জেনারেল রাইটিং: "বাস্তবতা বড্ড কঠিন"

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী অনুভূতি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

জেনারেল রাইটিং: "বাস্তবতা বড্ড কঠিন"

IMG_20241006_025313.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে যন্ত্রনা সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।বাস্তবতা বড্ড কঠিন।আর এই বাস্তবের মুখোমুখি হতে আমরা খুবই ভয় পাই,মাঝে মাঝেই পালিয়ে বাঁচতে খুঁজে নিই নানা স্থান।এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি। যাইহোক তো চলুন শুরু করা যাক----

প্রথমে আমাদের জানতে হবে এই বাস্তবতাটাই কি? সহজভাবে বলতে গেলে বাস্তবতা হচ্ছে আসল বা প্রকৃত।যেখানে কোনো কল্পনার মিশেল থাকবে না।বাস্তবতা হচ্ছে সব কিছুর সমষ্টি যা বাস্তব, যা নিছক কল্পনার বিরোধীতা করে।যেটা জানা-অজানা দুটিকেই বোঝায়।

বাস্তবতা বড্ড কঠিন। তবে এই বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম।চলার পথে আমরা সর্বদা বাস্তব জীবনকে এড়িয়ে কাল্পনিক জীবনে পদার্পণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।অথচ বাস্তব জীবন থেকে আবার পালিয়ে বাঁচাও যায় না।তবে পালানোর চেষ্টা সর্বদাই আমাদের হৃদয়ে আন্দোলন গড়ে তোলে।বাস্তবতা মানুষের আসল সত্যকে তুলে ধরে,সেটা মেনে নেওয়ার মতো মানসিকতা হয়তো সবার মধ্যে থাকে না।আর এই বাস্তবের মুখোমুখি হতে আমরা যতটাই ভয় পাই ততটাই সফলতার দ্বার প্রান্ত থেকে আমরা ধীরে ধীরে সরে যেতে থাকি।

একটি ছোট্ট উদাহরণ দিই--
কয়েকদিন আগে যখন আমি ইউটিউব দেখার চেষ্টা করছিলাম।ইদানিং খুবই কম ভিডিও দেখা পড়ে আমার, যাইহোক তো সেসময় একটি ভিডিও আমার চোখে পড়ে হঠাৎ।একটি চলন্ত বাস দ্রুত এগোচ্ছে সামনের দিকে।সেই চলন্ত বাসের সঙ্গে নীচে দৌড়াচ্ছে কদবেল বিক্রেতা।ছুটতে ছুটতে সে বাসের এক যাত্রীর হাতে কদবেল ধরিয়ে দিলো।অন্যদিকে যাত্রী কদবেল নিয়ে বড় একটি নোট বের করলো।ছুটন্ত অবস্থায় কদবেল বিক্রেতা সেটা দেখে খুচরা বের করে হাত বাড়িয়ে নোট টাকার প্রাপ্য নিয়ে বাকিটা ফেরত দিলেন।বাস এসে স্টপে থামলো ততক্ষনে বিক্রেতা নতুনভাবে কদবেল বিক্রির আসায় হয়তো ছোটার প্রস্তুতি নিচ্ছেন।

কতটা ঝুঁকি তাদের জীবন তাইনা! হয়তো এই মানুষগুলিই জীবনে বাস্তবতার সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত।পালিয়ে বাঁচার বিন্দুমাত্র ইচ্ছে তাদের হৃদয়ে বাসা বাঁধে না,এই মানুষগুলোই চোখে আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতার সঙ্গে কিভাবে সংগ্রাম করে বাঁচতে হয়।কাল্পনিক জগৎ বলে এদের কাছে কিছুই থাকে না, রোজ বাস্তবতাকে সামনে রেখে পদদলিত করেই ছুটে চলা এই জীবনের আসল গন্তব্য।

