সাপ্তাহিক ফটোগ্রাফি। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৬ জ্যৈষ্ঠ | ১৪২৮, বঙ্গাব্দ | সোমবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সপ্তাহের মাঝামাঝি আবারো হাজির হলাম আমার ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আমাদের দেশে এখন অনেকটাই মিশ্র আবহাওয়া বিরাজ করছে। কোথাও তীব্র গরম আবার কোথাও প্রচুর বৃষ্টি। আবার কয়েকদিন আগেই সিলেট এলাকায় হয়ে গেল ভয়াবহ বন্যা। সবগুলোই মূলত জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট লক্ষণ। মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, সেইসঙ্গে পরিবেশ দূষণের ফল স্বরূপ ধীরে ধীরে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি। এখনো সচেতন না হলে পরবর্তীতে আরো ভয়ানক পরিনাম অপেক্ষা করছে এ ব্যাপারে মোটামুটি সবাই নিশ্চিত। যাই হোক সবাই আমরা এ ব্যাপারে সচেতন হব এটাই প্রত্যাশা। আসুন তাহলে দেখে নেয়া যাক আজকের ফটোগ্রাফি গুলো।

MagPic_20220530_234046490.jpg

আলোকচিত্রঃ ১


20220529_180404.jpg

20220529_180353.jpg

Location

বিকেলে এক বন্ধুর সঙ্গে হাঁটতে গিয়েছিলাম নদীর ধারে। দেখতে পেলাম এক ঝাঁক কিশোর ছেলে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে মনের আনন্দে বেরিয়ে পড়েছে পিকনিক করার উদ্দেশ্যে। নৌকা ভ্রমন সেইসঙ্গে পিকনিক কতই না আনন্দ।


আলোকচিত্রঃ ২

20220530_124434.jpg

20220530_124430.jpg

Location

আমাদের বাড়ির সামনের প্রবেশপথে লাগানো এক ধরনের পাতাবাহার গাছের ফুল এটি। আগে কখনও লক্ষ্য করিনি এত সুন্দর ভুল হয় এই গাছে। সম্ভবত এ বছরই প্রথম দেখলাম। তাই ছবি তুলে শেয়ার করলাম আপনাদের সঙ্গে।


আলোকচিত্রঃ ৩

20220526_173540.jpg

20220526_173515.jpg

Location

আমার ধারণা এটা কি ফল আপনারা কেউই বলতে পারবেন না। এক সময় আমাদের এলাকায় এই গাছটি প্রচুর পরিমাণে দেখা যেত কিন্তু এখন আর একেবারেই দেখা যায় না। বাড়ি থেকে দূরবর্তী একটি এলাকায় ঝোপের পাশে হঠাৎ চোখে পড়লো এই গাছটি। এর নাম ধুতরা।


আলোকচিত্রঃ ৪

20220526_162439.jpg

20220526_162434.jpg

Location

কমিউনিটির অনেক সদস্যই দেখলাম বিড়াল পছন্দ করেন। বিশেষ করে হাফিজ ভাই এমনকি আমাদের দাদা কেউ দেখলাম বিড়ালের প্রতি দুর্বল। তাই চলতি পথে ছোট বাচ্চা দুটির এই বিড়াল নিয়ে ঘুরে বেড়ানো দেখে ছবি তুলে নিলাম তাদের জন্য যারা বিড়াল ভালোবাসেন।


আলোকচিত্রঃ ৫

20220525_182851.jpg

20220525_182850.jpg

Location

পদ্মা নদীর একটি চিরন্তন দৃশ্য। বর্ষার নতুন পানিতে জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে মেতে উঠেছে মাছ ধরায়। ডুবে থাকা চরের নিচু জমিতে জাল পেতে রেখে পরবর্তীতে আবার তুলে নেয় মাছের আশায়। এভাবেই প্রতিনিয়ত চলে তাদের মাছ ধরা।


আলোকচিত্রঃ ৬

20220526_173452.jpg

20220526_173440.jpg

Location

আগে যে ধুতরা ফল আপনাদের দেখালাম এটা হচ্ছে সেই গাছের ফুল। ফল যেমন কাঁটাযুক্ত দেখতে বিদঘুটে ফুলগুলো কিন্তু দেখতে ঠিক তার উল্টো কিন্তু আকর্ষণীয় হলে কি হবে যতদূর জানি এই ফুল এবং ফল দুটোই বিষাক্ত।

আলোকচিত্রঃ ৭

20220512_170512.jpg

20220512_170511.jpg

Location

এই ফুলটির নাম আমার অজানা। এই ঋতুতে প্রতিবেশীর বাড়িতে দেখেছিলাম ফুলগুলো ফুটে থাকতে। লাল রঙের এই ফুলগুলো দারুণ আকর্ষণীয়। ফটোগ্রাফি পোস্টে ফুল থাকবে না তা কি হয়। তাই দিয়ে দিলাম এই ফুলের ছবি।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

