ক্লে দিয়ে হাঁসের সুন্দর একটি দৃশ্য তৈরি।

in আমার বাংলা ব্লগ8 days ago
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি ক্লে দিয়ে হাঁসের সুন্দর একটি দৃশ্য তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা ক্লে দিয়ে হাঁসের সুন্দর একটি দৃশ্য ।

1000042271.jpg

আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।কিন্তু অনেকদিন ধরেই কোন ধরনের ডাই তৈরি করা হয়নি আর সেটা সুযোগ হয়ে ওঠেনি ।আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি ক্লে দিয়ে। আমি প্রথমবারেই ক্লে আপনাদের মাঝে কোন কিছু তৈরি করে শেয়ার করছি। ক্লে দিয়ে টুকটাক করেছি কিন্তু কখনোই সুন্দর করে কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আজকে কিছু তৈরি করি সুন্দর দুটো হাঁস পুকুরের মধ্যে সাঁতার কাটছে এরকম একটা দৃশ্য আমি ক্লে দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের মাঝে কাছে ভালো লাগবে।।

উপকরণ:-
কার্ডবোর্ডের
ক্লে
পেন্সিল
কাঁচি

1000042205.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি কার্ডবোর্ড টাকে গোল করে কেটে নিলাম।

1000042274.jpg

ধাপ:-২

এরপর আমি নীল রংয়ের ক্লে নিলাম এবং কার্ডবোর্ডের ওপরে ক্লে সুন্দর করে সেট করে নিলাম।

1000042275.jpg

1000042276.jpg

ধাপ:-৩

এরপর নীল রঙের ক্লে মধ্যে আমি বিভিন্ন ধরনের দাগ দিয়ে পানির মতো ঢেউ তৈরি করলাম।

1000042277.jpg

1000042278.jpg

ধাপ:-৪

এরপর আমি নিয়ে নিলাম কালো রঙের ক্লে। কালো রং এর ক্লে নিয়ে বলের মত করে তৈরি করে নিলাম।

1000042279.jpg

1000042280.jpg

ধাপ:-৫

নীল রং এর ক্লের উপর কালো ক্লে একটি করে বসিয়ে দিলাম পাথরের মত করে।

1000042281.jpg

1000042282.jpg

ধাপ:-৬

এরপর আমি ব্রাশ দিয়ে কালো ক্লে উপর ছোট ছোট দাগ তৈরি করলাম।

1000042283.jpg

1000042284.jpg

ধাপ:-৭

এরপর আমি নিয়ে নিলাম সবুজ রংয়ের ক্লে।এই ক্লে দিয়ে ছোট ছোট ঘাস তৈরি করে পাথরগুলোর মাঝখানে বসিয়ে দিলাম।

1000042285.jpg

1000042286.jpg

1000042287.jpg

ধাপ:-৮

এরপর আমি সবুজ রঙের ক্লে দিয়ে পদ্ম ফুলের নিচের সবুজ অংশটি তৈরি করলাম দুইটা। এবং নীল রঙের মাঝখানে বসিয়ে দিলাম।

1000042288.jpg

1000042289.jpg

ধাপ:-৯

এরপর আমার গোলাপি রঙের ক্লে দিয়ে ফুল তৈরি করে নিলাম।

1000042290.jpg

1000042291.jpg

1000042292.jpg

ধাপ:-১০

এরপর আমি হলুদ রঙের ক্লে নিয়ে নিলাম হাঁস তৈরি করার জন্য।

1000042293.jpg

1000042294.jpg

ধাপ:-১১


হলুদ রং ক্লে দিয়ে দুটো হাঁস তৈরি করে আমি ঠোট কমলা রং ক্লে দিয়ে দিলাম এবং চোখের মধ্যে বেগমের রঙ ক্লে দিলাম।

