রেস্টুরেন্ট এন্ড ফুড রিভিউ পোস্ট || 10% beneficiaries for @shy-fox🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️হ্যালো বন্ধুরা❤️

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। এবার ঈদে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়নি। তাই আজকে আর বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার প্লেন করেই ফেললাম। খুব খোঁজাখুঁজি করে আমরা একটা ইউনিক রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম। রেস্টুরেন্টটা আমাদের কারোর বাসা থেকে খুব একটা দূরে ছিল না। সবাই ঠিক করেছিলাম যে দুপুরে দুইটার দিকে বাসা থেকে বের হব।এবং ওখানে যেয়ে দুপুরের খাবার খাব। এবং সেই অনুযায়ী সবকিছু হলো।

আমার এই বান্ধবীদের সাথে প্রায় নয় মাস পর আমার দেখা। এরা আমার কলেজের বান্ধবী।কলেজ শেষ হয়ে যাওয়ার পর যোগাযোগ থাকলেও। সময় করে খুব একটা দেখা করা হয় না। অনেকদিন পর সবাই কে দেখে সত্যিই আমরা খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর খাওয়া-দাওয়া, সুন্দর রেস্টুরেন্ট, সুন্দর ছবি তোলা সবকিছু মিলিয়ে আমাদের সময়টা খুব ভালো কাটিয়েছে। আপনাদের সাথে রেস্টুরেন্ট, খাবারের কোয়ালিটি এবং আমার কাটানো সুন্দর মুহূর্ত এই সব কিছু শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের এই পোস্টটি। আপনাদের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য্যসহকারে আমার এই পোস্টটি পড়েছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

280375414_421367589529055_1960487287608654417_n.jpg

280386168_322109220071905_1623199444572608420_n.jpg280170464_1053346358873845_8012485963183149310_n.jpg


আজকে আমরা যে রেষ্টুরেন্টটিতে গিয়েছিলাম। সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে- ফায়োরি রুফটপ। রেস্টুরেন্টটির ইন্টেরিয়র ডেকোরেশন আমাদেরকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এই ব্যস্ততম শহরে গ্রাম্য পরিবেশের একটু ছোঁয়া পাওয়ার জন্য এই রেস্টুরেন্ট বেস্ট ছিল। কারণ রেস্টুরেন্টের ভেতরে যে সকল জায়গায় মানুষ বসে খাওয়া দাওয়া করবে।ওইসব জায়গা গুলো ছোট ছোট ঘর করে তৈরি করা এবং ঘরগুলো খড়কুটো দিয়ে তৈরি করা। পুরো রেস্টুরেন্ট ডেকোরেশন সবুজে ঘেরা ছিল। এবং পরিবেশ খুব পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। সব মিলিয়ে আমার কাছে রেস্টুরেন্ট এর ডেকোরেশন খুব ভালো লেগেছে।

280506879_2001201093388338_7862523614924378888_n.jpg280393061_482445223708694_4585368468625469384_n.jpg
280391551_406423061346836_2394063043621590438_n.jpg280411440_369986788482685_7318311743667741558_n.jpg


280386537_1395718577507779_4221299523805071619_n.jpg



এরপর আমরা দেরি না করে মেনু কার্ড দেখে আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। আরো ভালো ব্যাপার হচ্ছে এই রেষ্টুরেন্টের সব ধরনের খাবার পাওয়া যায়। তবে আমাদের কাছে চিকেন স্টেক প্লেটোর সবচেয়ে ভালো লেগেছে। এবং সেই সাথে আমার ওদের স্পেশাল বেকড পাস্তা ও অর্ডার করেছি। খাবার অর্ডার করার পর আবার আসতে তো কিছুটা সময় লাগে স্বাভাবিক। ঠিক সেই সময়ে আমরা বান্ধবীরা মিলে কিছু সেলফি এবং নিজেদের কিছু সুন্দর ছবি তুলে নিলাম সেই সুন্দর পরিবেশের সাথে।

280577974_338643541726065_8119413449808903166_n.jpg280500814_547578540211216_1029730659451117222_n.jpg
280414306_551096356594806_4595279262927364669_n.jpg280481213_415540810111341_6414310521108846358_n.jpg



খুব একটা সময় লাগেনি ঠিক 15 থেকে 20 মিনিটের মাথায় আমাদের খাবার টেবিলে চলে আসে। এবং সত্যি বলছি খাবার গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। খুবই সুন্দর প্রতিটি খাবার ডেকোরেশন করেছিল। ছবি তুলতে তুলতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং যেহেতু দুপুরের সময় ছিল তাই খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর জমিয়ে খাবার গুলো উপভোগ করলাম সবাই মিলে। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দেখে মনে হয়েছে যে দাম হিসেবে একদম পারফেক্ট।

