You are viewing a single comment's thread from:

RE: বিষয় - আমার ছেলেবেলা " গান শেখার অনুভূতি "| | @shimulakter | | ২০।১০। ২০২২ইং | |

in আমার বাংলা ব্লগ2 years ago

এই ঘরকুনো আপু এতকিছু পাওয়ার পরও আপনি গান শিখলেন. না ৷ অতটুকু বয়সে এতো লজ্জা যে ছেলেদের সাথে গান করা যাবে না৷
হিহিহিিহিহি !!!!! মনে কিছু নিয়েন না মজা করলাম ৲

আপনার গান শিখার সম্পূর্ণ ব্লকটি বেশ ভালোভাবে পড়লাম ৷ আপনার বাবা আপনার জন্য হারমোনিয়ামের এনেছে৷ এরপর গানের স্কুলে ভর্তি করে দিল তারপর আপনি গান শিখতে পারলেন না ৷আপনার লজ্জা আর সবার সামনে কথা বলতে সংকোচ বোধ লাগে৷
তবু আর কি ব্লগটি পরে ভালো লাগলো ৷আসলে সবাই তো আর গান শিখতে পারবে না ৷গান এমন একটি জিনিস সেটা আসলে মনে অনুভূতিতে সৃষ্টি হয় ৷সেখানে কোন জোর করে বা চাপিয়ে দিয়ে আসলে সম্ভব নয়৷
ধন্যবাদ

Sort:  
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। এই লজ্জা, সংকোচের জন্য কিছুই হয় না। আমারও হয়নি। কি আর করা, নিজের গান নিজেই শুনি 😂

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66