You are viewing a single comment's thread from:

RE: এক অসহায় মায়ের করুন কাহিনী [10% beneficiary to @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে বুঝি না কেন এ বর্তমান সমাজ ৷ এখন প্রায় প্রতি পরিবারে এসব দৃশ্য চোখে পড়ে ৷ ছেলেকে বিয়ে দিলে ছেলে আলাদা হয়ে যাচ্ছে৷ আসলে এটাই কী ছেলে হিসেবে দায়িত্ব ৷ বুঝি না কেন এসব হচ্ছে ৷ যে মা ১০মাস ১০ দিন গর্ভে ধারন করে এতো সুন্দর একটি পৃথিবীর বুকে নিয়ে আসলো ৷ শুধু কি তাই কতো কষ্ট যন্ত্রণা সহ্য করে নিজে না খেয়ে রাত দিন করে বড় করে ৷ কিন্তু দিনশেষে সেই ছেলে মাকে ভুলে গেলো ৷
আরে ভাই মা যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সেটা কি জানো ৷ মা সমস্ত সর্গ আর সেই মাকে ভুলে একজন স্ত্রীকে পেয়ে ভুলে গেলা ৷

এবার আসি সেই স্ত্রী ৷
এই মেয়ে তুমি একজন নারী হয়ে আরেক নারীর কষ্ট বুঝো না ৷ তুমি কেমন নারী ৷ তুমিও তো সেই প্রসবের যন্ত্রণা জানো ৷ তুমি ও তো একদিন ওই পথে যাবে ৷ তোমাকেও ওই বৃদ্ধ বয়সে যেতে হবে ৷ সেদিন যদি তোমার ছেলে ঠিকি একি কাজ করে ৷

যা হোক আসলে এই বিষয়ে বলে শেষ করা যাবে না ৷ বর্তমান সময়ে প্রায় এসব বাড়ির আশে পাশে ঘটছে ৷
জানি না কেন এমন হচ্ছে ৷ তবে একটু নিজের বিবেক জাগ্রত করলে হয়তো এসব হবে না ৷

Sort:  
 2 years ago 

ভাইয়া, দশ মাস দশ দিন যে মা সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছিল সেই মাকে ঘরে রাখতে চাই না এর থেকে আর কি কষ্টের আছে। ঠিক বলেছেন ভাইয়া,এখন ঘরে ঘরে এমন ঘটনা ঘটছে। ধন্যবাদ ভাইয়া🙏🥰

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64198.11
ETH 2759.09
USDT 1.00
SBD 2.66