1000042295.jpg

1000042296.jpg

ধাপ:-১২

আর শেষে আমি হাঁস দুটো কে নীল রঙের ক্লের মাঝখানে বসিয়ে দিলাম।

1000042297.jpg

1000042298.jpg

শেষ ধাপ

এভাবেই তৈরি করে নিয়েছি ক্লে দিয়ে সুন্দর দুটো হাঁসের দৃশ্য। আশা করি আপনাদের কাছেও আমার তৈরি করা দৃশ্যটি ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

1000042269.jpg

1000042268.jpg

1000042267.jpg

1000042273.jpg

1000042270.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago (edited)

ক্লে দিয়ে হাঁসের দৃশ্য তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন।

 6 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ এই ডাই পোস্ট দেখে একটি মন্তব্য করার জন্য।

 8 days ago 

ক্লে ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি হাঁসের দৃশ্য তৈরি করেছেন আপু। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আসলে ক্লে দিয়ে আপনার তৈরি জিনিস গুলো আমার অনেক ভালো লাগে। আপনি একদম নিখুত হাতে এই কাজগুলো করে থাকেন। তার জন্য এত সুন্দর হয়। যাই হোক এত সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে হাঁসের এত সুন্দর একটি দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 6 days ago 

ক্লে দিয়ে তৈরি করাই হাঁসের দৃশ্যটি আপনাকে মুগ্ধ করেছে জেনে অনেক বেশি খুশি হলাম। কিছু তৈরি করলে কেউ যদি বলে তার কাছে ভালো লেগেছে সেটা শুনে অনেক বেশি ভালো লাগে।

 7 days ago 

বাহ চমৎকার খুবই সুন্দর লাগছে। ক্লে দিয়ে হাঁসের দৃশ্য টা চমৎকার তৈরি করেছেন। হাঁস যেন পানিতে খেলে বেড়াচ্ছে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। খুবই সুন্দর ছিল আপনার পোস্ট টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 6 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার ক্লে দিয়ে তৈরি করা এই হাসের দৃশ্যটি দেখে সুন্দর ও প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।

 7 days ago 

ক্লে দিয়ে খুব সুন্দর পুকুরের দৃশ্য তৈরি করেছেন। হাঁস গুলোকে খুব কিউট লাগছে দেখতে। চমৎকার দৃশ্য তৈরি করেছেন। ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করলেই খুব সুন্দর হয়। আপনার এই ডাই প্রজেক্ট টাও ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পুকুরের দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

ক্লে দিয়ে তৈরি করা এই দৃশ্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর ডাইগুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডাই তৈরি করতে পারবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ডাই গুলো তৈরি করে ঘরে সাজাবেন। তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। ক্লে দিয়ে হাঁসের সুন্দর একটি দৃশ্য তৈরি কিন্তু সত্যি খুব দারুণ লাগছে দেখতে।

 6 days ago 

ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। সেগুলো ঘরে সাজিয়ে রাখলে আরো বেশি সুন্দর লাগে। অবশ্যই ক্লে দিয়ে কিছু তৈরি করলে ঘরে সাজিয়ে রাখবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 7 days ago 

ক্লে দিয়ে তৈরি করা হাঁসের এই সুন্দর দৃশ্যটা দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। সত্যি খুবই সুন্দর ছিল এই দৃশ্যটা। যেন মনে হচ্ছে হাঁস এবং তার বাচ্চা ছোট একটা পুকুরে ঘুরে বেড়াচ্ছে সাঁতার কেটে। সেই সাথে ফুল ফুটেছে দেখে অনেক সুন্দর লাগছে। আপনি এখানে অনেক কিছুই তৈরি করার জন্য চেষ্টা করেছেন, এই বিষয়টা অনেক ভালো লেগেছে। দক্ষতার সাথে তৈরি করা এই সুন্দর দৃশ্যটার প্রশংসা তো করতেই হচ্ছে।

 6 days ago 

ক্লে দিয়ে তৈরি করাই হাসের দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে দেখে অনেক বেশি ভালো লাগলো। প্রথমবার চেষ্টা করেছি ক্লে দিয়ে কিছু তৈরি করার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79