নারীদের রশি টান খেলা দেখার অভিজ্ঞতা || গ্রামের নারীও আজ পিছিয়ে নেই

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৫ই অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপায় বেশ ভালো ৷


Picsart_22-11-20_19-32-47-104.jpg

সুপ্রিয়, সকল শ্রোতা ভাই-বোন বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ এবং নিরাপদে রয়েছেন৷ যদিও বর্তমানে শীতকাল আর এই শীতকালের আবহাওয়ার সাথে তাল মিলাতে গিয়ে অনেকেই জ্বর সর্দিতে ভুগছেন ৷ ঠিক আমিও তার বাইরে নই প্রায় দুই দিন থেকেই অনেক সর্দি যা হোক এখন আগের থেকে অনেকটাই ভালো আছি৷ আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটাই কামনা করি ৷ আর ভালো থাকাটাই সবচেয়ে বেশি কাম্য ৷ কারণ প্রতিনিয়ত জীবনে যেমনটাই হোক না কেন সবার আগে ভালো থাকাটাই সবচেয়ে শ্রেয় ৷ তবুও কি প্রতিনিয়ত ভালো থাকা যায়৷

যাহোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির আছি নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ আপনাদের হয়তোবা সবার মনে থাকার কথা৷ যে আমি বিগত কয়েকদিন আগে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যের একটি রশি টান খেলার ব্লগ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ৷ যেটা আমাদের গ্রামে অনুষ্ঠিত হয়েছে বা এখনও হচ্ছে ৷ আর যেহেতু টিমের খেলা এবং পয়েন্টের মাধ্যমে নির্ধারিত ৷ তাই এক একটি দল দুটি করে ম্যাচ খেলতে পারবে ৷ আর এভাবেই খেলা গুলো হয়ে আসছে৷

তো গতকালকের এক স্বাগতিক খেলার আয়োজন করা হয়েছিল৷ যেখানে নারীদের রশি টানের প্রতিযোগিতা ছিল ৷ এটা আমাদের গ্রামের মধ্যেই আর এজন্যই গ্রামের নারীরাও বেশ উজ্জীবিত হয়ে খেলাতে অংশগ্রহণ করেছিল৷ আর এজন্যই আমি সবার আগে বলতে চাই৷ যে এখন গ্রামের নারীও পিছিয়ে নেই৷ তার বাস্তব প্রমান এবং কি জ্বলন্ত উদাহরণ হিসেবে এই পোস্টটি তুলে ধরা হলো৷
খুব স্পষ্ট হয়ে বলতে গেলে বিগত কয়েক বছরের আগেই যেখানে নারীদের কোন স্বাধীনতা বা নিজের কোন মতামতের কোন আগ্রহতা দেখানো যায় নি ৷ বিশেষ করে গ্রামে নারী রা ছিল বন্দি৷ তারা যে কোনোখানে তাদের মতামতের আগ্রহতা পেত না তারা ছিল সব সময় নিচু হয়ে পরিবারের সাথে থেকেই বসবাস করা ছাড়া এর চেয়ে বেশি কিছু পায়নি৷ তবে সময়ের সাথে তাল মিলাতে গিয়ে বর্তমান শহরের প্রতিটি নারী আর পিছিয়ে নেই ৷ প্রতিটি কাজে প্রতিটি জায়গায় নারীদের অবদান প্রায়ই হয়ে গিয়েছে ৷ আর এরই ধারাবাহিকতায় এখন বর্তমানে গ্রামের নারীরা আরপিছিয়ে নেই তারাও এগিয়ে গেছে অনেক অনেক দূর ৷

IMG20221119164955_01.jpg

IMG20221119165000_01.jpg

যাও গতকালকে এই নারীদের রশিদানের খেলার আয়োজন করা হয়েছিল বেশ জাকজমকপূর্ণভাবেই ৷ প্রতিদিন নারী বেশ পোশাখ পরে বেশ একদম খেলোয়াড় বেশে ৷ সত্যি বলে দেখতে বেশ দারুন লাগছে ৷ আর খেলাটি ছিল শুধু পার্শ্ববর্তী দুটি গ্রামের কে নিয়েই৷ অর্থাৎ পাশাপাশি দুটি গ্রাম আর এই দুটি গ্রামের দুটি পৃথক নারী দল বিভক্ত করা হয়৷ তবে এটা কোনো পয়েন্টের খেলা নয় ৷ শুধু স্বাগতিক ভাবে দেওয়া ৷

আর এই স্বাগতিকভাবে দেওয়ার পরেও যে দল জিতবে তাদের জন্য ৫০০০ হাজার টাকা বরাদ্দ ৷ এবং কি যে দল হারবে তাদেরকেও ২000 টাকা করে দেওয়া হবে৷ যেহেতু খেলা বলে কথা৷
তো নারীদের খেলা হওয়ার জন্যই বিশেষ করে প্রমিলা দশর্কের সংখ্যায় সবচেয়ে বেশি ছিল৷ গ্রামের খেলা বলে কথা৷ গ্রামের সবাই খেলা দেখতে বেশ উজ্জীবিত হয়ে কেউ বা বসে কেউবা দাঁড়িয়ে ৷ নিজের গ্রামের সাপোর্টার হয়ে হয়ে বেশ উজ্জীবিত হয়ে ৷হাত তালির মাধ্যমে তাদের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন৷ দারুণ একটি উপভোগ্য খেলা ছিল এই রশি টান খেলাটি৷

