আমার কলেজ ক্যাম্পাসের বসন্তে ফুলের ফটোগ্রাফি পর্ব- 3||(10% বেনিফেসিয়ারী প্রিয় লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন সৃষ্টিকর্তার আশীর্বাদে।আজ আমি আবারো হাজির হলাম বসন্তের কিছু নতুন ফুলের ঝুলি সাজিয়ে।তো চলুন শুরু করা যাক--

বসন্তের ফুল

বসন্ত মানেই নতুন কিছু বহন করা সবকিছুরই ক্ষেত্রে ।এইজন্যই বোধহয় বসন্তকে ঋতুরাজ বলা হয়।তবে বসন্তে প্রাকৃতিক সৌন্দর্য নতুন রূপে ধরা দেয়,বিশেষ করে ফুলের রাজ্যে।ফুলের সৌন্দর্য তার রঙের মধ্যে থাকে।বিভিন্ন রঙের সমন্বয়ে বিভিন্ন আকৃতির ফুল গঠিত হয় যা সত্যিই মুগ্ধ করার মতো।বসন্তকালে যে গাছে গাছে কত রকমের ফুল ফুটে থাকে তার ইয়ত্তা নেই।নাম না জানা হাজারো ফুল বসন্তে এসে দোলা দেয় ভ্রমরের মনে ও প্রকৃতি প্রেমীদের মনে।

CollageMaker_20220223_144826473.jpg

★লাল ন্যাস্টারসিয়াম ফুল

আলোকচিত্র - 1

IMG_20220223_144447.jpg

◆এটি একটি লাল ন্যাস্টারসিয়াম ফুল।এই ফুলকে বসন্তকালের শ্রেষ্ঠ ফুল বলা যেতে পারে।এটি অনেক রঙের হয়ে থাকে।তবে এই ফুলগুলো বেশি জল সহ্য করতে পারে না।অতিরিক্ত জল পেলে মারা যায়।এটি বেলে মাটিতেই ভালো জন্মায়।

আলোকচিত্র - 2

IMG_20220223_144402.jpg
লোকেশন

আলোকচিত্র - 3

IMG_20220223_144502.jpg

◆5 টি পাপড়ির সমন্বয়ে গঠিত ফুলটি দেখতে খুবই সুন্দর।একটি গাছ ভালোভাবে পরিচর্যা করলে অনেক ফুল ধরতে পারে।এই ফুল গাছগুলি লতানো আকারের।আমার কাছে কিছুটা মিষ্টি কুমড়া গাছের পাতার মতো লাগে এই ফুলের পাতাগুলো।এই লাল ফুলটির মাঝখানে হলুদের মিশ্রণ রয়েছে।

★হলুদ ন্যাস্টারসিয়াম ফুল

আলোকচিত্র - 4

IMG_20220223_144438.jpg

আলোকচিত্র - 5

IMG_20220223_144421.jpg

◆এটি একটি হলুদ ন্যাস্টারসিয়াম ফুল।এই ফুলের মধ্যে আবার লাল রঙের কম্বিনেশন দেখা যায়।একটি সাধারণ ফুল মন থেকে দেখলে বোঝা যাবে ফুলের মধ্যে ও হাজারো কিছু অঙ্কিত আছে।এই ফুলের কুঁড়ি আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে।কিছুটা শাপলা কিংবা পদ্ম ফুলের কুঁড়ির মতো সুন্দর দেখতে।ফুলটি একটি ডাটার উপর ভর করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে।ফুলের বৃন্তের পাশ দিয়ে সরু একটি ফুলের লম্বা অংশ বের হয়ে আসে যা দেখলে মনে হয় ফুলটি আঠা দিয়ে লাগানো রয়েছে ডাটার উপরে।এটিই মনে হয় এই ফুলের বিশেষত্ব।

★ গাড় গোলাপি ভারবেনা ফুল

আলোকচিত্র - 6

IMG_20220223_144344.jpg
লোকেশন

◆এটি একটি ভারবেনা প্রজাতির ফুল।এই ফুলকে বিভিন্ন নামে ডাকা হয় একটু পরিবর্তন করে।যেমন-ভার্বেনা, ভারবিনা ইত্যাদি নামে।এই ফুল গাছ সাইজে ছোট হয় কিন্তু এটি অত্যন্ত ঝাকড়া হয়।এই ফুল অনেক রঙের হয়ে থাকে।এটি গাড় গোলাপি রঙের ভারবেনা ফুল।ফুলগুলো ছোট হলেও দেখতে বেশ চমকপ্রদ।

★লাল ভারবেনা ফুল

আলোকচিত্র - 7

IMG_20220223_144326.jpg

◆এটি একটি লাল রঙের ভারবেনা ফুল।এই ফুল থোকা থোকায় ধরে থাকে, কিছুটা রঙ্গন ফুলের মতো।একটি গাছে অনেক ভারবেনা ফুল ধরে থাকে।তাছাড়া এই ফুলগুলো বেশ মনমুগ্ধকর হয়।ফুলটি ভালোভাবে লক্ষ্য করলে প্রত্যেকটি ফুল যে রঙ স্পষ্টই করে গড়ে উঠুক না কেন তাতে তিনটি রং চোখে পড়ে।

