You are viewing a single comment's thread from:

RE: "ভূত চতুর্দশী কী ?"

in আমার বাংলা ব্লগ2 years ago

বৌদি আমাদের বাংলাদেশ ও ভূতচতুর্দশী আমাদের বাড়িতেও পালন করা হয়৷ তবে বৌদি এতো কথা আমার জানা ছিল না৷ আমি শুধু জানতাম এই সময়ে পূর্বপুরুষ বা বংশের প্রদীপ তারা এই মর্তলোকে আসে আর তাই তাদের আন্তার শান্তির জন্য ৷ এই প্রদীপ জ্বালানো হয় ৷

তবে বৌদি আমার একটা প্রশ্ন এখানে শুনেছি যারা কিনা রামের বংশ তারা এই প্রদীব জ্বালায় তাদের পূর্বপুরুষ বংশের জন্য ৷ আর কিছু মানুষ যারা কি না প্রদীব জ্বালায় না ৷ তারা নাকি রাবনের বংশধর ৷ আসলে এই বিষয়টা যদি বলতেন ????

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65