আমাদের কোন পেশাকে ছোট করে দেখা উচিত নয়। আজকে আমাদের দেশে যদি সুইপার না থাকতো তাহলে কি একটা অবস্থা হতো না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটি পেশাকে সঠিক পর্যায়ে দেওয়া। বাবা সুপার হওয়ার কারণে মেয়েটি স্কুলে অনেক অসুবিধা হতো কিন্তু শিক্ষকরা অনেক সুন্দর একটি কাজ করেছে। এরকম স্কুলের ফাস্ট একটি মেয়েকে তারা বের না করে সঠিক মর্যাদা দিয়ে রেখেছে বেশ ভালো লাগলো নাটকটি। স্কুলে তো বাবা মা যাই করুক না কেন পড়াশোনাটা আগে দেখা । খুবই ভালো লাগলো ভাইয়া এরকম শিক্ষানীয় একটি নাটক আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু সব পেশাদার মানুষকে আমরা এক চোখেই দেখবো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।