★বেগুনি ভারবেনা ফুল

আলোকচিত্র - 8

IMG_20220223_144315.jpg

◆এটি একটি বেগুনি ভারবেনা ফুল।প্রত্যেকটি ফুলের ঠিক মাঝে সাদা রঙের কম্বিনেশন থাকবেই।কোনো কোনো সময় এই ফুলের রঙের কিছুটা পরিবর্তন চোখে পড়ে।এখানে বেগুনি রঙের দুই প্রকার ফুল রয়েছে।হালকা বেগুনি ও গাড় বেগুনি রঙের।বাজারগুলোতে এই ফুল গাছের চারার ব্যাপক চাহিদা রয়েছে।

★ঘিয়ে সাদা ভারবেনা ফুল

আলোকচিত্র - 9

IMG_20220223_144302.jpg
লোকেশন

◆এই গাছে সবে ফুল ফুটছে।সেটিও আবার দুইটি রঙের মিশ্রনে ,ভারী সুন্দর দেখতে লাগছিল ঘিয়ের সঙ্গে সাদা ভারবেনা ফুলগুলো।সাদা ফুলগুলো আমার কাছে অন্য ভারবেনা ফুলের থেকে ব্যতিক্রম দেখতে লাগছিল।

চকোলেট জার কেক

IMG_20220223_144534.jpg
◆সবশেষে আমরা তিন বন্ধু মিলে তিনটি চকোলেট জার কেক কিনে খেয়েছিলাম মিও থেকে।এটি খেতে অসাধারণ টেস্টি ছিল।এইজন্যই হয়তো ছোট একেকটি কেকের দাম 50 টাকা ছিল।এটি ছিল ডিম ছাড়া ,খুবই মজার খেতে ছিল চকোলেট জার কেকটি।

আজ এই পর্যন্ত,আবারো নতুন নতুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হবো পরের পর্বে।আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপু আপনার কলেজে অনের রকমের ফুল গাছ।এর আগের পোস্টের গাছগুলো যেমন সুন্দর। আজকের পোস্টের গাছগুলো ও ফুলগুলো ও বেশ সুন্দর। ভালো লাগছে।ক্যাম্পাসে এমন ফুল গাছ থাকলে, ক্যাম্পাসে আসলেই মন ভরে যায়। ভালো লাগে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ক্যাম্পাসে এমন ফুল গাছ থাকলে, ক্যাম্পাসে আসলেই মন ভরে যায়।

ঠিক বলেছেন আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার তোলা কলেজ ক্যাম্পাসের বসন্তে ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি সত্যি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। ফুলের সৌন্দর্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সুন্দরময় কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কাছে ফুলের ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

কলেজের গত পর্বের ফুল গুলোর থেকে এই ফুল গুলো বেশী ভালো দেখাচ্ছে। আপনি অনেক ভালো করে ফটোগ্রাফি করছেন। বসন্তের ফুল ছাড়া আমি অন্য ফুলের নাম জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে জেনে নিলাম। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের নাম জানতে পারলাম। আসলেই বসন্তকে ঋতুরাজ বলা হয়ে থাকে কারণ আমার মনে হয় এই ঋতুতে ফুলে ফুলে ছেয়ে যায় প্রকৃতি আর এত সুন্দর আবহাওয়া অন্য কোন ঋতুতে থাকেনা। অসংখ্য ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, অন্য ঋতু এতটা মনমুগ্ধকর হয় না।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনাদের কলেজ ক্যাম্পাসের ছবি পূর্বেও দেখেছি।অনেক সুন্দর ক্যাম্পাস।এত সুন্দর ফুলের সমারোহ ক্যাম্পাস আরো প্রাণবন্ত হয়ে উঠবে।বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফিক গুলো বেশ সুন্দর হয়েছে তার সাথে ফটোগ্রাফির বর্ণনা গুলো বেশ ভালো দিয়েছে। এখানে আপনার দেওয়া সবগুলো ফুলের একটা ফুলের নাম ও আমার আগে জানা ছিল না। আজ আপনার পোস্টের মাধ্যমে ফুল গুলোর নাম জানতে পারলাম।

 2 years ago 

আপনার কাছে ফুলের ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

কলেজ ক্যাম্পাস ছেড়েছি বহু বছর। তবে আমার কলেজ ক্যাম্পাসে শুধু শিমুল আর কৃষ্ণচুড়া ফুল ছিল। বসন্তের ছোয়া লেগেছে বনে বনে । আপনার কলেজ ক্যাম্পাস ও বাদ পড়েনি। দারুন ছিল ফটোগ্রাফি । ধন্যবাদ বোন।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বসন্তের সময় বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে ।আর এই ফুলগুলো প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলে। আপনারা ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল ।প্রত্যেকটা ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে লাল ভারবেনা ফুলটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ফুলের ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি সচরাচর আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি চেষ্টা করি ফুলের ফটোগ্রাফি গুলো একটু ভালোভাবে লক্ষ্য করার জন্য। আপনার আজকে ফুল গুলো অনেক সুন্দর ছিল। আর সবচেয়ে লোভনীয় ব্যাপারটি হয়েছে শেষের দিকে আপনি যে চকলেট কেক শেয়ার করেছেন সেটি দেখে আমার লোভ লেগে গেছে।

 2 years ago 

সবচেয়ে লোভনীয় ব্যাপারটি হয়েছে শেষের দিকে আপনি যে চকলেট কেক শেয়ার করেছেন সেটি দেখে আমার লোভ লেগে গেছে।

😊😊অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

জানা-অজানা কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম আজকে আপনার পোষ্টের মাধ্যমে খুবই ভালো লাগলো ফুলের ফটোগ্রাফি গুলা দেখে সত্যিই আপনার কলেজ ক্যাম্পাস টা যেন এক ফুলের মেলা

 2 years ago 

আপনার কাছে ফুলের ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74