আর্ট: লাল রঙের মেহেদির ডিজাইন।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার ,৪ জুন ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আর্ট পোস্ট। প্রতি সপ্তাহে আমি যে কোন ধরনের একটি আর্ট পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর মাত্র চারদিন পর আমাদের মুসলমান ধর্মের বড় একটি ঈদ। ঈদুল আযহা আর এই ঈদ উপলক্ষে ছোট বড় সবাই অনেক সুন্দর করে হাতে মেহেদী দিবে। তাই ঈদের আগে আমি আপনাদের মাঝে সুন্দর একটি মেহেদি ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আমার তো মেহেদি ডিজাইন ভীষণ পছন্দ মেহেদি ডিজাইন দেখলেই হাতে দিতে ইচ্ছা করে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সুন্দর লাল রঙের ডিজাইনটি ভালো লাগবে। মেহেদি দেওয়ার পর ডিজাইন লাল রঙের হয় তাই আমি লাল কলম দিয়ে আর্ট করেছি। যেন আপনাদের কালার টা বুঝতে অসুবিধা হয়। যাইহোক কিভাবে আমি সম্পূর্ণ ডিজাইন আর্ট করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | সাদা কাগজ |
২ | লাল কলম |
ধাপ-১
প্রথমে আমি লাল কালি দিয়ে ছোট একটি বিন্দু এঁকে নিলাম ।এরপর চারপাশে আরো দুইটি গোল করে বৃত্ত এঁকে নিলাম। এরপর বড় বৃত্তের সাথে ছোট ছোট পাপড়ি এঁকে সুন্দর একটি ফুল এঁকে নিলাম।
ধাপ-২
এরপর ফুল টাকে কেন্দ্র করে প্রথমে ছোট করে একটি বৃত্তে এঁকে নিলাম। তারপর বড় করে একটি বৃত্ত এঁকে নিলাম। এরপর লাভ শেপের অনেকগুলো পাপড়ি দিয়ে বড় করে একটি ফুল এঁকে নিলাম।
ধাপ-৩
তারপর বড় বড় অনেকগুলো পাপড়ি এঁকে নিলাম ফুল টাকে কেন্দ্র করে। এরপর পাপড়ি গুলোর মধ্যে আবারো ছোট করে একটি পাপড়ি এঁকে নিলাম অর্থাৎ ডাবল পাপড়ি হয়ে গেল।
ধাপ-৪
এরপর পাপড়ি গুলোর মধ্যে সুন্দর করে ডিজাইন করে নিলাম। তারপর পাপড়ি গুলোর বাইরের অংশে আরো সুন্দর করে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ-৫
তারপর ফুলের উপরের দিকে বড় করে একটি ডিজাইন এঁকে নিলাম। এই ডিজাইন টার নাম আমি জানিনা তবে সবাই বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে। ডিজাইন করা হয়ে গেলে এর মধ্যে আমি একপাশে সুন্দর করে প্যাঁচানো ডিজাইন এঁকে নিলাম ছোট ছোট অনেকগুলো।
ধাপ-৬
তারপর এর মাঝে দাগ দাগ দিয়ে আরও সুন্দর করে ডিজাইন করতে শুরু করে দিলাম। এরপর একদম নিচের দিকে ছোট করে একটি ফুল এঁকে লাল রঙে ভরাট করা কয়েকটি বৃন্দ একে দিলাম চারপাশে।
ধাপ-৭
এরপর একদম নিচের দিকে সিগনেচার করে সম্পন্ন করলাম আমার আজকের আর্ট। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এ আর্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
মেহেদী পড়তে ভালোই লাগে আমার কাছে। আর ঈদের সময় তো কমবেশি সবার মেহেদি পড়া হয়। আপনার মেহেদি ডিজাইনটি আমার খুব ভালো লেগেছে। হাতে পড়লে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন করেছেন আপু।আপনার করা ডিজাইন টা দেখতে অসাধারণ হয়েছে।খুবই নিখুঁতভাবে ডিজাইনটি সম্পূর্ণ করেছেন। এভাবে ডিজাইন করে হাতে মেহেদী পরলে দেখতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
লাল রঙের এই মেহেন্দি ডিজাইনটি দেখে মনে হচ্ছে যেন মেহেন্দির রং হাতে এসছে। সাদা কাগজের ওপর এমন লাল রঙের মেহেন্দি ডিজাইন ভীষণ সুন্দর লাগছে দেখতে। এমন সুন্দর ডিজাইন হাতে পড়লে বেশ ভালো লাগবে।
বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। আপনার মেহেদির ডিজাইন হাতে দিলে বেশ মানাবে নিশ্চই। এত চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আজকে আপনি লাল কলম দিয়ে খুব সুন্দর মেহেদি ডিজাইন আঁট করেছেন। তবে মেহেদি ডিজাইন আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আর আপনার মেহেদি ডিজাইন আর্ট ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালো লাগলো। এত সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
সবসময় আপনার কাছ থেকে খুবই সুন্দর কিছু মেহেদী ডিজাইন দেখে আসছি। আজকেও যেভাবে আপনি লাল রঙের এই সুন্দর মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে চমৎকার দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে এই মেহেদি ডিজাইন শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার আর্ট করার প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তেমনি এখানে আপনি একের পর এক ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে দিয়েছেন৷ যা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