ভাই প্রিতম ভাইয়ের জীবনের কাহিনী শুনে অনেক খারাপ লাগলো ৷ যে পড়ালেখা শেষ করেও আজ বেকার ৷
জীবনে আসলে দক্ষতাই বড় কথা আর দক্ষতাই শেষ কথা । যে যত বেশি দক্ষ, সে ততো বেশি এগিয়ে গিয়েছে বা যাচ্ছে৷
এটা ঠিক কথা ভাই সবকিছুর উর্ধে হলো দক্ষতা ৷ সেটা যে কোনো বিষয় হোক না কেন ৷ দক্ষতা থাকলে সে বিষয়ে অনেক এগিয়ে যাবে ৷ আর বর্তমান তো তাই সার্টিফিকেট থাকলেও সবার আগে তার মেধা সৃজনশীলতাকে যাচাই করছে ৷ তবুও বর্তমান যে হারে শিক্ষিত তাতে আসলে চাকরি পাওয়া মান সোনার হরিণ পাওয়া ৷ যেটা আমি মনে করি ৷
তাই দক্ষ ভাবেই নিজেকে তৈরি করতে হবে ভাই। এটাই সত্য কথা।