280498732_364811385624867_4370378035443558233_n.jpg280498732_1183348459144400_382911582214370621_n.jpg
280386871_416911813616762_5266992581852620052_n.jpg280394637_556988399194161_5570519828139233864_n.jpg

এরপর খাওয়া-দাওয়া শেষ করে বিল পেমেন্ট করার অপেক্ষা।
চিকেন স্টেক প্লেটার প্রত্যেকটি দাম ছিল ৩৫০ টাকা করে।
পাস্তার দাম ছিল ৩৮০ টাকা।
এবং চারটি কোল্ড ড্রিংক্স অর্ডার করেছিলাম। দাম এসেছিল ১৬০ টাকা। অর্থাৎ আমাদের টোটাল বিল এসেছে- ১৫৯০ টাকা। এখানে অনেক ভালো ব্যাপার হচ্ছে এরা কোনো অতিরিক্ত ভ্যাট এই বিলের মধ্যে যুক্ত করে দেয়নি।
তাই আমি খাবারের দিক থেকে রেস্টুরেন্টটিকে রেটিং করেছি- ৯.৫/১০
এবং রেস্টুরেন্টের ডেকোরেশন এর দিক থেকে রেটিং করেছি- ১০/১০

280411017_685674052659511_8148820867837928150_n.jpg280407531_1143366912898955_1060560704753091845_n.jpg
280484534_3301593356740751_2240592768504162825_n.jpg280498732_1432447487204564_1518688635786066552_n.jpg


লোকেশন

ডিভাইস : Samsung Galaxy M12



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 15 মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

দারুণ ছিল আপু,যদিও এই সময়টাতে আপনাদের সামনে দেখতে পারি নি। কিন্তু আজকের এই পোস্টের মাধ্যমে সবার সাথে কাটানো মূহুর্ত দেখে মনে হচ্ছে বেশ ভালো সময় পার করেছেন।আমিও আমার ফ্রেন্ডদের সাথে কাটানো মূহুর্তগুলো মিস করতেছি আপনার পোস্ট দেখে,অনেকদি৷ হলো তাদের সাথে দেখা হয় না।যাইহোক ভালো ছিল পুরো সময়টা।

 2 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন আসলে বন্ধুদের সাথে আমি যে সময় কাটিয়েছি তা সত্যিই অনেক আনন্দের ছিল। আশা করি আপনি খুব শীঘ্রই আপনার প্রিয় বন্ধুদের সাথে দেখা করবেন এবং এমন সুন্দর সময় কাটাবেন।

 2 years ago 

ওয়াও আপু আপনি এবং আপনার সব বান্ধবীদের অনেক সুন্দর লাগছে। আপনার বান্ধবীদের সাথে আপনার ৯ মাস পর দেখা হয়েছে তাহলে নিশ্চয়ই সময়টা অনেক আনন্দের হয়েছে। আপনারা দুপুর দুইটার দিকে গিয়ে রেস্টুরেন্টে আপনাদের দুপুরের খাবার খেয়েছেন। যতগুলো খাবার অর্ডার করেছেন সবগুলোই ছিল খুবই লোভনীয়। যাই হোক সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

দীর্ঘ নয় মাস পরে দেখা হয়েছে আমার বান্ধবীদের সাথে যেটা আমার কাছে অনেক বড় সময় ছিল অনেক অপেক্ষার ছিল। কিন্তু ঠিকই বলেছেন আপনি ওদেরকে পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছিলাম এবং অনেক খুশি হয়েছিলাম। আর খাবারগুলো অনেক টেস্টি ছিল এক কথায় সময়টা একদম পার্ফেক্ট ছিল আমাদের সবার জন্য।

 2 years ago 

আপু আপনি আপনার বন্ধুদের সাথে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। আপনার খাবারের ছবি গুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। খুব লোভনীয় লোভনীয় খাবার এর ছবি ছিল। রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফুড রিভিউ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনেকদিন পর আপনার বান্ধবীদের সাথে দেখা হয়েছে শুনে অনেক ভালো লাগলো আপু। বান্ধবীদের সাথে হঠাৎ করে দেখা হওয়ার মাঝে সত্যি অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। আপনি আপনার বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। এবং খাবার গুলো দেখে অনেক ভালো লাগছে আপু। আপনার পুরো ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আপনি আপনার বান্ধবীদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে ফটোগ্রাফি গুলো হল স্মৃতি যেগুলো নিয়ে সামনে আমাকে থাকতে হবে। তাই এই ফটোগ্রাফ গুলো করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। রেস্টুরেন্টের খাবার গুলো সত্যি অত্যন্ত ভালো মানের ছিল আমার কাছে এক কথায় খুব ভাল লেগেছিল।

