আপনি শুনছেন ভাইয়া আর আমি দেখেছি বাড়ি থেকে রান্নাবান্না শিখে আসতে হয় এমনকি স্কুলেও রান্নাবান্না করা হয়। সত্যিই এখনকার শিক্ষা ব্যবস্থা বড়ই অদ্ভুত। পড়াশোনার বদলে সবকিছু ড্রইং করা রান্না করা ইত্যাদি কাজ শেখানো হয়। শিক্ষার বদলে ঘরের কাজ বেশি শেখানো হয় শিক্ষার্থীদের। আপনার সম্পূর্ণ পোস্ট করে খুবই ভালো লাগলো ভাইয়া ।ধন্যবাদ শেয়ার করার জন্য।
শুধু শুনেছি না রীতিমত এর ড্রয়িং গুলো আমার করতে হয়েছে, সবচেয়ে বিরক্ত লেগেছে তখন যখন একই ড্রয়িং বিভিন্ন সাইজে বিভিন্ন খাতায় ড্রইং করতে হয়েছে, সে বিরক্ত তা থেকেই এই পোস্ট করা হয়েছিল, যাইহোক এরকম অভিজ্ঞতা সম্মুখীন আপনিও হয়েছেন, আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।