স্বরচিত কবিতা: "$puss তুমি শরতের শিশির"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি $puss কে নিয়ে লেখা হয়েছে।আপনারা সবাই জানেন,আমাদের বড় দাদার অক্লান্ত পরিশ্রমের দ্বারা তৈরি হয়েছে এই $puss টোকেনটি।যদিও পূর্বে এই টোকেন সম্পর্কে আমার কিংবা আমার মতো অনেকেরই কোনো ধারণা ছিল না।আর এটি খুবই সল্প সময়ে আমাদের কাছে ভালোবাসার পাত্র যেমন হয়ে উঠেছে তেমনি দুর্বার গতিতেও এগিয়ে চলেছে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
$puss তুমি শরতের শিশির
তোমার স্নিগ্ধতায় ঘাসেরা পায় নব জীবন,
তুমি উল্লাসে ভরা রোদের চিকিমিকি বিন্দু
সাগরের ঢেউয়ের মতো তুমিও এক সিন্ধু।
$puss তুমি একফালি রোদ্দুর
শীতের আমেজে তোমাকে বড্ড প্রয়োজন,
কেউবা পথ চেয়ে থাকে তৃষ্ণার্ত হৃদয়ে
তোমার দ্রুত পথচলার গল্প শুনবে বলে।
$puss তুমি গহীন বন
যে বনে পাড়ি দেওয়া দুর্গম ছিল,
বহু কাটার আঘাত ঠেলে উঁচুতে ওঠা
মানুষের ভালোবাসায় তুমি এখন পূর্ন সফলতা।
$puss তুমি ভোরের পাখি
চারিদিকে কলকাকলির মতো তোমার গুঞ্জন,
চাঁদের সীমানা ছাড়িয়ে বহুদূর আরো দূরে
তোমার লক্ষ্য পেরিয়ে যাওয়ার আস্ফালন।
$puss তুমি শীতলতার সঙ্গী
মানুষের আবেগমিশ্রিত অনুভূতির এক বহিঃপ্রকাশ,
তোমার স্পর্শ হবে অনেকের স্বপ্নপূরণ
আঁধার রেখে আলোকের নতুন দর্শন।
$puss তুমি যন্ত্রণার মুক্তিদাতা
সমুদ্রের উপর ভাসমান নৌকা,
তুমি স্বপ্ন পূরণের নতুন এক দিশারী
ভাবুক হৃদয়ের শুভ্র কাশফুলের পাপড়ি।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
বর্তমান সময় শরৎকাল চলছে আর এই শরৎকাল নিয়ে আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন, তাও আবার পুষের শরৎ। কবিতাটি পড়ে খুবই সুন্দর লেগেছে। এত চমৎকারভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করলাম ভাইয়া, প্রিয় পুশকে শরতের আনন্দে ভাসিয়ে নিয়ে যাওয়ার।ধন্যবাদ আপনাকে ও।
পুস নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে পুস যেন শরতের শিশির হয়ে আমাদের মাঝে এসেছে। পুসের প্রতি ভালোবাসা কোন কমতি নেই। পুস যেন আমাদের হৃদয় জায়গা করে নিয়েছে, এত সুন্দর একটি কবিতা পড়ে ভালো লাগলো
একেবারেই তাই,পুশের প্রতি সকলের ভালোবাসা অফুরন্ত।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
শরৎকাল আমি অনেক বেশি ভালোবাসি। আর আমাদের সবার সব চিন্তাভাবনা তো পুস কে নিয়েই। আর আপনি পুসকে শরতের শিশির বানিয়ে দিয়ে অনেক সুন্দর করে কবিতাটা লিখেছেন। আপনার কবিতার সবগুলো লাইনের মধ্যে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন আপনি। পুরো কবিতাটা পড়েই মনটা অনেক ভালো হয়ে গেলো। আপনার লেখা কবিতার সবগুলো লাইন সত্যি খুব সুন্দর ছিল। এরকম কবিতা সব সময় পড়তে চাই আপু।
আমি অবশ্যই চেষ্টা করবো আপু,এমন ধরনের কবিতা আপনাদেরকে উপহার দিতে।অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
শরৎকাল ও পুসকে কেন্দ্র করে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম আপু। আসলে পুসের প্রতি আমাদের কারো ভালোবাসা যেন কমতি নেই পুস আমাদের সবার হৃদয় জুড়ে দখল করে আছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একেবারেই তাই আপু,পুশ সকলের হৃদয়ে শরতের মতো যেন বার্তা বয়ে এনেছে।ধন্যবাদ আপনাকে।
বড় দাদা পুস কয়েন এর পিছনে প্রচুর শ্রম দিয়ে যাচ্ছেন। যাইহোক পুস কয়েনকে কেন্দ্র করে দারুণ একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর সুন্দর মন্তব্য আমাকে লেখার প্রতি অনুপ্রেরণা জাগায় ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।