"কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি"
নমস্কার
কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি:
ফটোগ্রাফি করাটা একটি আর্ট।প্রত্যেকটি ফটোগ্রাফির আলাদা বৈশিষ্ট্য রয়েছে।এই ফটোগ্রাফিগুলিও তেমনি প্রত্যেকটি আলাদা।আমি নবমী পূজা দেখতে গিয়ে একটা প্যান্ডেল থেকে সংগ্রহ করেছিলাম।প্রত্যেকটি ছবির পিছনে আলাদা বৈশিষ্ট্য ও বড় কাহিনী লুকিয়ে রয়েছে।আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সামান্য করে তুলে ধরলাম আরকি!আর প্রত্যেক ছবিতেই একটিই চরিত্র প্রাধান্য পেয়েছে তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা।এই ফটোগ্রাফিগুলি বর্ধমান স্টেশনের পাশে বাজে প্রতাপপুরের দুর্গাপূজা প্যান্ডেল থেকে তোলা হয়েছে।এখানে পূজার থিম ছিল দ্বারকা নগরী।যেখানে শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে পেইন্টিং এর মাধ্যমে।আর প্যান্ডেলটি ছিল অসাধারণ ও চোখ ধাঁধানো।তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----
আলোকচিত্র: 1
এই ছবিতে শ্রীকৃষ্ণ ও বলরামের বাল্যকালের দৃশ্য ফুটে উঠেছে।যেখানে মাখন বা ননী চুরির গল্প লুকিয়ে রয়েছে।মা যশোদার চোখ ফাঁকি দিয়ে চুপিচুপি মাখন চুরির প্ল্যান চলছিলো দুই ভাইয়ের।
আলোকচিত্র: 2
এই ছবিতে শ্রীকৃষ্ণের বিশ্বরূপকে তুলে ধরা হয়েছে।যিনি সমগ্র ভূমন্ডল বা বিশ্বকে একাই পরিচালনা করছেন।তিনিই মহাদেব, তিনিই বিষ্ণু,তিনিই ব্রহ্মা,তিনিই রাম এবং তিনিই নৃসিংহ অবতার।অর্থাৎ শ্রীকৃষ্ণ-ই একমাত্র সত্য বাকি সবই মিথ্যা এই বিশ্বব্রহ্মান্ডে।
আলোকচিত্র: 3
এখানে শ্রীকৃষ্ণের আরো একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।এই ছবির মন্দিরটি সম্ভবত কাশী কিংবা পুরীর কোনো মন্দির হবে।যাইহোক প্রতিটি ছবিই জীবন্ত বলে মনে হচ্ছিলো।
আলোকচিত্র: 4
এখানে সুন্দর একটি কৃষ্ণমূর্তি তৈরি করা হয়েছে।যেটা একেবারেই কালো রঙের ছিল এবং এই মূর্তির চারহাত ছিল।কৃষ্ণের লীলা বোঝা খুবই কঠিন।দুস্টুদের বিনাশ করতে তিনি নানা রূপ ধারণ করতেন।
আলোকচিত্র: 5
এবারের ছবিটি একই।তবে দুইপাশে দাঁড়িয়ে রয়েছে দুইজনরক্ষী।যারা সর্বদা পাহারাদারের কাজ করে চলেছে।প্যান্ডেলের ভিতরে সব দৃশ্য-ই দ্বারকা নগরীর।যার মধ্যে বৃন্দাবন, মথুরা, গোবর্ধন, কুরুক্ষেত্র এবং পুরী রয়েছে এবং এখানে 13 শতকের দ্বারকাধীশ মন্দির রয়েছে যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে।
আলোকচিত্র: 6
এটি হচ্ছে দ্বাররক্ষী।অতীতে জমিদার বাড়ির দ্বারে কিংবা কোনো সম্পদশালী মানুষের দ্বারে এই মানুষদের দেখা যেত।যারা খুবই লেঠেল হাতে যুদ্ধ করে থাকে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ পেইন্টিং গুলো যেন কথা বলছে।আপনি দারুন সব ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।সত্যি বলতে সবগুলো ফটোগ্রাফি জাস্ট মনোমুগ্ধকর ছিল,ধন্যবাদ।
হুম আপু,এগুলো সবই জীবন্ত বলে মনে হচ্ছিলো আর এগুলোর আলাদা আলাদা কাহিনীও রয়েছে।ধন্যবাদ আপনাকে।
আপনার পেইন্টিংয়ের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। প্রত্যেকটি পেইন্টিং এত সুন্দর ছিল যা মুগ্ধ করার মতই। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপু পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি আমার ফটোগ্রাফি পোষ্ট দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু উৎসাহ দেওয়ার জন্য।
হ্যাঁ ঠিক বলেছেন আপু প্রত্যেকটা ফটোগ্রাফি হচ্ছে একটা আর্ট। আর এক একটা ফটোগ্রাফির আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। আজকে আপনি অসাধারণ কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি করেছেন। সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা দিয়ে পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন। এবং পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার সাবলীল মতামত উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।