দ্বিতীয় বারের মতো ২০ ট্রোন জমানো- ( TRX ) দ্বিতীয় সপ্তাহ ৷৷
আজ ১৬ই, ফেব্রুয়ারি ২০২৩ইং
নমস্কার আদাব🙏
প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন৷ প্রতিনিয়ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগের সাথে প্রতিনিয়তই একটিভ থাকুন এমনটাই আশা প্রত্যাশা ৷ তো যা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে ৷
দেখতে দেখতে একটি সপ্তাহ চলে গেলো ৷ আসলে দিনকাল যেন খুব দ্রুতই চলে যাচ্ছে ৷ আর সময়ে কাটানো মুহূর্ত গুলো আর সৃতি গুলো রয়ে যায় মনের মনি কোঠায় ৷ দিন যাবে সময় যাবে আর এভাবেই প্রতিনিয়ত চলতে হবে ৷
তো যা হোক বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে ৷ যদিও সকাল থেকে অনেক ব্যস্ত সময় কেটেছে ৷ আর এই সারা দিন ব্যস্ত থেকে রাতে পোষ্ট করার ইচ্ছে করছিল না ৷ যদিও পোষ্ট রেডি করেছি ৷ তবে লিখতে খুব. একটা ইচ্ছা করছে না৷
এরপর ভাবলাম আজকে তাহলে ট্রন জমানোর পোষ্ট শেয়ার করি ৷ যদিও গত সপ্তাহে প্রথম বারের মতো ট্রন জমানোর পোষ্ট করেছিলাম৷ আসলে বেশ কিছু ট্রন আছে তাই ভাবলাম এই ট্রন গুলো যদি পাওয়ার আপ এর মতো রাখা যায় ৷ একসময় একটা এমাউন্টে পরিণত হবে ৷
তাই আজকে ২০ ট্রন জমা করছি ৷ আর এভাবেই অল্প অল্প করে ট্রন জমা করবো ৷
তো চলুন আজকে দ্বিতীয় বারের মতো ২০ ট্রন জমানোর ধাপ গুলো দেখে আসি:
ট্রন ডিপোজিট করার আগেই আমার ওয়ালেটের স্ক্রিনশট। আর ওয়ালেটে এখন ১০ ট্রেন ৷ কারন আমি আগে ১০ ট্রন ডিপোজিট করেছি ৷
প্রথমে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট এড্রেস কপি করে নিলাম।
দ্বিতীয়ত আমি আমার স্টিমিট ওয়ালেট থেকে ২০ ট্রন ডিপোজিট এড্রেসে পাঠিয়ে দিলাম ৷
ট্রন ডিপোজিট এর পরে আমার ওয়ালেটের স্ক্রিনশট। ট্রন ডিপোজিট হয়ে গেছে ৷ আগের ১০ ট্রন আর আজকের ২০ মোট ৩০ ট্রন ৷
আজকে দ্বিতীয় বারের মতো ২০ ট্রন জমাতে পেরে অনেক ভালো লাগছে ৷ এখন থেকে প্রতিনিয়ত ট্রন ডিপোজিট করবো ৷ কারন এটাও একটা ভবিষ্যৎ সঞ্চয়৷ যেটা আমি মনে করি আর এক সময় বড় এমাউন্ট পরিণত হলে অনেকটা কাজে লাগবে৷
সত্যিই অনেক ভালো লাগলো প্রথম বারের মতো ২০ ট্রন জমাতে পেরে ৷
তো বন্ধুরা আজকের এই ছিল আমার ব্লগ ৷ সামনের সপ্তাহে আবারও ট্রোন জমানোর পোষ্ট নিয়ে এমন আশা ব্যক্ত রেখে এখানেই বিদায় নিচ্ছি ৷
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
এটা খুবই ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি ভাইয়া। অল্প অল্প করে হলেও যে আপনি এই কার্যক্রমটা হাতে নিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো। এর ফলে ভবিষ্যৎ সময়ে আপনি ভাল কিছু অর্জন করবেন বলে আমি মনে করি।
জি অল্প অল্প করে জমাতে চাই
আপনি এইবার পর্যন্ত দুইবার ট্রন জমা করেছেন দেখে অনেক ভালো লেগেছে।আমারও অনেক জমা হয়েছে আমি চিন্তা করতেছি ট্রন জমা করব।আপনি কিভাবে ট্রনকে পাওয়ার আপের মত ট্রন স্ট্যাকিং এর মাধ্যমে জমা করতেছেন তা ধাপে ধাপে দেখিয়েছেন বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ।
হুম আপু আপনিও চাইলে করতে পারেন ৷ অসংখ্য ধন্যবাদ আপু