Diy-"রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো-"রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি"।

পৃথিবীতে সৃষ্টিকর্তা সব কিছুর মতোই এত এত ফুলও সৃষ্টি করেছেন এবং অফুরন্ত রঙের মিশেল ঘটিয়েছেন যে আমাদের কল্পনা বা স্বপ্নের রাজ্যের অজানা ফুলগুলিও মনে হয় বাস্তবের ফুলের সঙ্গে মিলে যায়।হয়তোবা সেগুলো আমাদের চোখের অন্তরালে কোথাও থেকে যায়।যেকোনো ফুল সৌন্দর্য্য ও পবিত্রতার প্রতীক ।যেকোনো ভালো কিছু ফুলের সঙ্গে তুলনা করা হয় সকলের আগে।যেমন-ফুলের মত কোমল হৃদয় ইত্যাদি। আর ফুল আমি ভীষণ পছন্দ করি তাই অনেক দিন পর রঙিন কাগজ দিয়ে সুন্দর দুটি ফুল তৈরি করে ফেললাম।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20220626_171902.jpg

■উপকরণসমূহ:

1.রঙীন কাগজ ( হলুদ ও নীল)
2.স্কেল
3.কেচি
4.পেনসিল
5.আঠা

IMG_20220626_172128.jpg

■প্রস্তুতিকরন:

IMG_20220626_170650.jpg

👉🏿প্রথমে আমি diy তৈরীর বিভিন্ন উপকরণগুলো নিয়ে নিলাম।যেমন-স্কেল,রঙিন কাগজ,আঠা,কেচিসহ বিভিন্ন উপকরনসমূহ।

IMG_20220626_170729.jpg

👉🏿এবারে আমি (3.5 × 15 cm) সাইজের একটি হলুদ রঙের কাগজ কেটে নিলাম।

IMG_20220626_170743.jpg

👉🏿এরপর কাগজটি মাঝবরাবর ভাঁজ করে নিলাম সমান করে।

IMG_20220626_170823.jpg

👉🏿এবারে আরো দুটি ভাঁজ দিয়ে কাগজটি ছোট সাইজের করে নিলাম।

IMG_20220626_170907.jpg

👉🏿এরপর কেচি দিয়ে ভাঁজ দেওয়া কাগজের পাশ কুচি কুচি করে কেটে নেব।

IMG_20220626_171210.jpg

👉🏿কাগজটি এভাবে কুচি করে কেটে নেওয়ার পর একভাজ খুলে নিলাম।

IMG_20220626_171222.jpg

👉🏿এরপর কাগজের সম্পূর্ণ ভাঁজ খুলে নেব।

IMG_20220626_171048.jpg

👉🏿এবারে কাগজের এক পাশে আঠা লাগিয়ে নেব আঙুল দিয়ে।তো আমার আঠা লাগিয়ে নেওয়া হয়ে গেছে।

IMG_20220626_171357.jpg

👉🏿এরপর কাগজের অন্য পাশটি আঠা লাগানো কাগজের পাশের সঙ্গে আটকে নেব।সবশেষে হলুদ কাগজটি গুটিয়ে ছোট করে নিয়ে আঠা দিয়ে আটকে নেব।

IMG_20220626_171415.jpg

👉🏿তো আমার ফুলের ভিতরের হলুদ অংশটি তৈরি করা হয়ে গেল।

IMG_20220626_171540.jpg

👉🏿এরপর একটি (4 × 29 cm) সাইজের নীল রঙের কাগজ নিয়ে নিলাম।একটি স্কেল দিয়ে কাগজের একটু অংশ লম্বা করে দাগ দিয়ে নিলাম।

IMG_20220626_171556.jpg

👉🏿কাগজটি দুই ভাঁজ দিয়ে ছোট করে নিলাম।

IMG_20220626_171613.jpg

👉🏿এরপর কেচি দিয়ে এভাবে ছবির মতো করে কেটে নিলাম ছোট ছোট করে দাগ অব্দি।

IMG_20220626_171628.jpg

👉🏿তো সম্পূর্ণ কাগজটি কেটে নেওয়া হয়ে গেলে ভাঁজ খুলে নেব।

IMG_20220626_171742.jpg

👉🏿এবারে নীল রঙের কাগজটির একপাশে একটু আঠা লাগিয়ে হলুদ রঙের অংশটি আটকে নিয়ে ঘুরিয়ে পুনরায় আঠা লাগিয়ে আটকে নেব।

IMG_20220626_171804.jpg

👉🏿তো নীল রঙের কাগজটি হলুদ রঙের কাগজের সঙ্গে আটকে নেওয়া হয়ে গেছে।

IMG_20220626_171943.jpg

👉🏿এরপর একটি পেন্সিলের সাহায্যে নীল রঙের কাগজের পাপড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটি ফুটন্ত করে নেব।

IMG_20220626_172009.jpg

👉🏿তো ফুলটি আমার তৈরি করা হয়ে গেল।একইভাবে একই সাইজের ও রঙের কাগজ দিয়ে আমি আরেকটি ফুল তৈরি করে নেব।

IMG_20220626_172023.jpg

👉🏿তো দুটি ফুলই আমার তৈরি করা হয়ে গেছে।সবশেষে আমার তৈরি করা হয়ে গেল"রঙিন কাগজ দিয়ে ফুল"।এগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজের প্রজেক্ট গুলো আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আপনি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। দেখতে দারুণ ছিলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।😊

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি বাহ দারুন হয়েছে। এসব কাজ আমার ভীষণ ভালো লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

সত্যিই ভাইয়া, আমার ও খুব ভালো লাগে diy করতে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে অনেক সুন্দর লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে ফুল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আপনার ফুল তৈরি করার উপস্থাপন খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

দেখছি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি প্রত্যেকটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি ফুলের ডিজাইন টা খুব সুন্দর দিয়েছেন। তাছাড়া কাগজের কালার কম্বিনেশন টাও বেশ ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। বিশেষ করে কালারটি আমার কাছে খুব অসাধারণ লাগলো। নিখুঁতভাবে কাজটি আপনি সম্পূর্ণ করেছেন। সত্যি অসাধারণ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন দুটি ফুল তৈরি করেছেন আপু। এত সুন্দর ফুল বানিয়ে ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,ঘর সাজাতে এই ফুলের তুলনা হয় না।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুল দুটি বেশ চমৎকার হয়েছে ।দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল ।কসমস ফুলের সঙ্গে অনেক মিল আছে ।আপনার কাগজের কালার টি সুন্দর হওয়ার কারণে ফুল দুটিকে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

কসমস ফুল,দারুণ বলেছেন তো।অনেক ধন্যবাদ আপু,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার দুটি ফুল তৈরি করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে এবং নিখুঁত ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে ফুল তৈরি করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাগজের কারুকাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর করে সবকিছু র্বণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্য ব্যক্ত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.11
JST 0.034
BTC 66361.53
ETH 3253.14
USDT 1.00
SBD 4.43