RE: নিজের লেখা ছোট একটি কবিতা " উদাসী মন "
বৌদি মাঝখানে আমারও এমন কিছু সমস্যা দেখা দিয়েছিল। বেশি সময় ধরে ফোনের দিকে বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। এরপর ভালো একটা চোখের ডাক্তার দেখাই। এরপর আলো প্রটেক্ট করার মত একটি চাশমা আমাকে ব্যবহার করতে বলে, অবশ্য চশমাতে কোনো ধরনের পাওয়ার ছিল না। কিন্তু বেশিক্ষণ ল্যাপটপ বা ফোনের দিকে তাকানোর ফলে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। কারণ ওই জিনিসগুলোর আলো একটা সময় চোখের জন্য ক্ষতিকর হয়ে পড়ে। এই কারণেই মূলত ডাক্তার এমন আলো প্রটেক্ট করার মতো চশমা আমাকে ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
তাই আমি আপনাকে বলছি একটু ভালো চোখের ডাক্তার দেখিয়ে এমন ধরনের চশমা ব্যবহার করেন। আশা করছি আপনি আপনার সমস্যা থেকে খুব দ্রুত সরে আসতে পারবেন। এবং এতে শারীরিক সুস্থতার পাশাপাশি মনের সুস্থতা ও ফিরে আসবে।
এবার বলি কবিতার কথা, অসম্ভব সুন্দর লিখেছেন প্রতিটি লাইন। সত্যিই শীত শেষ হওয়ার পর পৃথিবী এক অন্যরকম প্রাণ ফিরে পেয়েছে। যা রঙ্গীন এবং সুভাসে ভরা। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য এত অসুস্থতার মধ্য দিয়েও। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে যাবেন 🥰।