You are viewing a single comment's thread from:
RE: কাশফুল দেখা আর হলো না || @shy-fox 10% beneficiary
একদম সঠিক সিদ্ধান্ত ৷ আনন্দ কখনো কখনো দুঃখের পরিনত করে ৷ সময় থাকলে নিশ্চই কোনো একদিন কাশফুল দেখতে পাবো ৷ তাই বলে কোনো মতেই ঝুকি নিয়ে যাওয়া ঠিক নয় ৷ আপনি বুদ্ধিমানের কাজ করেছেন৷
আসলে আমি কয়েকদিন আগে একটা নৌকা ডুবির পোষ্ট দিয়েছিলাম ৷ দূর্গাপুজোর আগে যে মহালয়া হয় ৷ আর মহালয়ের দিন আমাদের পঋগড় জেলায় করতোয়া নদীতে বদেশ্বরী মন্দিরে মহালয়া মেলা দেখতে গিয়ে নদী পার হতে নৌকা ডুবে ৭০ জন মারা গেছে ৷ যেটা হয়তো গোটা বাংলাদেশ এমন নৌকা ডুবি ঘটে নি ৷ হয়তো খবরে দেখছেন কী না জানি না ৷
যা হোক সর্বোপরি আপনি যান নি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ৷ ছবিতে যতগুলো মানুষ উঠেছে ৷ না জানি কোন সময় কি ঘটে ৷
ভালো করেছেন ভাই ৷