You are viewing a single comment's thread from:

RE: জীবন, মৃত্যু ও পরকাল - পর্বঃ ৩

in আমার বাংলা ব্লগlast year

আপু আজ পযন্ত তিন টি পর্ব ৷ আপনার লেখা গুলোর মাঝে রয়েছে সত্যি কারের কথা গুলো ৷
নিয়তির নিয়ম জন্ম,বিবাহ মৃত্যু সবাই ঈশ্বরে কাছে৷ তবে জন্ম যখন নিয়েছি মৃত্যুর স্বাদ পেতেই হবে ৷ কেউ আগে কিংবা পড়ে৷ এই দুনিয়া কেউ চিরস্থায়ী নয় ৷

আপনি বলেছেন যে কারো সহজে কারো কষ্ট ৷
তবে আমার কথা হচ্ছে মৃত্যু টা সহজ হলেও কিন্তু অনেক কঠিন আর যন্ত্রণার৷ আমার ধর্ম মতে বলে যেদিন যে ব্যাক্তির আয়ু কাল শেষ ৷ সেদিন যমদূত এসে বুকে ভর করে জীবন নামক আত্মা কে নিতে আসে ৷

তবে অনেক অসুস্থতার পর মৃত্যু আবার কেউ হুট করে মৃত্যু ৷ তাহলে আমরা ভাববো যে ভালো কাজ করেছে তার কষ্ট কম৷ আমি বলবো মৃত্যুর মতো যন্ত্রণা কিছুই নেই ৷
ভালো মন্দের বিচার হবে মৃত্যুর পর ৷ যদি ভালো সৎ সততা কাজ যে স্বর্গে এবং স্বয়ং ঈশ্বরের নিকট স্থান পাবে ৷ যে অসৎ সে নরগ ভয়ংকর যন্ত্রণা৷

আগের পর্বে বলেছিলাম যে প্রত্যেক ধর্মের লেখা কথা গুলো বা বানী গুলো একদম যথার্থ ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62832.46
ETH 3374.71
USDT 1.00
SBD 2.48