Diy-"রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো-"রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি"।
পৃথিবীতে সৃষ্টিকর্তা সব কিছুর মতোই এত এত ফুলও সৃষ্টি করেছেন এবং অফুরন্ত রঙের মিশেল ঘটিয়েছেন যে আমাদের কল্পনা বা স্বপ্নের রাজ্যের অজানা ফুলগুলিও মনে হয় বাস্তবের ফুলের সঙ্গে মিলে যায়।হয়তোবা সেগুলো আমাদের চোখের অন্তরালে কোথাও থেকে যায়।যেকোনো ফুল সৌন্দর্য্য ও পবিত্রতার প্রতীক ।যেকোনো ভালো কিছু ফুলের সঙ্গে তুলনা করা হয় সকলের আগে।যেমন-ফুলের মত কোমল হৃদয় ইত্যাদি। আর ফুল আমি ভীষণ পছন্দ করি তাই অনেক দিন পর রঙিন কাগজ দিয়ে সুন্দর দুটি ফুল তৈরি করে ফেললাম।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---
■উপকরণসমূহ:
1.রঙীন কাগজ ( হলুদ ও নীল)
2.স্কেল
3.কেচি
4.পেনসিল
5.আঠা
■প্রস্তুতিকরন:
👉🏿প্রথমে আমি diy তৈরীর বিভিন্ন উপকরণগুলো নিয়ে নিলাম।যেমন-স্কেল,রঙিন কাগজ,আঠা,কেচিসহ বিভিন্ন উপকরনসমূহ।
👉🏿এবারে আমি (3.5 × 15 cm) সাইজের একটি হলুদ রঙের কাগজ কেটে নিলাম।
👉🏿এরপর কাগজটি মাঝবরাবর ভাঁজ করে নিলাম সমান করে।
👉🏿এবারে আরো দুটি ভাঁজ দিয়ে কাগজটি ছোট সাইজের করে নিলাম।
👉🏿এরপর কেচি দিয়ে ভাঁজ দেওয়া কাগজের পাশ কুচি কুচি করে কেটে নেব।
👉🏿কাগজটি এভাবে কুচি করে কেটে নেওয়ার পর একভাজ খুলে নিলাম।
👉🏿এরপর কাগজের সম্পূর্ণ ভাঁজ খুলে নেব।
👉🏿এবারে কাগজের এক পাশে আঠা লাগিয়ে নেব আঙুল দিয়ে।তো আমার আঠা লাগিয়ে নেওয়া হয়ে গেছে।
👉🏿এরপর কাগজের অন্য পাশটি আঠা লাগানো কাগজের পাশের সঙ্গে আটকে নেব।সবশেষে হলুদ কাগজটি গুটিয়ে ছোট করে নিয়ে আঠা দিয়ে আটকে নেব।
👉🏿তো আমার ফুলের ভিতরের হলুদ অংশটি তৈরি করা হয়ে গেল।
👉🏿এরপর একটি (4 × 29 cm) সাইজের নীল রঙের কাগজ নিয়ে নিলাম।একটি স্কেল দিয়ে কাগজের একটু অংশ লম্বা করে দাগ দিয়ে নিলাম।
👉🏿কাগজটি দুই ভাঁজ দিয়ে ছোট করে নিলাম।
👉🏿এরপর কেচি দিয়ে এভাবে ছবির মতো করে কেটে নিলাম ছোট ছোট করে দাগ অব্দি।
👉🏿তো সম্পূর্ণ কাগজটি কেটে নেওয়া হয়ে গেলে ভাঁজ খুলে নেব।
👉🏿এবারে নীল রঙের কাগজটির একপাশে একটু আঠা লাগিয়ে হলুদ রঙের অংশটি আটকে নিয়ে ঘুরিয়ে পুনরায় আঠা লাগিয়ে আটকে নেব।
👉🏿তো নীল রঙের কাগজটি হলুদ রঙের কাগজের সঙ্গে আটকে নেওয়া হয়ে গেছে।
👉🏿এরপর একটি পেন্সিলের সাহায্যে নীল রঙের কাগজের পাপড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটি ফুটন্ত করে নেব।
👉🏿তো ফুলটি আমার তৈরি করা হয়ে গেল।একইভাবে একই সাইজের ও রঙের কাগজ দিয়ে আমি আরেকটি ফুল তৈরি করে নেব।
👉🏿তো দুটি ফুলই আমার তৈরি করা হয়ে গেছে।সবশেষে আমার তৈরি করা হয়ে গেল"রঙিন কাগজ দিয়ে ফুল"।এগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
রঙিন কাগজের প্রজেক্ট গুলো আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আপনি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। দেখতে দারুণ ছিলো।
ধন্যবাদ ভাইয়া।😊
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি বাহ দারুন হয়েছে। এসব কাজ আমার ভীষণ ভালো লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
সত্যিই ভাইয়া, আমার ও খুব ভালো লাগে diy করতে।অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে অনেক সুন্দর লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে ফুল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আপনার ফুল তৈরি করার উপস্থাপন খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।
দেখছি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি প্রত্যেকটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি ফুলের ডিজাইন টা খুব সুন্দর দিয়েছেন। তাছাড়া কাগজের কালার কম্বিনেশন টাও বেশ ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। বিশেষ করে কালারটি আমার কাছে খুব অসাধারণ লাগলো। নিখুঁতভাবে কাজটি আপনি সম্পূর্ণ করেছেন। সত্যি অসাধারণ আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে দারুন দুটি ফুল তৈরি করেছেন আপু। এত সুন্দর ফুল বানিয়ে ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু,ঘর সাজাতে এই ফুলের তুলনা হয় না।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুল দুটি বেশ চমৎকার হয়েছে ।দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল ।কসমস ফুলের সঙ্গে অনেক মিল আছে ।আপনার কাগজের কালার টি সুন্দর হওয়ার কারণে ফুল দুটিকে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
কসমস ফুল,দারুণ বলেছেন তো।অনেক ধন্যবাদ আপু,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ।
রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার দুটি ফুল তৈরি করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে এবং নিখুঁত ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে ফুল তৈরি করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাগজের কারুকাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর করে সবকিছু র্বণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্য ব্যক্ত করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল বানিয়েছেন আপু। অনেক ভাল লাগছে দেখে। অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইল আপনার জন্য
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ আপুতো খুবই চমৎকার দুইটি ফুল তৈরি করেছেন রঙ্গিন কাগজ দিয়ে বেশ ভালো লাগছে দেখতে। আসলে এ ধরনের কাজ গুলো যদিও অনেক সময় ধরে নিয়ে করতে হয় কিন্তু কাজগুলো করতে খুবই ভালো লাগে আমারও। অসংখ্য ধন্যবাদ আপু শুভকামনা অবিরাম আপনার জন্য।
আপনার কাছে ফুলগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে আমাদের মাঝে ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার ফুল তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর একটি পোস্ট তৈরী করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত রঙিন কাগজের ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় ছিল। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনি একদম ঠিক কথা বলেছেন যদি প্রত্যেকটি ফুলি হচ্ছে পবিত্রতার প্রতীক।
আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার একটা পদ্ধতি শেয়ার করেছেন দিদি। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি ফুল তৈরি করতে হয়।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
কাগজ কেটে কিভাবে ফুল তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। মজার বিষয় হচ্ছে নীল রঙের ফুলের পাপড়ি আজকেই প্রথম দেখলাম একটু ভিন্ন রকমের ছিল। তাছাড়া কাগজ কতটুকু মাপ নিয়ে কাটতে হয় আপনি সেটাও আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দিদি।
হ্যাঁ ভাইয়া, এই ফুলগুলি তৈরি করতে হলে মাপ করে কেটে নিতে হয়, ধন্যবাদ ভাইয়া।
প্রথম দেখায় যে কেউ ভাববে এটি সত্যি কারের ফুল। কারন অমনই দেখাচ্ছে। সুন্দর হয়েছে দিদি আপনার কাগজ দিয়ে বানানো এই ফুলটি। ধাপে ধাপে সুন্দর করে বানিয়েছেন। শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
সত্যি দারুন হয়েছে ফুলটি তৈরী । প্রতিটি ধাপে সুন্দর বোঝা গেল কিভাবে ফুলটি তৈরী হল।
এটাকেই বলে অরিজিনাল ক্রিয়েটিভিটি। ধন্যবাদ বোন।
সবই আপনাদের আশীর্বাদ এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা দাদা।আমি সবসময় সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি।ভবিষ্যতের জন্য ও আশীর্বাদ করবেন।অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে😊💐.
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি ফুলগুলো তৈরি করেছেন। কাগজ শিল্প আমার বরাবরই খুব পছন্দের। অবসর সময় পেলেই কাগজ দিয়ে নানারকম ছোট ছোট জিনিসগুলো বানাতে খুব ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি করার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।
অনেক সুন্দর মন্তব্য করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালারটা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুব সুন্দর দুটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নতুন করে নতুন ফুল তৈরি করার অভিজ্ঞতা অর্জন করতে পারলাম আপনার এই পোস্টের মধ্য দিয়ে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন আপু। রঙিন কাগজের কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার প্রতিটি কাজ খুব নিখুঁতভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন করেন। আপনার কাছ থেকে এই ব্যাপারটা আমি সবসময় শিখে থাকি। এবারেও আপনি তার ব্যতিক্রম করেননি। অনেক ধন্যবাদ আপু এবং আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।
অনেক ধন্যবাদ আপু ,আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।💝
আপনি নীল এবং হলুদ রঙের সংমিশ্রণে এত সুন্দর একটি ফুল তৈরি করেছেন যা দেখতে সত্যি অসাধারণ এবং বাস্তব মনে হচ্ছে। কাগজ দিয়ে এত সুন্দর করে আমাদের মাঝখানেপ্রতিটি স্টেপ দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু
ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।