Diy-এসো নিজে করি|"একটি মেয়ের অঙ্কিত চিত্ৰ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অঙ্কন নিয়ে।
বন্ধুরা, হেমন্তের আগমনে দেখা দিয়েছে হালকা শীতের আমেজ।শীত মানেই ভোজন ও ঘুমিয়ে দিন কাটানো নয়তো বাইরে কোথাও ভ্রমণ করে মজা।আবার শীতকালে মানুষ বেশি শৌখিন ও আরামপ্রিয় হয়ে ওঠে।যাইহোক শীতকাল এলেই এর প্রভাব দেখা দেবে।তো কথা না বাড়িয়ে চলুন অঙ্কন শুরু করা যাক---

IMG_20211101_194810.jpg
আমার লোকেশন

উপকরণ:

1.পেনসিল
2.রবার
3.স্কেল
4.সাদা কাগজ

IMG_20211101_195011.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20211101_194330.jpg

●প্রথমে আমি অঙ্কনের সব উপকরণগুলি নিয়ে নিলাম ।

ধাপঃ 2

IMG_20211101_194349.jpg

●একটি পেনসিল ও স্কেল দিয়ে দুটি ত্রিভুজাকার দাগ দিয়ে নেব ।

ধাপঃ 3

IMG_20211101_194404.jpg

●পেনসিল দিয়ে দেওয়া দাগের লাগোয়া করে মেয়েটির হাত অঙ্কন করে নিলাম।

ধাপঃ 4

IMG_20211101_194425.jpg

●এরপর অন্য হাতটিও একইভাবে অঙ্কন করে নিলাম।

ধাপঃ 5

IMG_20211101_194447.jpg

●এবার মেয়েটির গায়ের জামা অঙ্কন করে নেব।

ধাপঃ 6

IMG_20211101_194524.jpg

●এরপর মেয়েটির চুল একে নেব এবং জামার গায়ে দাগ কেটে কেটে ডিজাইন করে নেব।

ধাপঃ 7

IMG_20211101_194555.jpg

●মেয়েটির চুলের অংশ পেনসিল দিয়ে হালকা পেনসিল সেপ দিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20211101_194642.jpg

●এবার মেয়েটির চুল 8b পেনসিল দিয়ে সেপ দিয়ে কালো করে নিলাম।

ধাপঃ 9

IMG_20211101_194742.jpg

●এছাড়া মেয়েটির জামার গায়ে ও পেনসিল সেপ করে নেব।

ধাপঃ 10

IMG_20211101_194832.jpg

●সবশেষে নিজের নামটি লিখে দিলাম।

IMG_20211101_194859.jpg

তো অঙ্কন করা হয়ে গেল "একটি মেয়ের চিত্ৰ"।আশা করি আমার অঙ্কিত চিত্রটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

একটি মেয়ের চিত্র আপনি নিখুঁত ভাবে অঙ্কন করেছেন আপু। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি আপু।অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

 3 years ago 

আপু আপনার অঙ্কন সব সময় খুব ভালো হয়। আজকে অঙ্কণটি ও আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তবে আজকের অংকন এর মধ্যে একটি জিনিস আমার খুবই ভালো লেগেছে। যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে তা হচ্ছে মেয়েটির চুল গুলো। দেখে মনে হচ্ছে হাওয়ায় উড়ছে! আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন সবকিছু অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু,চুলগুলো খোলা হওয়ায় মেলে দিয়েছি।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এমন একটা ছবি মনে হয় সিয়াম ভাই অংকন করেছিল। মোটামুটি ভালোই হইছে আপু। এই ভাবেই এগিয়ে গেলে ইনশাল্লাহ সামনে অনেক ভালো অংকন করতে পারবেন আমার মনে হয়। সব সময় দোয়া রইল বোন।

 3 years ago 

@saifulrajuভাইয়া আপনি বললেন ,তাই আমি সিয়াম ভাইয়ার অঙ্কিত প্রত্যেকটি ছবিগুলো চেক করে দেখলাম।আসলে আমি যা করি সম্পূর্ণ আমার মনের মতো।কাউকে দেখে কখনোই করি না, কারন আমি নিজেকে সবসময় ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করি ।তবে কোনো কোনো সময় কারো সঙ্গে মিলে যেতেই পারে, তবে পুরোপুরি এক নয়,কিছুটা ভিন্নতা অবশ্যই থাকে ।আপনি খেয়াল করলে দেখবেন, সিয়াম ভাইয়ার ছবিগুলো আমার মতো পিছন সাইডের কিন্তু আমার থেকে সম্পূর্ণ আলাদা।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

একটি মেয়ের অঙ্কিত চিত্র অনেক সুন্দর হয়েছে দিদি। প্রতিটি ধাপ একদম পরিষ্কার ভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপনার অঙ্কন দেখে। আপনার অঙ্কন করার দক্ষতা আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অঙ্কন চিত্র আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনার হাতের কাজও খুবই সুন্দর।

 3 years ago 

আপু আপনার ড্রইং টি অনেক সুন্দর হয়েছে। বরাবরের মতোই সুন্দর ড্রইং করেছেন। সুন্দর করে প্রত্যেকটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে মেয়েটির জামাটি অনেক সুন্দর লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।আপনার সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম।

 3 years ago 

মেয়েটির ছবি বেশ সুন্দর হয়েছে। তবে সবচাইতে মেয়েটির চুল গুলো বেশি সুন্দর লাগছে। সুন্দর পেন্সিলের ছবি এসে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার নিজ হাতে তৈরি মেয়েটির ছবি দেখতে বেশ সুন্দর হয়েছে। আরো সুন্দর করে তুলেছে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করে। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য শুনে উৎসাহ পেলাম।

 3 years ago 

দিদি পেন্সিল দিয়ে অসাধারন একটি মেয়ের চিত্র একেছেন।খুব সুন্দর লাগছে দেখতে।আপনি আকানোর ধাপ গুলো ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 3 years ago 

খুব সুন্দর করে একেছেন আপু ।দেখতে ভালোই লাগতেছে ।ধাপে ধাপে উপস্থানটীও সুন্দর হয়েছে ।ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি খুবই দক্ষতার সাথে একটি মেয়ের চিত্র অঙ্কন করেছেন। মেয়েটির চিত্রটি খুবই সুন্দর হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69101.20
ETH 3740.70
USDT 1.00
SBD 3.76