তো চলুন এবার আপনাদের নিয়ে যাবো সরাসরি খেলার ভিডিও তে ৷


লোকেশন

প্রিয় বন্ধুগণ আপনার নিশ্চয় ভিডিওটি দেখে বেশ ভালো হবে বুঝতে পেরেছেন ৷ যে আসলে খেলাটি দেখতে কি রকম ৷ আর কত দর্শক শ্রোতা হাজির হয়েছে খেলাটি দেখবার জন্য ৷ আসলে গ্রামে যাই হোক না কেন আনন্দ করতে কখনোই দ্বিধাবোধ করে না ৷ যেখানে শহরে অনেক ভিন্ন ৷ শহরে সময়ের মূল্য অনেক বেশি সেখানে গ্রামের সময়ের সাথে খুব বেশি এডজাস্ট নাঐ শুধু তারা আনন্দ উপভোগ করতেই সবচেয়ে বেশি ভালোবাসে ৷ আপনি নিশ্চয়ই দেখতে পারেন যে প্রতিটি মানুষ নিজ নিজ গ্রামের সাপোর্টে দিচ্ছে ৷

গ্রাম যদিও পার্শ্ববর্তী গ্রাম একটি গ্রামের নাম নতুনবন্দর পাড়া, আর আরেকটি গ্রামের নাম হচ্ছে খালপাড়া৷ এই দুই গ্রামের সমন্বয়ে এই রশি টান খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ তো যাই হোক পরিশেষে খালপাড়া বিজয় লাভ করে ৷ এরপর এরপর দুটি গ্রামের কেই পুরস্কার দেওয়া হয়েছিল ৷ তবে বিজয়ী দলকে পাঁচ হাজার টাকা এবং কি রানারসার্প দলকে অর্থাৎ যারা হেরে গিয়েছে তাদেরকে ২০০০ টাকা প্রদান করা হয়েছে ৷

IMG20221119172324_01.jpg

IMG20221119171412_01.jpg

IMG20221119171001_01.jpg

IMG20221119165734.jpg

IMG20221119165742_01.jpg

IMG20221119164955_01.jpg

IMG20221119165009.jpg

তো বন্ধুরা এইছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ ৷ যেখানে আমার গ্রামের নারীদের রশি টান খেলাকে ঘিরেই আজকের ব্লগ৷ আসলে গ্রামেও এখন নারী-পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়েই সমাজকে এগিয়ে যাচ্ছে ৷ আর এটাই হওয়া উচিত৷ শত কাজের ব্যস্ততার ভিড়েও আনন্দকে তারা কখনো ভুলতে পারে না৷ আর তাইতো শত ব্যস্ততার মাঝেও গ্রামে প্রতিনিয়ত এই শীতকালীন সময়টাতে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে৷

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!

কমিউনিটি আমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiry

@gopiray

🙏 সবাইকে ধন্যবাদ🙏

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gif

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 
ভাই খুবই ভিন্ন রকম একটি পোস্ট পড়লাম। এটা ঠিক বলেছেন নারীদের আগের মতো আর ঘরমুখো অবস্থা নেই। এখন নারীরা স্বাধীনভাবেই বাহিরে কাজ করতে পারে। নারীদের রশি টান প্রতিযোগিতা আমি কখনো দেখিনি আসলে আমি শুনিওনি। আজ আপনার পোস্টের ছবিগুলো দেখে আমার খুব ভাল লেগেছে। নারীরাও যে অনেক কিছু পারে তা এই রশি টান প্রতিযোগিতা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 

নারী আর সেই নারী নেই ৷ কি বলেন ভাই

 2 years ago 

ভাই আপনার পোস্টের মাধ্যমে খুবই মজার একটি খেলা সম্পর্কে জানতে পারলাম । রশি টান খেলা এর আগে আমি কখনো দেখিনি ।পুরুষ কিংবা মহিলা কাউকে এ ধরনের খেলা খেলতে দেখিনি । আজই প্রথম দেখলাম ।মাঠে অনেক দর্শক হয়েছে দেখলাম । এরকম একটি খেলা দেখতে পারলে মনে হয় মন্দ হয় না । বেশ মজাই হবে মনে হচ্ছে । খুবই সুন্দর লাগলো খেলাটি আমার কাছে । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 2 years ago 

কি বলেন আপু আজ প্রথম দেখলেন ৷ যা হোক দেখলেন তো আজ ৷নিশ্চয়ইভা ভালো লেগেছে ৷

 2 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করি দাদা।অনেকদিন পর রশি টান খেলা দেখলাম আপনার পোস্টের মাধ্যমে।খেলাটি বিলুপ্তির পথে, ছোটবেলায় আমরা ও খেলতাম।কিন্তু আমার খুবই মজা লেগেছে ভিডিওটি দেখে।তাছাড়া হারলে ও টাকা ,জিতলেও টাকা এটা ভালো করেছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনিও ছোট বেলায় খেলেছিলেন শুনে ভাল লাগলো৷৷

 2 years ago 

আগে কখনো এ ধরনের প্রতিযোগিতা দেখিনি। দেখা তো দূরের কথা শুনিও নি।জেনে খুবই অবাক লাগল যে দল হারবে তার জন্য প্রাইস আছে। তাও আবার ২০০০ টাকা। আপনার পোস্টের মাধ্যমে এমন একটি প্রতিযোগিতার কথা জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আগে কখনো এমন খেলা দেখেন নি ৷ প্রাইস দুই দলকে দিয়েছে আপু ৷

 2 years ago 

এইরকম খেলা এর আগে কখনো দেখিনি মেয়েদের খেলতে। আজ প্রথম দেখলাম মেয়েদের খেলতে। এইরকম প্রতিযোগিতা যে হয় তা আপনার ব্লগের মাধ্যমে আজ জানলাম। নারীরা আজ কোন কাজে আর পিছিয়ে নেই। ধন্যবাদ আপনাকে এইরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাই আজ নারী কোনো জায়গায় পিছেই নেই ৷ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66