দাদা জীবনটা হলো এক টা মোমের বাতির মতো যতক্ষণ পর্যন্ত চলবে ভালো নিভে গেলে শেষ ৷
দাদা এ জীবনের বড়াই করে কোনো লাভ নেই ৷ আমাদের কথাই বলি আজ আছি কাল না ও থাকতে পারি ৷ কাল কেন কিছুক্ষণ পরেই যে কি হবে তার কোনো গ্যারান্টি নেই ৷ তাই এই জীবন নেই দম্ভ করে কোনো লাভ নেই ৷
জীবন খুবই ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী জীবনে আমরা কিসের জন্য এতো অহংকার করি বুঝি না ৷
যদিও মৃত্যু অবধারিত তবে কিছু কিছু মৃত্যু কখনো মেনে নেওয়ার মতো নয় ৷