"কিছু এলোমেলো ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কিছু এলোমেলো ফটোগ্রাফি:

IMG_20240913_103310.jpg

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"এলোমেলো ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20240913_103251.jpg

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

এটি একটি পড়ন্ত বিকেলের দৃশ্য।যখন পড়ন্ত বিকেলে মেঘলা আকাশের মধ্যে হঠাৎ আলোক দৃশ্যগুলি দেখা দিয়েছিল।মনে হচ্ছিলো সূর্যের আলো খন্ড খন্ড হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে।প্রকান্ড ফসলের মাঠ পেরিয়ে দূরের সাদা কাশবন ,খেজুর ও তালবনের ফাঁক দিয়ে উঁকি মারছিলো পড়ন্ত বিকেলে।সন্ধ্যা নামার একটু আগেই আকাশের এই সুন্দর দৃশ্য প্রতিফলিত হচ্ছিলো তখনই ফটোগ্রাফিটি করা হয়েছে।মনে হচ্ছিলো দূরে ওটা একটি গ্রাম দেখা যাচ্ছে কিন্তু ওটা আসলে মাঠের মাঝে তালবন।।

আলোকচিত্র: 2

IMG_20240913_120439.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

এটা হচ্ছে গাঁদা ফুলের চারা।বেশ কয়েক বছর পর গাঁদা ফুলের বীজ বপন করেছিলাম।কিন্তু হাতে গনা কয়েকটি চারা বের হয়েছে ।তাই কিছুদিন আগে রোপন করেছিলাম।যদিও তাদের মধ্যে এই গাছটি একটু বড় হয়েছে।বাকিগুলো বৃষ্টির জলের অভাবে ছোট রয়েছে।গাছটি বড় হলে ফুলে পরিপূর্ণ হবে আশা করি।।

আলোকচিত্র: 3

IMG_20240913_110249.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

এটা হচ্ছে ফড়িং।ছোটবেলায় একে আমরা ঝিঁঝিপোকা বলে ডাকতাম ভুল করে।আসলে পাতলা ছিপছিপে পাখনা থাকে এই পতঙ্গের।বেশি রোদ ও বৃষ্টি হওয়ার পূর্বাভাস এই ফড়িংগুলি দিতে পারে।অর্থাৎ এটা আকাশে উপরের দিকে কিংবা নিচের দিকে উড়বে সেটা অনুযায়ী আবহাওয়ার বার্তা পাওয়া যায়।যেটা আমার কাছে বেশি ভালো লাগে।।

আলোকচিত্র: 4

IMG_20240913_110140.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

এটি হচ্ছে সোনালী পোকা অর্থাৎ গোল্ডেন পোকা।এর কালার বিভিন্ন রঙের হয়ে থাকে তবে সোনালী ও সবুজ রঙের বেশি হয়ে থাকে।এই পোকাটি দেখতে অনেকটা কচ্ছপের মতোই তবে নীল রঙের।কারন কালারফুল অংশ থাকে পোকার পিঠের খোলসটিতে।যাইহোক কলমি শাকের পাতার উপর বেশি দেখা মেলে এই পোকাগুলি।।

আলোকচিত্র: 5

IMG_20240913_110322.jpg

IMG_20240913_110309.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

আসলে কলমি শাকগুলি জলের কিনারায় হয়ে থাকে।তাই কলমি শাকের কাছে গেলেই নানা পোকা দেখার সুযোগ হয়ে যায়।মনে হয় কলমি শাকের পাতা খেতে সব পোকা-ই ভালোবাসে।এছাড়া জলের কিনারায় হওয়াতে পতঙ্গেরা বসতেও ভালোবাসে কলমি পাতায়।তেমনি এই দুটি ফড়িং দম্পতিও।।

আলোকচিত্র: 6

IMG_20240913_110232.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

ফড়িং পতঙ্গের অনেক প্রজাতি ও রংয়ের রয়েছে।কোনটা বড় জাতের তো কোনটা ছোট জাতের।বড় জাতের ফড়িংগুলি আকারে একটু বড় হয় ও বড় পাখনা হয়।কিন্তু ছোট্ট জাতের ফড়িং আকারে বেশ সরু ও ছোট পাখনা হয়ে থাকে।এই ফড়িংটি ছোট্ট জাতের ফড়িং।।

