হঠাৎ করে চক্ষু হাসপাতালে ।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি হঠাৎ করে চক্ষু হাসপাতালে গেলাম আর সেখানে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আসলে বেশ কয়েকদিন চোখে কিছু সমস্যায় ভুগছিলাম। চোখের মধ্যে অনেক বেশি জ্বালাতন করতো এবং চোখের বিভিন্ন ধরনের সমস্যায় দেখা দিয়েছিল। আর এই চোখে সমস্যা হঠাৎ করেই পরশুদিন অনেক বেশি মারাত্মক আকার ধারণ করে। সেদিন সকাল বেলাৎ হঠাৎ করে চোখে চুলকানিটা অনেক বেশি বেড়ে যায়। আর চোখ অনেক বেশি চুলকানোর কারণে আমি নিজে হাত দিয়ে অনেক বেশি চোখটাকে চুলকাই আর যত সমস্যা শুরু সেখান থেকেই হয়। অতিরিক্ত চোখ চুলকানোর কারণে চোখের অনেকটা অংশ পুলে গিয়েছে এবং সে পুলা অংশটা অনেক মারাত্মক রূপ ধারণ করে দেখতে অনেক ভয় লাগছিল আর সেদিন অনেক বেশি আতঙ্কে ছিলাম আমি। হঠাৎ করে চোখে এই অবস্থা হল। পরে খোঁজখবর নিয়ে ভালো একটা চক্ষু ডাক্তারের সিরিয়াল দিয়ে দিলাম।
পরে কালকে সকাল বেলা দশটার দিকে সবকিছু ঘুছিয়ে চলে গেলাম চোখ হাসপাতালে। সাথে আমার মা গিয়েছিল কারণ আমি আমি এখনো বাবুকে নিয়ে বাইরে বেরোই না কারণ বাবুকে বাইরে নিয়ে গেলে আমি নিজেই সামলাতে পারি না। সেজন্য যখনই হসপিটালে যাওয়া হয় মাকে সাথে নিয়ে যাই। আমরা গেলাম গিয়ে হসপিটালে বসলাম বসার পর প্রথমে একটা জায়গায় নিয়ে গিয়ে আমার চোখের টেস্ট করল এভাবে পরপর তিনটা জায়গায় তিনবার আমার চোখে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হলো। চোখের টেস্ট গুলো করার সময় আমি অনেক বেশি ভয়ে ছিলাম কারণ প্রথমবার এভাবে চোখের কোন সমস্যা দেখা দিল এবং প্রথমবারই এরকম চোখের যন্ত্রপাতি সবকিছু দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে আবার বারবার টেস্টগুলো করা শেষে বাবুকে এসে দেখছিলাম।
পরবর্তীতে সবগুলো টেস্ট শেষে ডাক্তার যখন রিপোর্টগুলো দেখল তখন বলল যে আমার বাম চোখে আমি কম দেখতে পাই। এরপর আমাকে কিছু লেখা পড়তে বলে দূরে ওইগুলা পড়লাম। সেখানে দূরের যে ছোট ছোট জিনিস গুলো শব্দগুলো রয়েছে সেগুলো আমি বাম চোখ দিয়ে দেখতে পাচ্ছি না ছোট ছোট শব্দগুলো দূর থেকে। পরবর্তীতে আসলে জানতে পারলাম যে আমার বাম চোখের কম দেখি দূরে জিনিস গুলা। এই জিনিসটা শুনে আমি তো খুবই ভয় পেয়ে যাই পরবর্তীতে ডাক্তার আমাকে কোন ওষুধই দিতে পারেনি কারণ আমার ছোট বাবু রয়েছে ওষুধগুলো দিলে তার ক্ষতি হবে। সে জন্য একটা চোখের ড্রপ দিয়েছে এবং একটা চশমা দিয়েছে।
পরবর্তীতে এক মাস পর ডাক্তার আবার যেতে বলেছে সবকিছু টেস্ট করে দেখবে চোখের কি অবস্থা। হঠাৎ করে চোখের আর এই সমস্যা হবে সেটা আসলে কল্পনা করেনি। চোখ মানুষের অনেক মূল্যবান একটা জিনিস। সবারই চোখে অনেক দোকানে হওয়া উচিত কারণ চোখের কোন সমস্যা হলে পুরো দুনিয়াটাই অন্ধকার অন্ধকার মনে হয়।
পরবর্তীতে ডাক্তারের দেওয়া ড্রপগুলো নিয়ে নিলাম এবং বাড়িতে ফেরার পথে আমার ছোট খালামণি সাথে দেখা হল। তার সাথে অনেকক্ষণই কথাবার্তা বললাম। সবশেষে বাড়িতে এসে অনেক বেশি খারাপ লাগছিল চোখেরই সমস্যার কথা জানতে পেরে। অনেক ভয় অনেক আতঙ্কে ছিলাম সেজন্য কালকে পোস্টটা করবো করবো বলেও শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজকে সকাল বেলায় আপনাদের মাঝে পোস্টটা শেয়ার করতে চলে এলাম। আশা করি আজকের পোস্ট আপনাদের মাঝে ভালো লাগবে। সবাই দোয়া করবেন যাতে আমার চোখে সমস্যাটা ভালো হয়ে যায় এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত।
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/APatwary88409/status/1838768928870535208?t=-2yWLsw5ZFMbNLyFF2s9lg&s=19
তাহলে অবশ্যই সাবধানে চলতে হবে এবং মোবাইল ব্যবহার করতে হবে। কখনকার কি সমস্যা হয়ে যায় কেউ বলতে পারে না। যেহেতু বাম চোখের সমস্যা ধরা পড়েছে অবশ্যই মোবাইল ব্যবহার করার সময় চশমা ব্যবহার করবেন। আর বেশি বেশি শাক জাতীয় জিনিস খেতে হবে।
চোখে জ্বালা পোড়া কিংবা চোখের চুলকানির সমস্যা সত্যি অনেক মারাত্মক। আর চোখের কোন ইনফেকশন হলেই সাধারণত এরকম সমস্যা দেখা দেয়। আমার তো চোখ ব্যথা করে শুধু। ডক্টর দেখিয়ে ভালোই করেছেন আপু। খুবই সাবধানে থাকতে হবে আপু।