You are viewing a single comment's thread from:

RE: জীবন, মৃত্যু ও পরকাল - পর্বঃ ১

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু আপনি অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন ৷ যেখান থেকে অনেক কিছু জানতে পারলাম ৷ আসলে এই পৃথিবীতে শুধু কিছু দিনের জন্য আসা যাওয়া৷ আর প্রতি ধর্মে লেখা মৃত্যু সে তো শরীরের হয়৷ আপনি যেটা বললেন ৷

রুহ্ এর কখনো মৃত্যু ঘটে না।

যাকে আমাদের ধর্ম মতে আত্মা বলা হয়৷ আসলে এখানে বলা যায় যেমন আমরা একটু বস্ত্র ব্যবহার করি ৷ কিন্তু একটা সময় পুরাতন হয়৷ আর আমরা তা ফেলে দেই ৷
ঠিক তেমনি মৃত্যু তো হয় শরীরে আর আত্মা আবার নতুন দেহ ধারন করে ৷
যা হোক সর্বোপরি মৃত্যু কে মেনে নিতেই হবে ৷ এটা আজও সত্য এবং থাকবে ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62974.52
ETH 2679.49
USDT 1.00
SBD 2.55