You are viewing a single comment's thread from:

RE: একটি অসমাপ্ত প্রেম কাহিনী/পর্ব:-০৩ ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

জীবনে চলার পথে কখনো হার কখনো জিৎ কখনো দুঃখ কখনো সুখ এই গুলো চিরচেনা। দুঃখগুলোকে পরিশ্রমের মাধ্যমে সফলতায় পরিণত করাই বুদ্ধিমানের কাজ। একটা মানুষ কম কষ্টে কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না।জীবন যখন থমকে দাড়ায় পিছনে বা সামনের দিকে যখন সে চলতে পারেনা ঠিক তখনই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। যে যাবার সে তো চলে যাবে কিন্তু বাবা-মা কখনোই সন্তানের অমঙ্গল চায়না তাই রাশেদ অবশ্যই তার বৃদ্ধ বাবা-মার কথা চিন্তা করে নিজেকে আত্মহত্যা থেকে রক্ষা করবে এবং সামনের পথ প্রশস্ত করবে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক শিক্ষনীয় একটা পোষ্ট করার জন্য

Sort:  
 2 years ago 

মানুষের জীবনে দুঃখ-কষ্ট এগুলো আসবে এটাই স্বাভাবিক। দুঃখ আসলে যে আত্মহত্যা করতে হবে এমন মন মানসিকতা সকলেরই পরিবর্তন করা খুবই জরুরী বলে আমি মনে করি। আত্মহত্যা কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56442.36
ETH 2405.22
USDT 1.00
SBD 2.32