি,বাঁধাকপি, বরবটি,সজনে ডাটা,পাতিলেবু,পুঁইশাক, উচ্ছে,ঝিঙে,বেগুন, আলু,পটল,ডাটাশাকসহ অনেক রকমারি সবজি এসেছিল বাজারে।পুঁইশাকগুলি বেশ টাটকা ছিল।এছাড়া অনেকগুলো ফলের দোকান বসেছিল।

IMG-20230730-WA0007.jpg

IMG-20230730-WA0006.jpg

সবজি বাজার ঘোরাঘুরি করার পর গেলাম খাবারের দোকানে।দেখলাম একটি মহিলা গরম গরম সিঙ্গারা ভাজি করছে।আর তার স্বামী ভাজা সিঙ্গারাগুলি সাজিয়ে সাজিয়ে রাখছে।তাই গরম গরম সিঙ্গারা কিনে নিলাম গোটা চারেক।তারপর দুজনে বাড়ি চলে আসলাম।বাড়ি এসে সিঙ্গারা তৃপ্তি করে খেলাম,বেশ ভালোই স্বাদ লেগেছিল খেতে।তো এই ছিল নতুন বসা বাজার ঘোরার অভিজ্ঞতা আমার।

IMG-20230730-WA0001.jpg

IMG_20230730_154641.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসredmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 11 months ago 

যথারীতি প্রতিটা জায়গায় বিকেলের দিকে সবাই বাজারে যায় বাজার করতে। আপনিও বিকেল বেলায় বাজারে গিয়েছিলেন।বাজার করতে আমার অনেক ভালো লাগে আমি তো ছোটবেলা থেকেই বাড়ির সব বাজারগুলো আমি নিজেই করে থাকি। আপনাদের নতুন বাজার গুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর। বিকেল বেলায় বাজার উপর মনে হচ্ছে রোদ পড়েছে সবকিছু চকচক করছে। যেহেতু বাজারে প্রথম দিন তাই সবকিছুই কমবেশি ছিল। নতুন বাজারে ঘোরাঘুরি ও গরম সোনা রাখার অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

নতুন বাজারে ঘোরাঘুরি ও গরম সোনা রাখার অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

@tuhin002 ভাইয়া, এই বাক্যটি ঠিক বুঝলাম না।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

তুহিন ভাই হয়তো বুঝাতে চেয়েছেন, নতুন বাজারে ঘোরাঘুরি ও গরম সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি ভাইয়া, তবুও অবশ্যই কমেন্ট চেক করা উচিত।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

Thank you so much💝.

 11 months ago 

নতুন বাজার দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর দেখা যায় যেটা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারলাম। সত্যি বলতে গ্রাম-বাংলায় এরকম ছোট ছোট বাজার দেখতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এখানে টাটকা শাকসবজি পাওয়া যাবে বলে আমার মনে হয়। বাজারে গিয়ে সিঙ্গারা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আপনি বাজারে গিয়ে সিঙ্গারা খেয়েছেন জেনে ভালো লাগলো। আপনার কাটানো সুন্দর মুহূর্ত টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

হ্যাঁ ভাইয়া, গ্রাম্য বাজারগুলোতে টাটকা সবজি বেশি পাওয়া যায়, ধন্যবাদ আপনার গঠনমূলক মতামতের জন্য।

 11 months ago 

আপু নতুন বাজার দেখতে সত্যি চমৎকার হয়েছে। ঠিক বলেছেন একদিন হলে ও সপ্তাহে একটি বাজার বসা উচিত। আর আপু সবজি বেশি খাওয়া আমাদের জন্য অনেক ভালো। আর গরম গরম এমন সিঙ্গারা হলেই আর কিছুই লাগে না।ধন্যবাদ আপু নতুন বাজারে ঘুরাঘুরি ও গরম গরম সিঙ্গারা খাওয়ায় অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার সুন্দর অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 11 months ago 

গ্রামের পাশে এমন বাজার হলে গ্রামের লোকজনদের জন্য খুবই সুবিধা হয়। আপনাদের ওখানকার বাজারটি দেখে বেশ পরিপাটি লাগছে। শাকসবজির পাশাপাশি দেখছি জামা কাপড়ও পাওয়া যায়। আবার বিভিন্ন খাবারের দোকানও আছে। আর সেখান থেকে আপনারা গরম গরম সিঙ্গারা খেয়েছেন। গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। আমার তো সিঙ্গারা গুলো দেখে লোভ লেগে গেল। অসংখ্য ধন্যবাদ আপু নতুন বাজারে গিয়ে সেখানকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপু,প্রথম দিন বাজার বসেছে এইজন্য কম দোকান।পরবর্তীতে আরো বেশি দোকান বসবে আর জায়গাটি আসলেই পরিপাটি ছিল খোলা আকাশের নিচে।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

নতুন বাজার হিসেবে তো বেশ কিছু আইটেম এর দোকান দেখা যাচ্ছে। গরম গরম সিঙ্গারা খেতে ভীষণ মজা লাগে। আমি তো প্রতিনিয়ত অফিস এ খাই। তবে বেশি খেলে গ্যাস হয়। চমৎকার অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 11 months ago 

ভাজাপোড়া বেশি খেলে গ্যাস হয়ে যায় ঠিকই বলেছেন।ধন্যবাদ,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 11 months ago 

আসলে বাজার যদি বাসা থেকে বেশি দূরে হয়, তাহলে ভোগান্তির শেষ নেই। কারণ অনেক সময় অনেক কিছুর দরকার হয়। বাজার দূরে হলে জিনিসপত্র কিনে আনা কষ্টকর হয়ে যায়। যাইহোক আপনাদের ওখানে সাপ্তাহিক হাট বসবে, এটা খুব ভালো। যেহেতু বাজার দূরে আপনার বাসা থেকে। তাহলে সাপ্তাহিক এই হাট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে গেলে বেশ সুবিধা হবে। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো আপু। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আসলেই দূরে বাজার থাকলে বেশ ভোগান্তি পোহাতে হয়।ধন্যবাদ,আপনার সাবলীল মতামত জানানোর জন্য ভাইয়া।

 10 months ago 

একটি বাক্য আছে,প্রত্যেক নতুনই সুস্বাদু। যেহেতো বাজারটা নতুন বসেছে সেহেতো মানুষের আগ্রহ একটু বেশিই থাকবে। যেমন আপনার আগ্রহ হলো। এমন ভাবে সবারই আগ্রহ থাকে। বাজারে দেখলাম সবজি,কাপড়,খাবার সবই আছে। লাষ্টে লোভনীয় একটি খাবার দেখালেন। ধন্যবাদ আপু।

 10 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66053.51
ETH 3482.63
USDT 1.00
SBD 3.17