আলোকচিত্র: 7

IMG_20240913_102858.jpg

কিছুদিন আগে আমাদের কলেজে ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়।সেখানে আমাদেরকে একটি করে গোলাপ ফুল ও পেন উপহার দেওয়া হয়।কিন্তু আমার গোলাপটি পড়েছিল বেবি অর্থাৎ অর্ধফোটা কুঁড়ির মতোই।সেজন্য অবশ্য আমার বান্ধবীরা ফুলটি দেখে বেশ মজাও করছিলো।কলেজের রুম থেকে বের হয়ে গ্রাউন্ডে এসে ফুলের ছবিটি তুলেছিলাম।।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2 এবং redmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 2 months ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি এই ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে আমার।

 2 months ago 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ও স্বাগতম আপনাকে ও।

 2 months ago 

দিদি এলোমেলো হলেও কিন্তু দারুন ছিল আপনার ফটোগ্রাফি গুলো। বেশ সুন্দর করে আপনি প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। বিশেষ করে আকাশের বুকে লাল রং আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলেই আকাশের বুকে সূর্যের আলো দেখতে আমারও ভালো লাগছিলো, ধন্যবাদ আপু।

 2 months ago 

ফটোগ্রাফি একটা আর্ট কথাটা ঠিকই বলেছেন আপু। এটা করতে দরকার হয় অনেক ধৈর্যের। মাঠের ফটোগ্রাফি টা অসাধারণ করেছেন। দিগন্ত বিস্তৃত প্রান্ত এবং সূর্য অসাধারণ লাগছে। অন্য ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল আপু। ধন্যবাদ আপনাকে।।

 2 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া, সব কাজের জন্যই ধৈর্য্য প্রয়োজন হয়।ধন্যবাদ আপনাকেও।

 2 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও দেখতে কিন্তু দারুন লাগছিল সবুজ ও সতেজতায় ভরপুর ছিল।প্রথম, পঞ্চম ওলাস্টের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে।অনেক ধন্যবাদ দিদি দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

গ্রামীন দৃশ্যগুলি সবুজ ও সতেজ থাকে,সুন্দর মন্তব্য করেছেন আপু।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করছেন জেনে আমার খুবই ভালো লাগলো। সেই সাথে আপনার কিছু এলোমেলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে কলমি শাকের উপরে ঘাস ফড়িং গুলো দেখে। সুন্দর বর্ণনা সহকারে আমাদের মাঝে ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু ।

 2 months ago 

আপনার সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

কলেজের ফেয়ারওয়েল এর গোলাপ ফুল দেখে কিন্তু খুবই সুন্দর লাগলো আপু। আর আপনি অনেক ভালোভাবেই ফটোগ্রাফি করেছেন। গ্রামীণ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক ভালো লেগেছে আমার।

 2 months ago 

গোলাপ ফুলের কুড়িটি সত্যিই সুন্দর ছিল।আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 2 months ago 

অনেক বেশি সুন্দর দেখতে আপনি বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফটোগ্রাফিগুলো তো আমি অনেক বেশি পছন্দ করে দেখতে। প্রত্যেকটা ফটোগ্রাফি যেমন সুন্দর ছিল তেমনই অনেক মনোমুগ্ধকর হয়েছে। সাত নাম্বারে থাকা গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি দারুন লেগেছে। এই ধরনের এলোমেলো ফটোগ্রাফি গুলো করতে যেমন ভালো লাগে, তেমনি দেখতেও খুব ভালো লাগে।

 2 months ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমারও,ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thanks.

 2 months ago 

বাহ আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।

আপু,অতটা ভেবে তো ফটোগ্রাফি করা হয় না।ঝটপট করেই ভালোলাগা থেকে তোলা হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69517.21
ETH 2432.96
USDT 1.00
SBD 2.38