DIY-"এসো নিজে করি" সপ্তাহ" || "প্লাস্টিকের বোতল দিয়ে নারিকেলের চারা গাছ তৈরি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
  • নমস্কার*
    আশা করি ,আপনারা সকলেই ভালো আছেন।আজ আমি diy প্রতিযোগিতায় আপনাদের সঙ্গে আরও একটি নতুন কিছু শেয়ার করবো।তো এই সুন্দর diy এর আয়োজনের জন্য @rme দাদাকে বিশেষভাবে ধন্যবাদ এবং অন্যান্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

"গাছ লাগান,পরিবেশ বাঁচান।"---এই শ্লোগানটা তো আমরা সবাই দিয়ে থাকি কিন্তু আমরা তা কতটা পালন করি।কিন্তু আমি কোনো যুক্তি বা তর্ক নিয়ে আলোচনা করতে চাই না।বরং বলতে চাই যে আসুন আমরা সবাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখি।

CollageMaker_20210813_165841101.jpg

আমার লোকেশন
হয়তো বা আমি এখানে একটি কৃত্রিম নারিকেল গাছের চারা বানিয়ে রোপন করেছি, কিন্তু আপনারা সবাই প্রাকৃতিক গাছের চারা রোপন করবেন বলে আশা রাখছি।
কারণ এখন বর্ষাকাল।গাছ লাগানোর উপর্যুক্ত সময়।গাছ আমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ।আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ।আমাদের প্রতিটি কাজে গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আমরা এইসব অপ্রয়োজনীয় জিনিসগুলি ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করতে পারি ,তাতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ঘরের সৌন্দর্য্য ও বৃদ্ধি পাবে।
তো চলুন আজ আমি প্লাস্টিকের বোতল দিয়ে নারিকেল গাছের চারা তৈরি করবো।
তো শুরু করা যাক--

উপকরণ:

প্লাস্টিক বোতল- 1 টি
কেচি
ব্লেট
সবুজ রঙের টেপ
গেরুয়া কাগজ
বালি ও সাদা ,কালো রঙের পাথর
আঠা

IMG_20210813_164255.jpg

     ★ ধাপঃ 1

IMG_20210813_140200.jpg

IMG_20210813_140216.jpg

IMG_20210813_140232.jpg

IMG_20210813_140245.jpg

IMG_20210813_140255.jpg

IMG_20210813_140316.jpg

1.প্রথমে একটি প্লাস্টিক বোতল নিলাম ।তারপর আমি বোতলটি দুই পাশ ব্লেট দিয়ে ঘুরিয়ে কেটে নেব এবং কেচি দিয়ে কেটে নেওয়া অংশ ছোট ছোট কয়েকটি খন্ডে ভাগ করে নিলাম ।

★ধাপঃ 2

IMG_20210813_140326.jpg

IMG_20210813_140335.jpg

IMG_20210813_140342.jpg

IMG_20210813_140350.jpg

IMG_20210813_140357.jpg

2.এরপর কাটা ছোট খন্ডগুলো পাতার মতো আকারে কেটে নেব কেচি দিয়ে।এরপর পাতার সরু ডাটার দিক দিয়ে কুচি কুঁচি করে কেটে নেব।আমি পাতা তৈরির জন্য এক কুঁচি ফেলে দেব আরেক কুঁচি রাখব আবার এক কুঁচি ফেলে দেব আবার একইভাবে রেখে দেব।এভাবে আমি পাতা তৈরি করে নেব।

  ★ধাপঃ 3

IMG_20210813_140407.jpg

IMG_20210813_140502.jpg

IMG_20210813_140418.jpg

IMG_20210813_140445.jpg

IMG_20210813_140431.jpg

IMG_20210813_140529.jpg

IMG_20210813_140538.jpg

3.আমি একইভাবে ছোট এবং বড়ো সাইজের সব পাতা তৈরি করে নেব।এরপর এক একটি পাতা হাত দিয়ে ঘুরিয়ে একটু বেকিয়ে নেব। তো সবগুলো পাতা বেকিয়ে আমি নারিকেল পাতার গঠন তৈরি করে নিলাম।

★ধাপঃ 4

CollageMaker_20210813_164821293.jpg

4.এরপর একটি গেরুয়া রঙের কাগজ নিয়ে মূল গাছ তৈরি করবো।কাগজটি পুরু করে ভেঁজে তার গায়ে সবুজ রঙের টেপ জড়িয়ে নেব এবং কাগজের এক মাথা ত্রিভুজ আকারে কেটে নেব কেচি দিয়ে।

★ধাপঃ 5

CollageMaker_20210813_165118408.jpg

5.এবার টেপ দিয়ে ছোট থেকে বড় পাতা একটার পর একটা ধাপে ধাপে সাজিয়ে দেব এবং টেপ জড়িয়ে দেব পাতার ডালের গায়ে।এভাবে সবগুলো পাতা লাগিয়ে নেব।এরপর একটু গেরুয়া কাগজে আঠা লাগিয়ে মূল গাছের নীচের কিছু অংশে লাগিয়ে দেব।

