You are viewing a single comment's thread from:

RE: নিজের সবজি ক্ষেত থেকে বেগুন তোলার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

প্রথমতই আপনার সুস্থতা কামনা করি। আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। খুবই দারুন আইডিয়া আপনার পুকুরপাড়ের পাশে সবজি বাগান করেছেন। যাক বেগুনের দাম কিছুটা বেড়েছে জেনে খুশি হলাম। প্রায় অনেক বছর আগে আমাদের একবার টমেটো করেছিল।টমেটো করার আগে অনেক দাম ছিল আমরা যখন খেতে টমেটো করেছিলাম তখন দাম অনেক কমে গেছে গিয়েছিল। বেগুন গাছগুলো আপনি অনেক যত্নসহকারে চাষ করছেন আশা করি খুবই ভালো ফলন হবে। আমিও গাছপালা লাগাতে খুবই পছন্দ করে। আমি শুধুমাত্র দুইটা বেগুন গাছ কিনে টবের মধ্যে লাগিয়েছি কয়েকদিন আগে। এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। খুবই ভালো লাগলো আপনার বেগুন গাছ সম্পর্কে পড়ে।

Sort:  
 last year 

দোয়া করি যেন আপনার বেগুন গাছ দুইটা সুস্থ-সবল থেকে ফল দেয়। অবসর সময়ে এই কাজগুলো করলে মন প্রফুল্ল থাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65045.20
ETH 3523.22
USDT 1.00
SBD 2.37