শারদীয়া কনটেস্ট ১৪৩১: "অষ্টমী/নবমী দুর্গাপূজার ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ23 days ago

নমস্কার

বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন।আজ আমি @rme দাদার আয়োজিত শারদীয়া ১৪৩১ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আসলে এই বছর দুর্গাপূজা দেখবার অতটা ইচ্ছে ছিল না আমার।তবুও একদিন বের হয়ে ছিলাম দুর্গাপূজা দেখতে।তবে আমি ভেবেছিলাম পুসের চক্করে হয়তো এই কন্টেস্টের কথা সবাই ভুলেই গিয়েছে।কিন্তু দেরিতে হলেও শারদীয়া কন্টেস্টের আয়োজন করা হয়েছে দেখে ভীষণ-ই ভালো লেগেছে।এইজন্য দাদাকে জানাই অশেষ ধন্যবাদ।

IMG_20241031_215458.jpg
লোকেশন

★অষ্টমী/নবমী দুর্গাপূজা দেখার জন্য যাত্রা:

আমি মূলত অষ্টমী/নবমী পূজার দিন বের হয়েছিলাম ঠাকুর দেখতে।কারণ এ বছর অষ্টমী ও নবমী পূজা এক দিনেই পড়েছিল।তাছাড়া প্রথম থেকেই ইচ্ছে ছিল এই বছর কোনো পাড়ার পূজা দেখবো না,একেবারে বর্ধমান শহরের পূজা দেখবো।তাই সেভাবেই বেরিয়ে পড়েছিলাম খুবই ভোরে।যদিও প্রথমে বাসের জন্য আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিলো, তারপর শেষমেশ টোটো ধরে স্টেশন পৌঁছাতে পৌঁছাতে একটি ট্রেন মিস করে এক ঘন্টা বসে থাকতেও হয়েছিল পরবর্তী ট্রেনের জন্য।যাইহোক তারপরও সেইদিন আমি বর্ধমান শহরে মোট ছয়টি ঠাকুর দর্শন করেছিলাম।তার মধ্যে পাঁচটি প্যান্ডেল ও একটি স্থানীয় ছোট পূজা ছিল।ইতিমধ্যে আমার দুটি প্যান্ডেল শেয়ার করা শেষ হয়ে গিয়েছে কন্টেস্ট আয়োজনের পূর্বে।যাইহোক এটি যেহেতু ফটোগ্রাফি কন্টেস্ট সেহেতু আমি কয়েকটি আলাদা পান্ডেলের ফটোগ্রাফি শেয়ার করতে পারবো।আসলে কলকাতার পরেই বর্ধমানের বেশ নাম ও পরিচিতি রয়েছে।তাছাড়া এখানে জমিদার বাড়ির অনেক পূজাও রয়েছে, যেগুলো পুরোনো দিনের ঐতিহ্য বহন করে।তো চলুন একটি পূজা প্যান্ডেল দেখে নেওয়া যাক---

★বর্ধমানের পূজা প্যান্ডেল ,ক্লাব ও থিমের নামসহ কিছু সংক্ষিপ্ত বর্ণনা :(তারিখ ও সময়সহ)

বর্ধমান স্টেশনে বাজে প্রতাপপুরের পূজা দেখা শেষ করে আমরা বাস ধরে জিডি রোড দিয়ে পূজা মন্ডপে পৌছালাম।বাস থেকে নেমে তারপর জিডি রোড পার করেই চলে গেলাম সবুজ সংঘ ক্লাবের দুর্গামা দর্শন করতে।

সবুজ সংঘ ক্লাবের দুর্গামা দর্শন

◆থিমের নাম: (স্বামীনারায়ন মন্দির)

IMG_20241031_215532.jpg
লোকেশন

IMG_20241031_232711.jpg

এই ক্লাবের প্যান্ডেলটি রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছে।পান্ডেলের বাইরের পুরো কারুকাজ যেমন অপূর্ব ছিল তেমনি ভিতরের সৌন্দর্য্যও।এই প্যান্ডেলের সমস্ত কারুকাজ তৈরি করা হয়েছিল সোলা দিয়ে।ভারতের অনেক স্থানেই স্বামীনারায়ন মন্দিরের অসম্ভব সুন্দর ভাস্কর্য এর উল্লেখ পাওয়া যায়।

IMG_20241031_215602.jpg

IMG_20241031_232651.jpg

IMG_20241031_215621.jpg
লোকেশন

প্যান্ডেলের ভিতরে ঢুকলেই মনে হচ্ছিলো কোনো এক রাজপ্রাসাদে প্রবেশ করেছি যেন।পুরো প্যান্ডেলের ভিতরে নীল রঙের আলোকসজ্জা ছিল।বিভিন্ন ধরনের দেব-দেবীর ভাস্কর্য ও হাতি,পাখি ইত্যাদি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভিতরের দেওয়ালে ও স্তম্ভের উপর।

IMG_20241031_232727.jpg

IMG-20241031-WA0003.jpg
লোকেশন

এটা হচ্ছে দূর্গামায়ের অপূর্ব মূর্তি।অনেকেই মায়ের সামনে বসে গানের আসর জমিয়েছিলো।এই ফুলের দৃশ্যটি ছিল পান্ডেলের ভিতরে উপরের যেটাও সোলা দিয়ে তৈরি ছিল।সম্পূর্ণ কাজ খুবই নিখুঁত ও সুন্দর দেখতে ছিল।প্রত্যেক বছরের মতো এই বছরও মানুষের মন কেড়ে নিয়েছিলো এই প্যান্ডেলের দৃশ্যগুলি।

IMG_20241031_215648.jpg

IMG_20241031_215703.jpg
লোকেশন

দিনের বেলাও বেশ ভিড় ছিল প্যান্ডেলের মধ্যে।সবাই ভিডিও ও নিজেদের ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলো।আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম তাই অনেকটা সময় নিয়ে প্যান্ডেলগুলি দর্শন করতে পেরেছিলাম।

IMG_20241031_232609.jpg

IMG_20241031_230517.jpg
লোকেশন

সবশেষে এই বিরাট আকারের সমুচা দুটি রাখা হয়েছিলো আমাদের দর্শকদের জন্য।আমাদের দেশে পূজা প্যান্ডেল ও আলোকসজ্জাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই রাতেরবেলা এগুলো বেশি সুন্দর দেখতে লাগে।যদিও আমি দিনের বেলা গিয়েছিলাম পূজা দেখতে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2 ও redmi note 10 pro max
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

Thanks.

 22 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শারদীয়া দূর্গা পূজার বেশ কিছু ফটোগ্রাফি দিয়ে শারদীয়া কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী অসাধারণ হয়েছে আপু। আপনি বেশ দারুন ভাবে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো।

 22 days ago 

আপনার সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 22 days ago 

দারুন কয়েকটি পূজা মন্ডপের ছবি সুন্দর ব্যাখ্যা সমেত পোস্ট করলে বোন। তোমার এই পোষ্টের কল্যাণে অনেকগুলি নতুন প্যান্ডেলের ছবি দেখতে পেলাম। আবার যেন দুর্গাপূজা ফিরে পেলাম।। প্রতিযোগিতার জন্য তোমার অংশগ্রহণ প্রত্যাশিতই ছিল। তোমার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল।

 22 days ago 

দাদা ,এখনো আরো দুটি প্যান্ডেল শেয়ার করবো।আশা করি এভাবেই পাশে থেকে উৎসাহ দিবেন সুন্দর মন্তব্য দ্বারা,অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 97772.99
ETH 3406.15
USDT 1.00
SBD 3.27