ডাই: মোবাইল কভার ডেকোরেশন।

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি কাগজ দিয়ে একটি মোবাইল কভার ডেকোরেশন তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা কাগজ দিয়ে মোবাইল কভার ডেকোরেশন।

1000042895.jpg

আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।কিন্তু অনেকদিন ধরেই কোন ধরনের ডাই তৈরি করা হয়নি আর সেটা সুযোগ হয়ে ওঠেনি ।আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি রং ও কাগজ দিয়ে। একটা মোবাইলের কভার খুবই সিম্পল ছিল। অনেকদিন ধরে আমার কাছে পড়ে রয়েছে ভাবলাম এই কভারটা একটু ডেকোরেশন করা যাক। সেজন্যই একটা কাগজ দিয়ে এবং রং দিয়ে মোবাইলের কভারটা ডেকোরেশন করেছি। আশা করি আপনাদের কাছে ভালো।

উপকরণ:-
কাগজ
রং
আর্ট ব্রাশ
পেন্সিল
কাঁচি
স্কেল

1000042732.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি একটা কাগজের মধ্যে মোবাইলের কাভারটা স্কেচ করে নিলাম।

1000042733.jpg

ধাপ:-২

এরপর আমি মোবাইলের কভারটা মোবাইলের আকৃতিতে কেটে নিলাম।

1000042734.jpg

1000042735.jpg

ধাপ:-৩

এখন কভারের মধ্যে আমি অনেকগুলো লাভ আর্ট করে নিলাম।

1000042736.jpg

1000042738.jpg

ধাপ:-৪

এখন আমি সবুজ রং দিয়ে একটি লাভ আর্ট করে নিলাম।

1000042739.jpg

1000042897.jpg

ধাপ:-৫

এরপর আমি সবুজ রং দিয়ে আরো দুটো লাভ আর্ট করে নিয়েছি।

1000042741.jpg

1000042742.jpg

ধাপ:-৬

এরপর সবুজ রং এর থেকে আর একটু হালকা সবুজ রং নিয়ে মাঝখানে আরো কয়েকটি লাভ রং করে নিলাম।

1000042898.jpg

1000042745.jpg

ধাপ:-৭

এর থেকে আরেকটু হালকা সবুজ রং নিয়ে বাকি লাভ গুলোর মধ্যে আর্ট করে নিলাম।

1000042746.jpg

1000042747.jpg

শেষ ধাপ:-

আরে এভাবেই আমি মোবাইলের কভারটা কে ডিজাইন করেছি। মোবাইলের কভার টা ডিজাইন করার পর মোবাইলে লাগানো পর দেখতে অনেকটা ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

1000042895.jpg

1000042894.jpg

1000042893.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বেশ দারুণ ডেকোরেশন করেছেন মোবাইলের কাভার। আপনার চমৎকার একটি কভার ডেকোরেশন দেখে ভালো লাগলো। একদম মনের মত করে ডেকোরেশন করেছেন আপনি। আসলে কোন জিনিস যদি নিজের মতো করে সুন্দর রুপ দিয়ে গড়ে নেওয়া যায় তাহলে সত্যি খুব ভালো লাগে।

 28 days ago 

আপনি একদমই ঠিক বলেছেন কোনো কিছু নিজের মতো করে করলে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপু ্সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

জল রং দিয়ে মোবাইলের কাভারের মধ্যে লাভ এর ডিজাইন করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। মোবাইল কভার ডেকোরেশন বেশ দুর্দান্ত হয়েছে। কভার ডেকোরেশন করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। মোবাইল কাভারের উপর ডিজাইন করাতে দেখতে খুব সুন্দর লাগছে। এতো চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 28 days ago 

আমার এই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে এবং সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে অনেক উৎসাহিত হলাম।

 last month 

ঠিক বলেছেন আপু কাগজের বিভিন্ন ধরনের ডাই তৈরি করা যায়। আর সেগুলো দেখতেও খুব ভালো লাগে। আজকে ভিন্ন ধরনের একটি আর্ট করেছেন দেখে ভালো লাগলো। কাগজের উপরে ডিজাইনটি আগে এঁকে নেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। মোবাইলের পেছনে লাগানোতে খুব চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 28 days ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার এই মোবাইল কভার নিয়ে ডাই পোস্টটা দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

মোবাইলের কভার ডেকোরেশন টা সত্যি খুবই সুন্দর হয়েছে। আর আমার কাছে এই ডেকোরেশন টা দেখতেও অনেক বেশি ভালো লেগেছে। কালারফুল ভাবে এই মোবাইলের কভার ডেকোরেশন টা করায় দেখতে ভালো লাগছে। এই মোবাইলের কভার ডেকোরেশন আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। কেউ চাইলে এটা সহজেই করতে পারবে।

 28 days ago 

আমার মোবাইলের কাভারের এই ডেকোরেশন টা আপনার কাছে পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

মোবাইল কভার ডেকোরেশন আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই মোবাইল কভার ডেকোরেশন করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।

 28 days ago 

এই কথাটি আপনি একদমই ঠিক বলেছেন একটা কথা যতটা সময় দিয়ে করা যায় সেই কাজটি তত বেশি নিখুঁত হয় এবং সুন্দর হয়।

 last month 

বাহ আপু আপনার তো অসাধারণ আইডিয়া। আজকে আপনি অনেক সুন্দর করে মোবাইলের কভার এর ডেকোরেশন করেছেন। সত্যি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত মোবাইলের কভার ডেকোরেশন আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

মোবাইল কভারের ডেকোরেশনটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 74418.67
ETH 2589.08
USDT 1.00
SBD 2.43