 2 years ago 

রেস্টুরেন্টটি দেখতে আসলেই খুব সুন্দর। রেস্টুরেন্টটি দেখতে খুবই মনোরম। আর আপনি খুব সুস্বাদু সুস্বাদু খাবার খেয়েছেন। আমাদেরকে রেখে এতো সুস্বাদু খাবার খেয়ে ফেললেন। আমাদের কথা একবার চিন্তা করলেন না। আমাদের কেউ তো দাওয়াত দিতে পারতেন। আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটি রেস্টুরেন্ট ও ফুড রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

হিহিহি আপু চলেন একদিন আমরা সকলে একসাথে মিলে রেস্টুরেন্টে যাই আর অনেক মজা করি। আপনি সত্যি বলেছেন খাবারগুলো এবং রেস্টুরেন্ট দুইটা জিনিসেই আমার কাছে অনেক ভালো লেগেছে। ঢাকার মধ্যে এমন অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো সত্যি মন কেড়ে নেয়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমি গ্রামীণ পরিবেশে অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছি, তবে এই রেস্টুরেন্টে নামটি যেমন ইউনিক তেমনি সত্যিই বেশ কিছু জিনিস আমার কাছে ইউনিট লেগেছে, কিছু কিছু ছবি দেখে অবাক হয়ে গেলাম গ্রামীণ পরিবেশ কিরকম চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পেরেছে এই রেস্টুরেন্ট, খুব ভালো লাগলো আপনার আজকের এই রিভিউ পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমিও প্রথমবারের মতো এ রেস্টুরেন্টে গিয়ে অনেক অবাক হয়েছিলাম কারণ তাদের সবকিছু অনেক ইউনিক এবং গোছালো। খাবারের মান গুলো যেমন ভালো দেখতে তেমনি পরিবেশন অনেক সুন্দর। যাইহোক ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে আর আমি ভালো ভাবে উপস্থাপন করতে পেরেছি সবকিছু তাই আমার কাছে ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে এরকম মুহূর্ত সবার জীবনে আসে সত্যি বলতে এই মুহুর্তটা যতটা ইমোশনাল হয়ে পড়ে সবাই ততটা আনন্দঘন মুহূর্ত হয়ে ওঠে সব মিলিয়ে একটা দুর্দান্ত সময় কাটে। আপনার ফুড রিভিউ দেখে খুবই ভালো লাগলো, দেখে বোঝা যাচ্ছে আপনারা সবাই মিলে অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে বন্ধু-বান্ধবীদের সাথে অনেক দিনের পর মিলনের মুহূর্তগুলো সত্যিই অনেক আবেগময় হয় এবং অনেক আনন্দদায়ক হয়। যাদের সাথে একসময় প্রত্যেকদিন দেখা হতো কিন্তু এখন কয়েক মাসে ও একবার দেখা হয় না তাই যখন আমরা একজন অন্যজনকে দেখতে পাই তখন অনেক আবেগী হয়ে উঠি এবং অনেক আনন্দিত হয়ে যাই।

 2 years ago 

খাবার গুলো বেশ ফটোজেনিক। কোয়ালিটি রেস্টুরেন্টে যেটা আমরা আশা করি। চিকেন প্ল্যাটারটা আমার কাছেও দারুন লাগছে। পরিমানে অনেকটা দিয়েছে।

 2 years ago 

জ্বি ভাইয়া একদম ঠিক বলেছেন চিকেন প্ল্যাটারটা আসলেই আমার কাছে অনেক দারুন লেগেছিল কারন অনেক বেশি দিয়েছিল এবং অনেক টেস্টটি হয়েছিল। এক কথায় মনোরম পরিবেশে অসাধারণ একটি রেস্টুরেন্ট।

 2 years ago 

ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইন ভাল ছিল রেস্তরার। আর আমি যখন মন্তব্য করছিলাম তখন ছিল পেটে ছুচোর ডাক চলছে তাই পোষ্ট এর ছবি গুলো দেখে পেট ভরাচ্ছিলাম। খাবার গুলো ভাল ছিল এবং দরকার ছিল এই মূহুর্তে হা হা। ভাল থাকবেন আপু। সুন্দর হয়েছে রিভিউ।

 2 years ago 

ভাইয়া যদি ঢাকার আশেপাশে থাকেন তাহলে চাইলেই এই খাবারগুলো খেতে পারেন। আমি রেস্টুরেন্টের লোকেশন দিয়ে দিয়েছি অবশ্যই চলে যাবেন এবং খাবার গুলো উপভোগ করবেন।

 2 years ago 

আপু আপনি আপনার বান্ধবীদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং অনেক মজা করেছেন বোঝাই যাচ্ছে। এছাড়া রেস্টুরেন্টের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে জায়গাটি ভীষণ সুন্দর। অনেক সুন্দর ভাবে আপনি রেস্টুরেন্ট রিভিউ এন্ড ফুড রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60023.73
ETH 3191.15
USDT 1.00
SBD 2.45