আমাদের সবার প্রিয় PUSS এর আর্ট।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বর্তমান আমাদের কমিউনিটিতে নিজস্ব একটি PUSS কয়েন আছে। আর এই PUSS কয়েন টি অল্প সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে PUSS দেখতে। আমরা সবাই আমাদের নিজেদের মতো করে এই কয়েন এর প্রতি ভালবাসাটা প্রকাশ করি। আমি অনেক চেষ্টা করার পর এই PUSS কয়েন টি আর্ট করতে পেরেছি। যদিও এই পোস্টটি আর্ট করতে আমার অনেক সময় লেগেছিল কিন্তু তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লেগেছে। আমি চেয়েছিলাম একটা হাসিখুশি সুন্দর puss আর্ট করতে। এখানে আমি আর্ট করেছি উঁচু একটি পাহাড়ের উপর নীল আকাশের মাঝে একটি PUSS সুন্দরভাবে হাসিখুশি ভাবে দাঁড়িয়ে আছি। আমি চাই একদিন PUSS কয়েন অনেক উঁচুতে উঠুক। আমরা সবাই এই PUSS কয়েন নিয়ে অনেক আশাবাদী। কিভাবে আমি এই PUSS আর্ট করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | কাগজ |
২ | কলম |
৩ | পেন্সিল |
৪ | রাবার |
৫ | রং পেন্সিল |
৬ | স্কেল |
ধাপ-১
প্রথমে আমি সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে একটি PUSS এর চোখ,কান,নাক,মুখ এঁকে নিলাম।
ধাপ-২
তারপর চারটি পা ও লেজসহ পুরো শরীর এঁকে নিলাম।
ধাপ-৩
তারপর PUSS এর চারপাশে সুন্দর করে দাগ টেনে নিলাম । তারপর PUSS এর পায়ের দিকে কিছুটা মাটি এঁকে নিলাম।
ধাপ-৪
এরপর PUSS সহ সম্পূর্ণ অংকন টি কলম দিয়ে মোটা করে এঁকে নিলাম।
ধাপ-৫
তারপর সুন্দর করে খয়েরি ও হলুদ রং ব্যবহার করে সম্পূর্ণ PUSS রং করে নিলাম।
ধাপ-৬
এরপর উপরের দিকটা আকাশের রং করলাম এবং নিচের দিকে কিছুটা ঘাসের রং করে দিলাম।
ধাপ-৭
তারপর নিচে অনেকগুলো ঘাস এবং কিছু ফুল এঁকে নিলাম। এরপর রং গুলো হাত দিয়ে ঘষে সুন্দর করে দিলাম।
ধাপ-৮
এরপর নিচে সিগনেচার করে আমি আর্ট সম্পূর্ণ করলাম। আমার আজকের PUSS এর আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ও ভীষণ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভাল ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
বেশ দারুণ হয়েছে পুস এর আর্ট। এত সুন্দর আর্ট করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে গেলে বেশ চমৎকার ছিল। এত সুন্দর একটি আর্ট করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আমার আর্ট দেখে মুগ্ধ হয়েছেন এটা জানতে পেরে আমি ভীষণ খুশি হলাম আপু ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদার উপহার পুস আমাদের সবার প্রিয়। আপনি আমাদের সবার প্রিয় পুস আর্ট করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার পুস আর্ট টি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে পুস আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
আর্ট টি তৈরি করতে অনেক সময় লেগেছিল আপু তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল।
PUSS এর আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি চমৎকার আর্ট করেছেন আপু। দারুন একটি আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপনার পোস্ট দেখে।
ধন্যবাদ আপু।
আমাদের সকলের প্রিয় ভালোবাসার puss এর দারুন ছবি এঁকেছেন আপু।বেশ মনোমুগ্ধকর হয়েছে আপনার আর্ট টি আপু।খুবই চমৎকার ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু একটু ভিন্ন ধরনের আর্ট তৈরি করার জন্য।
আমাদের প্রিয় $puss কে খুব চমৎকার ভাবে আর্ট করেছেন আপু।আপনার আর্টটি দারুন হয়েছে।কালার কম্বিনেশন দারুন ছিল।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবে আর্টটি শেয়ার করার জন্য।
একটু ভিন্নভাবে PUSS এর সাথে ভালোবাসা প্রকাশ করতে চাইলাম ধন্যবাদ আপু।
Puss দেখলেই যেন একটা অন্যরকম শান্তি মিলে যায়। আপনি খুবই সুন্দর করে পুশ এর আর্ট তৈরি করেছেন। তাছাড়া এটি রং করাই দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর ইতিমধ্যে সকলের কাছেই এটি অনেক প্রিয়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।
PUSS কয়েন খুব কম সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করলো। ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করলেন। আমাদের সবার প্রিয় $puss কয়েন কে কেন্দ্র করে এত সুন্দর একটি আর্ট করে নিলেন আপনি। পুরো আর্টের ধাপগুলো দেখে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
চেষ্টা করি আপু সুন্দর সুন্দর কিছু তৈরি করতে। ধন্যবাদ আপু।
আজকে আপনি দেখছি পুস কয়েনের খুবই সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের কমিউনিটির বেশ কিছু সদস্য পুস কয়েনের প্রতি ভালোবাসা প্রদর্শন করে খুবই সুন্দর সুন্দর করে পুসের দৃশ্য আর্ট করেছেন। এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আজকে আপনার আর্ট করা পুসের দৃশ্য টি অনেক বেশি সুন্দর লাগছে।
আমার কাছেও আর্ট করার পরে ভীষণ ভালো লেগেছিল ভাইয়া ধন্যবাদ।
আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
ঠিক বলেছেন ভাইয়া আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। চেষ্টা করি সব সময় ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য।