এনা বাস সার্ভিসে ভ্রমণের অভিজ্ঞতা আমারও বেশ কয়েকবার হয়েছে। গতির জন্য এদের সুনাম (দুর্নাম) আছে। ঢাকা শহরে জ্যামের যে অবস্থা তাতে বেশ আগেই রওনা হতে পেরেছেন বলতে হয়। যাই হোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
এনা বাস সার্ভিসে ভ্রমণের অভিজ্ঞতা আমারও বেশ কয়েকবার হয়েছে। গতির জন্য এদের সুনাম (দুর্নাম) আছে। ঢাকা শহরে জ্যামের যে অবস্থা তাতে বেশ আগেই রওনা হতে পেরেছেন বলতে হয়। যাই হোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
ভাই বাসের গতি দেখে আমি আর আমার মাঝে ছিলাম না। ভয়ে জড়সর অবস্থা। আজ এনা তে উঠি নি 😊। শ্যামলী তে ফিরছি। চেষ্টা করবো ভাই বাকি কথা গুলোও আপনাদের সাথে ভাগ করে নিতে।