বাস্তবতা থেকে মাঝে মাঝেই পালিয়ে বাঁচতে খুঁজে নিতে হয় নানা স্থান।বর্তমানে মানুষ খুবই শৌখিন।অর্থাৎ পূর্বের মতো শক্তিশালী,কর্মঠ এবং পরিশ্রমী নয়।যেকোনো কাজেই মানুষ আরাম খুঁজে পেতে চায়।এইজন্য বাস্তবতাও অনেক জটিল অঙ্কনের মতোই হয়ে পড়ে আমাদের জীবনে।তার হিসেব মিলাতে মিলাতে হয়তো আমাদের কয়েক যুগ পার হয়ে যায় কাল্পনিক চিন্তায়।অথচ বাস্তবের সম্মুখীন হয়ে এগিয়ে যাওয়াটা আর না হয়ে বাঁধা অবস্থায় থাকতে হয়।আর মানুষের এই কল্পনা ও শৌখিন জীবনের আনন্দ নিতে বেছে নিতে হয় নানা স্থান।যেমন কোনো নদী কিংবা সমুদ্র সৈকতের কিনারা।

কিন্তু এই অংকের হিসেব খুবই সহজ সেটা আমরা জানি।তবুও পিছিয়ে আসি বারেবারে কারন বাস্তবতাকে মানতেই চাইনা আমরা।যদি আমরা এই কঠিন বাস্তবকে মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন অনেক সহজতর ও গতিময় হয়ে উঠবে।তাই বাস্তবতা থেকে পালিয়ে নয়, আগলে ধরে বাঁচতে শেখা উচিত সকলের।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

Thanks.

 3 months ago 

আপু বাস্তবতা অনেক কঠিন। এর এই ধরনের বিক্রেতারা অনেকটা ঝুকির মধ্যে থাকে।আসলে আপু জীবন বড় কঠিন। কয়জনে বা সোনার চামচ মুখে দিয়ে জন্ম গ্রহণ করে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 3 months ago 

ঠিকই বলেছেন, জীবনটা আসলেই লড়াইয়ের।ধন্যবাদ আপু।

 3 months ago 

বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কল্পনায় তার নিজের মত জীবনটাকে সাজিয়ে উপভোগ করার জন্য স্বপ্ন দেখে তবে বাস্তবে সেটা পুরোপুরি ভিন্ন। হ্যাঁ বাস্তবতা অনেক কঠিন যেখানে জীবনের সাথে যুদ্ধ করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে হয়।

 3 months ago 

অনেক সুন্দর বলেছেন, যুদ্ধ করে তবেই স্বপ্নগুলি পূরণ হয়।ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

রাস্তার ফল বিক্রেতার উদাহরণস্বরূপ বাস্তবতা আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। তবে প্রতিনিয়ত বাংলাদেশের অবস্থা খারাপের দিকে ঝুঁকে যাচ্ছে অসহায় হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেড়ে গেছে যেন মানুষের নাগালের বাইরে চলে গেছে সব। জানিনা আগামীতে কি অবস্থা হবে মানুষের।

 3 months ago 

আপনাদের দেশের অবস্থা স্বাভাবিক হোক এটাই প্রত্যাশা করি।আসলে কিছু পরিবর্তন দেশের উন্নতি সাধন করে আবার কিছু পরিবর্তন দেশকে রসাতলে নিয়ে যায়।যাইহোক ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

এটা আপনি ঠিক বলেছেন জীবনের বাস্তবতা অনেক কঠিন। তবে এই বাস্তবতা বোঝা যায় যখন বাস্তবে সম্মুখীন হওয়া যায়। বাস্তবতাকে উপেক্ষা করার মত শক্তি আমাদের কারণ নেই। অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

একেবারেই ঠিক, বাস্তবতা থেকে পালিয়ে বাঁচা যায় না।ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

দিদি আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো।বাস্তব কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন।জীবনে চলতে ফিরতে মানুষকে নানান রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়।বাস্তবতার সাথে যুদ্ধ করেই জীবনকে টিকিয়ে রাখতে হয়।বেশ দারুণ লিখেছেন দিদি ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

জীবন মানেই যুদ্ধ।ধন্যবাদ আপু,আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20