বাহ আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। উৎসাহ বেড়ে গেল কয়েক গুন। আশা করি সামনে আরও ভাল ভাল ফটোগ্রাফী নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব।

 2 years ago 

দারুন সব ফটোগ্রাফি দিয়ে আজকের পোস্টটি সাজিয়েছেন খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে নদী এবং নৌকার ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে

 2 years ago 

সত্যি বলতে কি ফটোগ্রাফি করার চাইতে অন্যের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফি পোষ্টের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

সাপ্তাহিক ফটোগ্রাফি পোস্টে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে আপনার দ্বিতীয় ফটোগ্রাফিটি অর্থাৎ ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এটা পাতাবাহার জাতীয় একটি গাছ। তবে নামটি আমার মনে নেই। ফুলগুলো বাস্তবে দেখতে আরও বেশি আকর্ষণীয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে নদীর পাড়ে নৌকার ফটোগ্রাফি আমার বেশি ভাল লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাড়ির কাছাকাছি পদ্মানদী হওয়াতে মাঝেমাঝেই সেখানে যাই। আর প্রায় সবসময়ই এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

প্রকৃতির বিরূপ আচরণ জলবায়ু পরিবর্তনের স্পষ্ট উদাহরণ। আর ফটোগ্রাফি গুলো সত্যিই দুর্দান্ত ছিল ভাই। বিশেষ করে ফুলের ফটো রাখি গুলো সবচেয়ে বেশি পার্ফেক্ট ক্যামেরা বন্দি হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটি পড়া এবং দেখার জন্য সেই সঙ্গে মূল্যবান মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার সাপ্তাহিক ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভাইয়া আমি কিন্তু আপনার ফটোগ্রাফিতে ধুতরা ফল টা দেখে চিনতে পেরেছি। তবে অনেকদিন পর ধুতরা ফল এবং ফুল দেখতে পেলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। পদ্মা নদীর ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি প্রথম ব্যক্তি যে কিনা ছবি দেখে এই ফলটি চিনতে পারলেন। মনে হচ্ছে গ্রামের সঙ্গে আপনার যোগাযোগ আছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে ।প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে ।প্রতিটি ফটোগ্রাফির নীচে বেশ সুন্দর বর্ণনা দিয়েছেন ।পড়ে বেশ ভাল লাগল ।আর আপনার শেষের ছবিটার ফুলটি হচ্ছে সন্ধ্যামালতী ফুল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ নাম টি জানানোর জন্য। আসলে এগুলো অনেক দেখেছি কিন্তু নাম জানা ছিল না। সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সাপ্তাহিক ফটোগ্রাফি পোস্ট নিয়ে আসলে কি বলবো ।কারণ আপনি বরাবর এমন সব ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেন যাতে সেই মনটা ভালো হয়ে যায় ।সেইসাথে আপনি খুব সুন্দর ভাবে প্রাসঙ্গিক বিষয় গুলো নিয়ে আলোচনা করেন খুঁটিয়ে খুঁটিয়ে। এত সুন্দর হবে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে যা ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করি ফটোগ্রাফির মাধ্যমে। এত সুন্দর মন্তব্য করলে কার না ভালো লাগে ফটোগ্রাফি করতে। অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

ঠিক বলেছেন ভাই জলবায়ুর পরিবর্তন সুস্পষ্ট লক্ষণীয়। আমাদের অঞ্চলটা নাতিশীতোষ্ণ ছিল কিন্তু এখন এই কথাটি বলতে সাহস পাইনা। কখনো কখনো মাত্রাতিরিক্ত গরম আবার কখনো অতিরিক্ত ঠান্ডা। পরিবেশগত ভারসাম্য একেবারে নষ্ট হয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আমি বায়ুদূষণকেও যথেষ্ট গুরুত্ব দিতে চাই। যাই হোক ভাই আপনি অত্যন্ত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বেশি ভালো লাগলো ধুতরা ফুল ও ফলের ফটোগ্রাফি। কত বছর আগে যে এটা দেখেছি সেটা এখন খেয়াল করে বলতে পারবোনা। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার আমার মত গুটিকয়েক মানুষ এ বিষয়ে চিন্তা করলেও বেশিরভাগ মানুষই এ ব্যাপারে সচেতন নয় কিন্তু একটা সময় আসবে যখন সচেতন হলেও আর কিছু করার থাকবে না। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69122.82
ETH 3737.08
USDT 1.00
SBD 3.68