You are viewing a single comment's thread from:

RE: ঈদ হোক সকলের জন্যে

in আমার বাংলা ব্লগlast year

খুব সুন্দর আর চমৎকার টপিক নিয়ে লিখেছেন আপু৷

যে মুদ্রার এপিঠ যেমন রয়েছে ঠিক এর পরের একটি পিঠও রয়েছে।

আসলে আমরা মানব জাতি এমন না হিংসায় জর্জরিত৷ যেখানে মানুষ মাত্রই সবাই সমান ৷ সেখানে আমরা মানুষকে নিয়ে বিচার বিবেচনা করি৷ জানি না কেন কেন এমন বৈষম্যতা৷ যাদের অর্থ সম্পদ বৈভব রয়েছে তারা এই ঈদের আনন্দ টুকু অনেক ভরপুর ভাবে উদযাপন করবে ৷ আর একদিকে খেটে খাওয়া দিনমজুরে মানুষটাও ঈদ উদযাপন করবে তার মধ্যে থাকবে শুধু ভিন্নতা৷ সে হয়তো পারবেন নতুন কোন জামা কাপড় কিনতে কিংবা ভালো মন্দ খেতে৷ তবে আমরা চাইলেই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি৷
তাই সর্বোপরি এমনটাই প্রার্থনা বা প্রত্যাশা যে এই ঈদের অন্ততপক্ষে প্রতিটি মানুষকে নিয়ে যেন ঈদ উদযাপন হয়৷ আর যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে যদি একটু হাত বাড়ে তাহলে কিন্তু এই ঈদ অনেক সুন্দর ভাবে উদযাপন হয়৷

Sort:  
 last year 

একদম তাই,সবাই অল্প অল্প করে করলেই আসলে অনেক বেশি কিছু হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 71443.06
ETH 3660.17
USDT 1.00
SBD 3.73