★ধাপঃ 6

CollageMaker_20210813_165327967.jpg

IMG_20210813_164029.jpg

6.এবার বোতলের কেটে রাখা নিচের অংশ নেব।তারপর মাঝখানে একটু আঠা লাগিয়ে গাছটি পুঁতে বসিয়ে দেব।

★ধাপঃ 7

CollageMaker_20210813_165428737.jpg

IMG_20210813_140620.jpg

7.আমি এখানে কয়েকটি কালো ও সাদা রঙের পাথর ধুয়ে নিয়েছি।এবার গাছের গোড়ার অংশে বোতলের ছোট কাটা অংশে কিছু বালি দেব এবং সাদা,কালো পাথর সাজিয়ে দেব।খেয়াল রাখতে হবে যে,গাছের নীচে গেরুয়া রঙের কিছু অংশ বাইরে বের করে রাখতে হবে।

★ধাপঃ 8

IMG_20210813_164255.jpg

IMG_20210813_164333.jpg

IMG_20210813_164310.jpg

IMG_20210813_164351.jpg

8.তো এভাবে আমি কৃত্রিম নারিকেল গাছের চারা বানিয়ে রোপণ করলাম।আপনারা ও বাড়িতে প্রাকৃতিক গাছ লাগাবেন মাটিতে।

IMG_20210813_164426.jpg

IMG_20210813_164457.jpg
আমার লোকেশন

আশা করি ,আমার বানানো" নারিকেল গাছের চারাটি" সবার কাছে ভালো লাগবে ।
আবারো একটু শ্লোগান দিয়ে শেষ করে দেব আজকের মতো।
"বেশি বেশি গাছ লাগান,
এবং পরিবেশকে বাঁচান"।।

সবাইকে ধন্যবাদ।সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015

Sort:  

Wonderful creativity from waste plastic bottles. You should convert your skill into a business.

Because, It saves environment also from waste management.

I did't understand this language but your photographs are awesome.

#followback #upvoteme #iamfromIndia

@printskill @ifly @teky @mguru @winy

 3 years ago 

As a bengali , i wrote my content with bengali language . As I shared this post from "amar bangla blog" community , For this reason I wrote bengali language. Many many thanks for visiting my post . Thanks you so much .

Thank you for quick reply. You can also upvote my post and let's support each other. https://steemit.com/india/@printskill/i-am-back-on-steemit

@printskill @ifly @teky @mguru @winy

 3 years ago 

এটা সত্যি অপূর্ব হয়েছে । অসাধারণ হয়েছে বোতলের তৈরী নারিকেল গাছের চারা ।

 3 years ago 

অশেষ ধন্যবাদ দাদা আপনাকে।আপনার সুন্দর মূল্যবান মন্তব্য আমাকে নতুন কিছু করার প্রতি উৎসাহ এবং উদ্দীপনা জাগাবে।অনেক অনেক ধন্যবাদ দাদা।

অনেক সুন্দর হয়েছে বোন নারকেলের চারাগাছটা। প্লাস্টিকের বোতল দিয়ে তৈরির ধাপগুলো বেশ সুন্দর এবং গোছালো ছিল। এতো সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভ কামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহ জাগাবে।

 3 years ago 

বাহ চমৎকার হয়েছে, প্লাস্টিকের বোতল দিয়ে নারকেলের চারা গাছ অসাধারণভাবে তৈরি করেছেন। নতুন কিছু শিখতে পেলাম। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনাদের একটু ভালোলাগা এবং কিছু শেখার অনুপ্রেরণা দিতে পেরে আমি বড়োই আনন্দিত।
ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।

 3 years ago 

শুভ কামনা আপু।

 3 years ago 

সুন্দর বানিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।এভাবেই আমাকে উৎসাহিত করে পাশে থাকবেন।

@green015 আপু অসাধারণ হয়েছে। আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি মুগ্ধ ।আমি আপনার কৃত্রিম নারকেল গাছের চারাটি দিয়ে আবার আমাদের পরিবেশ সম্পর্কে সোশ্যাল মেসেজ ও দিয়েছেন। আমার তো খুব ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।যে আপনি আমার বানানো জিনিসের পাশাপাশি মেসেজটাকে ও অনুধাবন করতে পেরেছেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার হয়েছে আপু মনি। নারকেলে ভরে যেক আপনার নারকেল গাছে। শুভ কামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

নারকেল এর চারা বানানো অনেক সুন্দর হয়েছে। আপনার প্রোজেক্টের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

সুন্দর একটি কারুকাজ শেয়ার করেছেন দিদি। খুবই ভালো লেগেছে । শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে দিদি শেয়ার করার জন্য ধন্যবাদ 💖

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59880.83
ETH 2301.55
USDT 1.00
SBD 2.50