SuperWalk অ্যাপস এ আমার দ্বিতীয় সপ্তাহ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,৩১ ডিসেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ রাত্রি। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি নিয়ে হাজির হয়েছি। দেখতে আরো একটা বছর শেষ হতে চলেছে। আজকে বছরের সেই দিন আর আগামীকাল চলে আসবে নতুন আরো একটা বছর। সুখ-দুঃখ হাসি-কান্নার মধ্য দিয়ে আমাদের সকলের এই বছরটি অতিক্রান্ত হয়েছে। এই বছরে আমাদের সকলেরই কিছু পাওয়া কিছু না পাওয়ার গল্প রয়েছে তা আমরা অনেক সময় আমাদের পোষ্টের মাধ্যমে শেয়ার করেছি এবং আমরা একে অন্যের বোঝ থেকে জানতে পেরেছি। ২০২৪ সালের শেষের দিকে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একটা অ্যাপস ব্যবহার করার কথা বলা হয়েছে। বলার পর থেকেই আমি অ্যাপটি ব্যবহার করতে শুরু করে দিয়েছি। হাঁটাচলার পরিমাপ নির্ধারণ করার জন্য এই অ্যাপসটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও দিনের বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে হাঁটাচলা করা হয় কিন্তু সবগুলো পরিমাপ এই অ্যাপস এর মাধ্যমে প্রকাশ করা আমার পক্ষে খুব একটা ভালোভাবে সম্ভব হয় না। যদিও ছেলেদের ক্ষেত্রে এই কাজটা অনেকটাই সহজ কারো না তাদের প্যান্টের পকেট থাকে তারা চাইলে মোবাইলটা পকেটের মধ্যে রেখে দিতে পারে আর পরিমাপটা খুব ভালোভাবেই নির্ধারণ করতে পারে। মেয়েদের জন্য এই কাজটা অনেকটাই কঠিন কেননা তারা সব সময় মোবাইল হাতে করে বাইরে হাঁটাচলা করে না। তারপরও আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু সময় মোবাইল হাতে নিয়ে হাঁটাচলা করতে যেন আমি আপনাদের মাঝে আমার হাঁটাচলা পরিমাণের একটা স্ক্রিনশট দিতে পারি।
প্রথম সপ্তাহে খুব একটা ভালোভাবে এই অ্যাপ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছিলাম না কিন্তু যতদিন যাচ্ছে তত ভালোভাবে এই অ্যাপস সম্পর্কে ধারণা লাভ করছে। গত এই এক সপ্তাহে আমি কতটুকু হাঁটাচলা করেছিলাম সেগুলো আপনারা আবার শেয়ার করা এই স্ক্রিনশট গুলো দেখলেই খুব ভালোভাবে ধারণা লাভ করতে পারবেন।
দিনের কিছু সময় হাঁটাচলা করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য হাঁ হাঁটাচলা করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শহরের মানুষের জন্য হাঁটাচলা করাটা একটু বেশি প্রয়োজন কেননা তারা খুব একটা বেশি ঘরের বাইরে যায় না।
আপনারা প্রতিনিয়ত এই অ্যাপস কে কেমন ভাবে ব্যবহার করছেন এবং এই অ্যাপস ব্যবহার করতে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। পরবর্তী দিনে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
অল্প পরিমাণে হলেও আপনি প্রতিনিয়ত এই এপস ব্যবহার করছেন এটা দেখে খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত চেষ্টা করতে থাকুন একটু কষ্ট হলেও মোবাইল হাতে রেখে হাঁটাচলা করুন দেখবেন আপনার হাঁটা চলার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে।
চেষ্টা করছি সামনে আরো বেশি হাঁটাহাঁটি করার জন্য ধন্যবাদ।
Nominated 💧
অবশ্যই করণীয়: SuperWalk এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( ) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
নোট: Buy করা NFT পুনরায় মার্কেটে sell করতে পারবেন।
আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।
টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd