You are viewing a single comment's thread from:

RE: প্রাসঙ্গিক প্রসঙ্গঃ পর্ব ২৪ || শিক্ষক কি বাস ড্রাইভারের মত নাকি ট্রেন ড্রাইভারের মত || Teaching Style [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

সাইফুল ভাই আমি আপনার লেখাগুলো বেশ আগ্রহ নিয়ে পড়ি। তবে মন্তব্য আসলে খুব বড় না করাই ভালো তাই দু এক কথাতেই শেষ করি। আমার মনে হয় আমাদের দেশের শিক্ষা এখন পুরোপুরি বাণিজ্যিক। যার টাকা আছে তিনি তার ছেলে বা মেয়ে কে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে পারছেন আর যাদের টাকা নেই তারা হচ্ছেন বঞ্চিত। অন্যদিকে শিক্ষক শ্রেণী নিয়োগের ক্ষেত্রেও দেখা যায় না না রকম দুর্নীতি ও অনিয়ম।প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকে কোন সুপারিশ না হলে ওপর মহলের চাপ অথবা ঘুষ এর প্রভাব। এর উপর আছে আবার বিভিন্ন কোটার ব্যবস্থা। এত কিছুর পরে শতকরা কতজন উপযুক্ত ব্যক্তি শিক্ষকতার মতো মহান পেশায় আসতে পারেন?

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42